গৌতম গম্ভীরের রান আউট
• একটা রান আউটের পরই হঠাৎ অবিশ্বাস্য ভাবে ধসে গেল ভারতীয় ব্যাটিং। ওই সময় ভারতের স্কোরবোর্ডে ছিল ৯০-১। অথচ ইনিংসের শেষে ১৩৩-৯! বাকিরা তা হলে কী করল? সেট হওয়া গম্ভীর থেকে গেলে আরও ১৫-২০ রান উঠতে পারত।
চাপ সহ্য করতে না পারা
• ভারত-পাকিস্তান ম্যাচে যে চাপ থাকবেই, এ তো জানা কথা। সেই চাপ কাটানোর রেসিপি নিয়েই মাঠে নামা উচিত ছিল। পাকিস্তানিরা সেটা করল। অথচ আমাদের ছেলেরা, তা পারল না! মনে হচ্ছে ফের মনোবিদ লাগবে দলে।
স্কোরবোর্ডে অল্প রান
• পাকিস্তানের সঙ্গে জিততে হলে যে স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে হবে, এই সাধারণ ব্যাপারটা আর কবে বুঝবে আমাদের ক্রিকেটাররা? প্রত্যেকের মধ্যেই এত গা ছাড়া ভাব, মনে হচ্ছিল, কিনিয়া বা জিম্বাবোয়ের মতো কোনও দলের বিরুদ্ধে খেলতে নেমেছে। একের পর এক উইকেট ছুড়ে দিয়ে আসা দেখে এই কথাই মনে হচ্ছিল। |
পাক বোলিংয়ের ঝাঁঝ
• পাক বোলারদের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে সাত ফুট এক ইঞ্চির ইরফানের বোলিং। ওকে তো সামলাতেই পারছিল না ব্যাটসম্যানরা। বিশাল উচ্চতাকে ভরপুর কাজে লাগাতে পারে ছেলেটা। দীর্ঘকায় বোলাররা চিরকাল এ ভাবেই তাদের উচ্চতাকে কাজে লাগিয়ে এসেছে। সেটা আমাদের কোচের বা বোলিং কোচের অন্তত জানা উচিত। ইরফানকে নিয়ে যে হোম ওয়ার্কটা একেবারেই ঠিকঠাক করেনি ভারতীয়রা, তা ওর বিরুদ্ধে ধোনিদের ব্যাটিং দেখেই বোঝা গেল। মনে হল অন্য গ্রহ থেকে হঠাৎ নেমে আসা কোনও বোলারের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একটা উইকেট নিলেও ওর পেস আর বাউন্সই নড়িয়ে দিয়েছে ভারতীয় ব্যাটিংকে। যা থেকে কোহলি-রায়নারা আর বেরিয়ে আসতে পারল না।
দল বাছাইয়েই গলদ
• শুরুতেই আমার মনে হয় ধোনি একটা বড় ভুল করেছে। সেটা হচ্ছে, অশ্বিনকে এই ম্যাচে বাদ দিয়ে। আগের দুটো ম্যাচে রান দিলেও ছেলেটা কিন্তু উইকেট নিতে পারে। জাডেজাকে দলে নেওয়া কেন? বিশেষ করে যদি ওকে আট নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। বোলার হিসেবে জাডেজার চেয়ে অশ্বিন অনেক ভাল। |