পাক ম্যাচে ইডেনে আসছেন লক্ষ্মণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিনি প্রাক্তন ভারত অধিনায়ক নন। আমন্ত্রিত অধিনায়কদের তালিকায় তাঁর নাম থাকার কথাও ছিল না। কিন্তু ইডেনের সঙ্গে তাঁর সম্পর্ক অন্য পর্যায়ের। এই ইডেনেই এসেছে স্টিভ ওয়-র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ২৮১ রানের মহাকাব্য। পাঁচ বছর আগে ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে শেষ যুদ্ধে টেস্টে অপারজিত সেঞ্চুরি আছে। তাই ইডেনের ভারত-পাকের রজত জয়ন্তীতে তাঁকে না ডেকে উপায় কী?
এবং তিনি, ভিভিএস লক্ষ্মণ আসছেন। ইডেনে ৩ জানুয়ারির ভারত-পাক ম্যাচে কপিল-গাওস্কর-দ্রাবিড়-সৌরভদের সঙ্গে দেখা যাবে লক্ষ্মণকেও।
মঙ্গলবার সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া যোগাযোগ করেন লক্ষ্মণের সঙ্গে। ইডেনের ভারত-পাক ম্যাচে তাঁকে আসার আমন্ত্রণ জানানো হয়। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “লক্ষ্মণ আমাদের জানিয়েছেন, উনি আসছেন।” এ দিকে, দু’দেশের আমন্ত্রিত অধিনায়কদের জন্য বিশেষ সংবর্ধনার ব্যবস্থা রাখছে সিএবি। প্রত্যেককে এক কেজি ওজনের রৌপ্য ফলক, শাল ছাড়াও সাম্মানিক অর্থ হিসেবে দেওয়া হবে এক লক্ষ টাকা।
|
কমিশনের রিপোর্ট আজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডার্বি ম্যাচে দল তুলে নেওয়ার জন্য মোহনবাগান কি নজিরবিহীন শাস্তি পাবে, না ম্যাচ রিপ্লে হবে? সব কিছু ঠিকঠাক চললে বৃহস্পতিবার ভেস্তে যাওয়া ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হয়ে যেতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের উপর। আজ অশোক গঙ্গোপাধ্যায় কমিটির রিপোর্ট পাওয়ার পর তিনি কী করেন তার দিকে তাকিয়ে রয়েছেন সবাই। সোমবার দু’পক্ষের শুনানি শোনার পর মঙ্গলবার ফেডারেশন নিযুক্ত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোকবাবু ব্যস্ত ছিলেন তাঁর ‘পরামর্শ’ তৈরির কাজে। দিল্লিতে ফোন করে জানা গেল, আজ বুধবার রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোকবাবু মুখবন্ধ খামে তাঁর রিপোর্ট জমা দেবেন ফেডারেশন প্রেসিডেন্ট বা সচিব কুশল দাসের কাছে। এরপর আই লিগ কমিটির সভা ডাকা হবে অথবা সরাসরি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন ফেডারেশন প্রেসিডেন্ট। মোহনবাগান কর্তারা অবশ্য এ দিন দাবি করছেন, “শাস্তি কিছু হলেও তিন বছরের সাসপেনশন কোনওমতেই হবে না।”
|
চ্যাম্পিয়ন সম্বরণ অ্যাকাডেমি |
নিশিকান্ত চক্রবর্তী মেমোরিয়াল ট্রফি (অনূর্ধ্ব-১৩) ফাইনালে বিএনআরকে (২০ ওভারে ১১৪) ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি। সৌম্য দাস (৩-২৭, ৬৮ ন:আ:)। অর্পণ আচার্য ৩-৩১। |
বুধবারে কলকাতা লিগ
মোহনবাগান: পুলিশ এ সি (কল্যাণী ২-০০),
মহমেডান: টালিগঞ্জ অগ্রগামী (যুবভারতী ২-০০)। |