টুকরো খবর
শ্মশান থেকে বধূর দেহ পাঠানো হল ময়না-তদন্তে
শ্মশানে সৎকারের আগে এক বধূর দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠাল পুলিশ। মঙ্গলবার হাসনাবাদের শুলকুনি গ্রামের বাসিন্দা মানসী মণ্ডল (২৩) নামে ওই বধূর দেহটি উদ্ধারের পরে তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁর স্বামী মৃণাল মণ্ডল, শ্বশুর পরেশ মণ্ডল এবং শাশুড়ি সহচরী মণ্ডলকে। পুলিশ জানায়, চার বছর আগে শুলকুনির বেনেপোতা গ্রামের বাসিন্দা মানসীর সঙ্গে বিয়ে হয় ওই গ্রামেরই মাঝেরপাড়ার বাসিন্দা মৃণালের। মানসীর বাবা বৈদ্যনাথ মণ্ডল জানিয়েছেন, বিয়েতে যৌতুক দেওয়া সত্ত্বেও আরও যৌতুকের দাবিতে মানসীর উপরে অত্যাচার চালাতেন স্বামী-সহ তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। সম্প্রতি মৃণালের বিবাহ-বহির্ভূত সম্পর্ক হয়। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল চরমে পৌঁছয়। তার জেরেই মানসীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। গ্রামবাসীদের কাছে মঙ্গলবার সকালে মৃণাল অবশ্য দাবি করেছিলেন, আগের রাতে মৃগীরোগে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। পরে মৃণালের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠায় গ্রামবাসীরা তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, মৃতার গলায় দড়ির ফাঁসের চিহ্ন রয়েছে। বৈদ্যনাথবাবু বলেন, “ওরাই দড়ি দিয়ে শ্বাসরোধ করে মেয়েকে মেরেছে।”

মেলা কমিটির তরফে বিশ্ববিদ্যালয়ের দাবি
প্রতিদিনই মানুষের ভিড়ে উপচে পড়ছে বাসন্তীর কুলতলির ‘সুন্দরবন কৃষ্টিমেলা ও লোকসংস্কৃতি উৎসব’। মেলায় রয়েছে কেন্দ্র সরকারের ২৭টি, রাজ্য সরকারের ৮টি এবং বেসরকারি প্রায় ৩০০টি স্টল। প্রতিদিন চলছে গ্রামীণ যাত্রা প্রতিযোগিতা-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫টি পার্কে বিভক্ত করা হয়েছে মেলা শিক্ষা ও সংস্কৃতি পার্ক, বিকিকিনি পার্ক, বিনোদন পার্ক, বৃন্দাবন পার্ক এভং ফুড পার্ক। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বামী ব্রহ্মলোকানন্দ। দশটি দিন উৎসর্গ করা হয়েছে স্বামী বিবেকানন্দ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের মতো দশ জন মনীষীর নামে। মেলায় সুন্দরবনে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার দাবি ওঠে। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ওয়াই কে শ্রীবাস্তব, জাতীয় মৎস্য উন্নয়ন নিগমের নির্বাহী অধিকর্তা চন্দন ছেত্রী প্রমুখ। মেলা কমিটির চেয়ারম্যান লোকমান মোল্লা বলেন, “সুন্দরবনের প্রায় ৫০ লক্ষ মানুষ উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। সে জন্য মেলা কমিটির পক্ষ থেকে এখানে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি তোলা হয়েছে।”

শেষ হল সুন্দরবন কাপ
সুন্দরবন উন্নয়ন কাপের গোসাবা থানার ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ৮টি দল। গোসাবা ব্লক অফিস-সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় গোসাবার বিবেকানন্দ সঙ্ঘ ও আজাদ হিন্দ সঙ্ঘ। টাইব্রেকারে আজাদ হিন্দ সঙ্ঘ ৩-১ গোলে বিবেকানন্দ সঙ্ঘকে পরাজিত করে। একই মাঠে মহিলা ফুটবলে মাতঙ্গিনী একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে প্রীতিলতা একাদশকে হারিয়ে দেয়। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বজিৎ মাহাতো। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন থানা এলাকার পুরুষ ফুটবলে ২৯২টি দল যোগদান করেছে। গোসাবা থানার ৮টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে মূল প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠল আজাদ হিন্দ সঙ্ঘ। একই নিয়মে মাতঙ্গিনী একাদশ মহিলা ফুটবলের মূল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে যোগদান করবে।

রাস্তা পেরোতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু
রাস্তা পেরোতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসুদেবপুর মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানায়, মৃতের নাম নকুল বর্মন (৪০)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। তিনি সব্জি কিনতে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশকর্তারা। পলাতক চালকের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।

নিখোঁজ তিন ছাত্র উদ্ধার
চার দিন ধরে নিখোঁজ হিঙ্গলগঞ্জের পুকুরিয়া গ্রামের তিন ছাত্রকে মঙ্গলবার দক্ষিণেশ্বরের একটি চায়ের দোকান থেকে কর্মরত অবস্থায় উদ্ধার করল পুলিশ। তিন জনে হিঙ্গলগঞ্জের একই স্কুলের ছাত্র হলেও দু’জন সপ্তম এবং এক জন পঞ্চম শ্রেণিতে পড়ে। গত শুক্রবার থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। পুলিশের দাবি, তিনটি ছাত্রই তাদের জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাড়িতে বকুনির ভয়ে এক হাজার টাকা জোগাড় করে তারা পালায়। কাজ করে নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা বাড়ি ফিরবে বলে ঠিক করেছিল।

হেরোইন-সহ ধৃত মহিলা
ঘুটিয়ারিশরিফ স্টেশন থেকে মঙ্গলবার সন্ধ্যায় ১৫ গ্রাম হেরোইন-সহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম কোহিনূর বিবি। তাঁর বাড়ি স্থানীয় দক্ষিণ মাকালতলায়। গোপন সূত্রে খবর পেয়ে এসডিপিও (ক্যানিং) বিশ্বজিৎ মাহাতো ওত পাতেন। সন্ধ্যা ৬টা নাগাদ শিয়ালদহ-ক্যানিং লোকাল থেকে কোহিনূর স্টেশনে নামতেই পুলিশ তাঁকে ধরে ফেলে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। পাচারের জন্যই ওই হেরোইন নিয়ে আসা হয়েছিল। কোথা থেকে তা আনা হয়, পুলিশ তা তদন্ত করে দেখছে।

মন্দিরে চুরি
গেটের তালা ভেঙে সোমবার রাতে বাদুড়িয়ার দক্ষিণ চাতরা গ্রামের একটি শিবমন্দির থেকে নগদ কয়েক হাজার টাকা, বিগ্রহের সোনা-রুপোর গয়না এবং নানা সরঞ্জাম নিয়ে পালাল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে পূজারি শঙ্কর বণিক মন্দির খুলতে এসে চুরির বিষয়টি টের পান। এর পরেই বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ জানায়, দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.