দীর্ঘ ছ’মাসের প্রতীক্ষার অবসান। রাফায়েল নাদাল আবার কোর্টে ফিরছেন। এ সপ্তাহেই। আবুধাবিতে। তিন দিনের প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট মুবাদালা চ্যাম্পিয়নশিপে প্রাক্তন বিশ্বসেরাকে ম্যাচে ফিরেই চ্যালেঞ্জ সামলাতে হবে বিশ্বের এক নম্বর জকোভিচ, অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের মতো পাঁচ বড় নামের। তার পরে আগামী রবিবার ক্লে কোর্ট সম্রাট নাদালের এটিপি ট্যুরে প্রত্যাবর্তন ঘটবে দোহায় কাতার ওপেনে। গত জুনে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ১০০ নম্বর রসোলের কাছে হারের পর হাঁটু আর পিঠের চোটে নাদাল অলিম্পিক, যুক্তরাষ্ট্র ওপেন, চেক প্রজাতন্ত্রের হয়ে ডেভিস কাপ ফাইনাল-সহ অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে পারেননি।
নাদাল-ভক্তরা অবশ্য তাঁদের প্রিয়তম টেনিস তারকার কোর্টে ফেরার খবরেই আশায় বুক বাঁধছেন, পেশাদার সার্কিটে আবার নাদাল-রাজের সম্ভাবনায়। কিন্তু ভক্তদের আশায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং নাদাল-ই। ১১ গ্র্যান্ড স্ল্যাম জয়ী বলে দিচ্ছেন, “কোর্টে ফিরছি। এ সপ্তাহেই পেশাদার সার্কিটে আবার নামতে চলেছি। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ফিরছি। সব ভাল। খুব খুশি লাগছে। কিন্তু এখনই খেতাব জেতার কোনও আশা করছি না আমি। আমার হাতে চ্যাম্পিয়ন হওয়ার আতসবাজি নেই।” |
অর্ধ বছর কোর্টের বাইরে কাটিয়ে ফের টেনিসে ফিরে নাদালের তা হলে আপাতত লক্ষ্য কী? সেটাও বলেছেন সাতবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নিজেই। “আবুধাবিতে নিজের শারীরিক, টেকনিক্যাল পরীক্ষা নেব। দোহা বা অস্ট্রেলীয় ওপেন জেতাও আমার লক্ষ্য নয়। তার জন্যও অলৌকিক কিছুর দরকার। আমার আপাতত লক্ষ্য, আরও ফিট হয়ে ওঠা। একশো ভাগ ফিট। গত ছ’মাসের সব কিছুর থেকে বেরিয়ে পুরোপুরি চাঙ্গা হয়ে ওঠা।”
তা হলে খেতাবের দৌড় শুরু করবেন কোথ্বেকে তিনি? “পেশাদার ট্যুরে সামনের দেড়-দু’মাস নিজের পারফরম্যান্স নিয়ে আমার বিশেষ মাথাব্যথা থাকবে না। আমার পুরোনো ফর্মের খেলাটা শুরু করতে চাই ক্লে কোর্ট মরসুম থেকে।” |