টুকরো খবর |
খেতমজুর ও মহিলাদের গুরুত্ব দিচ্ছে কৃষকসভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ, বুধবার থেকে সিপিএমের কৃষক সংগঠন কৃষকসভার পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন শুরু হচ্ছে কেশিয়াড়িতে। চলবে কাল, বৃহস্পতিবার পর্যন্ত। স্থির হয়েছে এ বার জেলা কমিটিতে খেতমজুর এবং মহিলাদের গুরুত্ব দেওয়া হবে। সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, কৃষকসভার জেলা সম্পাদক হরেকৃষ্ণ সামন্ত। এখন কৃষকসভার জেলা কমিটির সদস্য সংখ্যা ১৩২। এ বার সদস্য সংখ্যা কমে ৯৫ বা তার আশপাশে হতে পারে। তারই মধ্যে মহিলা ও খেতমজুরদের গুরুত্ব বাড়ানো হবে। এই প্রথম এত ‘প্রতিকূল’ পরিস্থিতিতে জেলা সম্মেলন করতে হচ্ছে কৃষকসভাকে। ব্লকে ব্লকে সম্মেলন করতে গিয়ে আগেই নানা সমস্যায় পড়তে হয়েছে নেতৃত্বকে। গড়বেতা, গোয়ালতোড়, কেশপুরের মতো ব্লকের সম্মেলন এলাকায় করা যায়নি। কেশপুরের সম্মেলন হয়েছে মেদিনীপুর শহরে। গোয়ালতোড়ের সম্মেলন চন্দ্রকোনা রোডে। কৃষকসভার জেলা সম্পাদক হরেকৃষ্ণ সামন্তর কথায়, “পেরিয়ে আসা সময়ের বেশির ভাগটাতেই নজিরবিহীন সন্ত্রাস হয়েছে। শাসকদলের লোকেদের হাতে সংগঠনের কর্মী-সমর্থকেরা মার খেয়েছেন।” এখন সিপিএমের কৃষক সংগঠনের জেলা সভাপতি শেখ ইজরায়েল। অসুস্থতার কারণে তাঁকে এ বার অব্যাহতি দেওয়া হতে পারে। ইজরায়েল আগে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। নতুন সম্পাদকমণ্ডলীতে তাঁকে রাখা হয়নি। সরাসরি জেলা কমিটির সদস্যও করা হয়নি। আমন্ত্রিত সদস্য হিসেবে জেলা কমিটিতে রাখা হয়েছে।
|
অপেক্ষা শেষে বড়দিনের মেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বড়দিনের মেলা শুরু হল মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মেলা। চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। এই মেলার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন শহর ও শহরতলির মানুষজন। আগে শীত পড়তেই শহর জুড়ে শুরু হত মেলা। এখন তার চল কমেছে। ফলে, বড়দিনের এই মেলার জন্য অপেক্ষায় থাকেন অনেকেই। মেদিনীপুরের এই মেলার জৌলুসও যথেষ্ট। এ বার তা আরও বেড়েছে। চার্চের সামনেই বড় মাঠ। তার একদিকে নাগরদোলা-সহ ছোটদের মনোরঞ্জনের নানা সরঞ্জাম। অন্য দিকে রকমারি স্টল। মাঠের বাইরেও নানা পসরা সাজিয়ে দোকান বসেছে। মেলা চত্বরের পাশাপাশি চার্চও সাজানো হয়েছে। চার্চের বাইরে-ভেতরে রয়েছে নানা রঙের আলো। মেলা আসা উৎসাহী জনতা ভিড় জমাচ্ছেন চার্চেও। বাবা-মায়ের হাত ধরে আসা ছোট ছোট ছেলেমেয়েরা নানা কৌতুহলে করছে প্রশ্ন। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলার ক’দিনই এই ছবি চোখে পড়ে। যাঁরা মেলা দেখতে, একবার চার্চেও ঢুঁ মারেন তাঁরা।
|
নদীর ধারে নেতার দেহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অস্বাভাবিক মৃত্যু হল মেদিনীপুরের এক বিজেপি নেতার। মৃত তারকনাথ গণ (৪৬) বিজেপি-র শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর মহাসঙ্ঘের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ছিলেন। গত বিধানসভা নির্বাচনে গড়বেতায় দলীয় প্রার্থীও হয়েছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর ও খড়্গপুরের মাঝে রেলসেতুর নীচে কংসাবতীর তীর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে অনুমান, জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। এ দিন সকালে নদীর ধারে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসেছিলেন তারকবাবু। বন্ধুরাই তাঁকে উদ্ধার করে খড়্গপুর হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। বিজেপি-র জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন।
|
দুঃস্থদের পাশে মহকুমাশাসক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শীতের রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে গরিব মানুষদের কম্বল বিতরণ করলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত। যাঁরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, রাস্তাতেই রাত কাটান—সেই মানুষদেরই কম্বল দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রশাসন সাধারণ মানুষের পাশে আছে। এই উদ্যোগের ফলে যদি একজনেরও কষ্ট লাঘব হয়, সেটাই প্রাপ্তি।” বাসস্ট্যান্ড, রেল স্টেশন, গেট বাজার প্রভৃতি এলাকায় কম্বল বিতরণ করেন তিনি। |
|