প্রয়াত কবি বিমল চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। কবির ৭৮তম জন্ম দিনে ‘বিমল স্মৃতি সংস্কৃতি চক্র’ আয়োজিত ওই ম্মরণঅনুষ্ঠান হয় বহরমপুর গ্রান্টহলে। কবি ও শিক্ষক বিমলবাবু ২০০১ সালের ১৪ ডিসেম্বর তিনি প্রয়াত হন। প্রয়াত কবির জীবন ও কর্ম নিয়ে জেলার বিশিষ্ট কবি, গল্পকার ও বিভিন্ন সাময়িক পত্রিকার সম্পাদকরা আলোচনা করেন। প্রয়াত কবির স্মৃতির উদ্দেশ্যে এ দিন প্রকাশিত হয় পত্রিকা ‘স্মৃতিরেখা’। সম্পাদক বিমলবাবুর মেয়ে শ্রাবণী রায় চক্রবর্তী। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত।
|
২১ ও ২২ ডিসেম্বর কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ২ দিনের নাট্যোৎসবের আয়োজন করেছিল ‘কৃষ্ণনগর সিঞ্চন’। প্রথম দিন ‘কৃষ্ণনগর সিঞ্চন’ পুরস্কার দেওয়া হয় হুগলির নাট্যদল ‘ব্যান্ডেল আরোহী’ ও উত্তর ২৫ পরগনার নাট্যকর্মী গার্গী দত্তকে। এ দিন মঞ্চস্থ হয় ‘গোবরডাঙা নক্শা’র নাটক সুভা। ওই দিনই ‘ব্যান্ডেল আরোহী’র নাটক ‘হলুদ রঙের টি সার্ট’ মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিনে দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন শিল্প নিয়ে সাহিত্যিক সুধীর চক্রবর্তী আলোচনা করেন। ওই দিন আয়োজক সংস্থা ‘কৃষ্ণনগর সিঞ্চন’ মঞ্চস্থ করে নাটক ‘পুনর্জন্ম’। |