টুকরো খবর
বড়দিনে ভিড় বনভোজনের
সরকারি-বেসরকারি অফিসে ছুটি। স্কুলের বার্ষিক পরীক্ষার ফলও বেরিয়ে গিয়েছে। শীত উপেক্ষা করেই বড়দিনের দুপুরে তাই চড়ুইভাতির আসর জমল গেঁওখালি, মহিষাদল রাজবাড়ি, হরিখালি, রূপনারায়ণের তীরে। পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই মঙ্গলবার ছিল উৎসবের মেজাজ। সকালে মহিষাদলের মীরপুর গ্রামের দু’টি চার্চ ছাড়াও হলদিয়ার শ্রীকৃষ্ণপুরে ও তমলুক শহরের আবাসবাড়ির চার্চে উপাসনায় যোগ দেন স্থানীয় খ্রিস্টানরা। জেলার ‘পিকনিক স্পট’ হিসেবে পরিচিত হুগলি, রূপনারায়ণ ও দামোদরের সঙ্গমস্থল গেঁওখালিতে এ দিন আশপাশের জেলা থেকেও প্রচুর লোকজন এসেছিলেন চড়ুইভাতি করতে। এ ছাড়াও হলদি নদীর তীরে হলদিয়া টাউনশিপ, বালুঘাটা, মহিষাদলের হরিখালি, নরঘাট, হুগলি নদীর তীরে হলদিয়ার পাতিখালি, রূপনারায়ণের তীরে তমলুক শহরের উত্তর ও দক্ষিণচড়া শঙ্করআড়া, ধলহরা, সোয়াদিঘি, জামিত্যা, খারুই, দেনান, পাঁশকুড়া-ময়নায় কাঁসাই নদীর তীর, মহিষাদল রাজবাড়ির চত্বর, এমনকী চণ্ডীপুরে তমলুক-দিঘা রেললাইনের ধারে বনভোজনের ভিড় জমে। তবে রূপনারায়ণের তীরে কোলাঘাট ও হাওড়ার নাওপালায় এ বার বনভোজনের ভিড় ছিল বেশ কম। বছর তিনেক আগে কলকাতা থেকে বনভোজন করতে এসে রূপনারায়নে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যুর পর রূপনারায়ণে নৌকাবিহার নিষিদ্ধ করেছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলা প্রশাসন। এ দিনও কোলাঘাট শহর-সহ আশপাশের নদী তীরবর্তী এলাকায় পুলিশ মাইকে সতর্কতামূলক প্রচার করেছে।

পর্যটকের ঢল সৈকতে
বড়দিন উপলক্ষে ভিড় উপচে পড়ছে দিঘা-সহ আশেপাশের সৈকতে। সোমবার সন্ধ্যা থেকেই হাজার হাজার পযর্টক দিঘা, মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুর সৈকতে ভিড় জমিয়েছেন। পযর্টকদের ভিড়ে ঠাঁই মেলাই ভার হোটেল-লজগুলিতে। কনকনে শীতকে উপেক্ষা করে পছন্দের জায়গা বেছে নিয়ে দিঘা, তাজপুর, মন্দারমণির ঝাউ বাগানগুলিতে চড়ুইভাতির আসর বসিয়েছেন তাঁরা। চলছে রামনগর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে নন্দিনী মেলাও। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানান, দিঘায় এ বার কয়েক লক্ষ পর্যটক বড়দিন উপলক্ষে এসেছেন। দিঘা থানার ওসি অজিত ঝা জানান, সমুদ্রস্নানে নিরাপত্তার জন্য বাড়তি নুলিয়ার ব্যবস্থা করা ছাড়াও বিশেষ সহায়ক কেন্দ্র খোলা হয়েছে। অতিরিক্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। মোটর বাইকে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ।

কৃতীদের সংবর্ধনা
কাঁথি পঞ্চায়েত সমিতির উদ্যোগে সোমবার ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের মেধা পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হল। সমিতির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। ব্লকের ২০টি স্কুলের মাধ্যমিক স্তরের ৬৯ জন ও উচ্চ মাধ্যমিক স্তরের ২৫ জন কৃতী ছাত্রছাত্রীকে পদক ও বই দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত, ব্লক উন্নয়ন আধিকারিক প্রদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্ধেন্দু পণ্ডা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা কর্মাধ্যক্ষ চন্দন মান্না।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে চন্দ্রকোনা থানার মল্লেশ্বরপুরে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মিন্টু কিস্কু (১৮)। তাঁর বাড়ি চন্দ্রকোনা শহরের হাসপাতাল মোড়ে। পুলিশ জানিয়েছে, বড়দিন উপলক্ষে মিন্টু বক্স ভাড়া করে ট্রলিতে চাপিয়ে মল্লেশ্বরপুরের দিকে যাচ্ছিলেন। ঘাটাল-চন্দ্রকোনা সড়কে ঘাটালগামী একটি লরি আচমকা তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ লরিটিকে আটক করেছে। চালক পলাতক।

মৌনী মিছিল
দিল্লিতে গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ক্রমবধর্মান নারী নিযার্তনের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় কাঁথির নাগরিক সমাজ মোমবাতি হাতে মৌনী মিছিল করল। দেশপ্রাণ মূর্তির পাদদেশ থেকে বড় ডাকঘর হয়ে নেতাজি মূর্তি পর্যন্ত পদযাত্রা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.