সাগরদিঘিতে ডাকাতিতে ধৃত ২১ |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাকাতির ঘটনার কিনারা করেছে পুলিশ। গত ৯ ও ২০ ডিসেম্বর সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটে। ওই দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২১ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের সকলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার বাগপাড়া। সেই সঙ্গে অন্য একটি ঘটনায় হেরোইন কারবারের সঙ্গে জড়িত মুজিবর রহমানকে পুলিশ লালগোলা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “সাগরদিঘি থানার মণিগ্রামে গত ৯ ডিসেম্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট স্টোরে হানা দিয়ে দুষ্কৃতী দল কম্পিউটার, ড্রিল মেশিন, সেফটি স্যু, হেলমেট, সেফটি বেল্ট চুরি করে নিয়ে যায়। ওই ঘঠনার কিছু দিনের মধ্যে গত ২০ ডিসেম্বর কেবল ইয়ার্ডে ঢুকে ৩০-৪০ জনের দুষ্কৃতী দল প্রায় ৬০ মিটার ইলেকট্রিক তার চুরি করে নিয়ে যায়। নিরাপত্তারক্ষীদের কাছ থেকে একটি মোবাইলও তারা নিয়ে যায়। পরে ধৃতদের কাছ খোয়া যাওয়া বেশ কিছু জিনিষ উদ্ধার হয়েছে।” পুলিশ সুপার বলেন, “লালগোলার ঘটনায় অবশ্য পুলিশ হেরোইনকারি মুজিবর রহমানকে কালমেঘতলা থেকে গ্রেফতার করেছে। তাকে জেরা করে পুলিশ তোফাজুল শেখের কথা জানতে পারে। তার খোঁজে বাড়িতে হানা দিলে তোফাজুলের খোঁজ মেলেনি। কিন্তু তার বাড়ি থেকে পুলিশ সাড়ে ৭ কুইন্টাল হেরোইন তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৫৭০ গ্রাম হেরোইন।”
|
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
স্থানীয় আর জি পার্টির লোকজন বাজার পাহারা দেওয়ার সময় সশস্ত্র দুষ্কৃতীদল তাঁদের উপর চড়াও হয়। এর ফলে মানিক রায়চৌধুরী ও সমর পার্সী নামের দুই আর জি পার্টির সদস্য গুরুতর জখম হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মাঝেরগ্রাম রেলস্টেশন অবরোধ করেন। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রোজকারের মত বিভিন্ন দলে ভাগ হয়ে আর জি পার্টির লোকজন বাজার পাহারা দিচ্ছিলেন। রাত দেড়টা নাগাদ দুষ্কৃতীরা আর জি পার্টির একটি দলের উপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে মানিকবাবুর মাথায় আঘাত করে। ততক্ষণে এলাকাবাসীদের চিৎকারে পালানোর সময় দুষ্কৃতীরা বোমা ফাটায়। এই বোমার আঘাতেই জখম হন সমরবাবু। জখম দু’জনই এসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা জয়ন্ত পাল বলেন, “আরজি পার্টির মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা হামলা চালায়।” জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “দুষ্কৃতী হানায় দু’জন জখম হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|
ভাগীরথী শিল্পাশ্রম হোমে বেআইনি কাজকর্মের অভিযোগের জেরে কর্তৃপক্ষকে শো-কজ করলেন নদিয়ার জেলাশাসক। ১৫ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। পাঠানো হয়েছে কল্যাণীর মহকুমাশাসকের তদন্ত রিপোর্টও। হোমের জমি বেহাত হয়েছে, এ কথা মেনে নিলেও সংস্থার সভাপতি দীপালি দত্তচৌধুরীর অভিযোগ, বর্তমান পরিচালন সমিতির বিরুদ্ধে চক্রান্ত চলছে। জমি বেহাতের ঘটনার সঙ্গে বর্তমান সমিতির কোনও সম্পর্ক নেই। মহিলা আবাসিক নিখোঁজ নিয়ে মহকুমাশাসক যে-রিপোর্ট দিয়েছেন, সেই ব্যাপারে কর্তৃপক্ষের দাবি, হোমের কোনও আবাসিক নিখোঁজ হননি। সমাজকল্যাণ দফতর ওই হোমের উপরে নজর রাখছে। নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। |