টুকরো খবর |
অসমে প্রাক্তন স্পিকারের জেল দুর্নীতির দায়ে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে অসম বিধানসভার প্রাক্তন স্পিকার পুলকেশ বরুয়া, প্রাক্তন স্কুল পরিদর্শক অমূল্য চৌধুরি ও প্রাক্তন জেলা শিক্ষা আধিকারিক সতীশ শর্মাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নলবাড়ি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে জরিমানা ধার্য হয়েছে ২০ হাজার টাকা। ১৯৯৬ থেকে ২০০১ সাল অবধি বরক্ষেত্রীর অগপ বিধায়ক তথা স্পিকার পুলকেশ বরুয়া নলবাড়ি জেলা শিক্ষক নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন। অভিযোগ উঠেছিল তিনি ও তাঁর সহযোগীরা সব নিয়ম ভেঙে অযোগ্য ৯০ জন প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগ করেছিলেন। যোগ্যতা তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা হাইকোর্টে অভিযোগ জানালে হাইকোর্ট ডেপুটি রেজিস্ট্রারকে (জুডিসিয়াল) বিষয়টি নিয়ে মামলা দায়ের করার নির্দেশ দেয়। পুলিশ তদন্ত চালিয়ে চার্জশিট জমা দেওয়ার পরে চার বছর ধরে বিচার প্রক্রিয়া চলে। কাল, আদালত বরুয়া, চৌধুরি ও শর্মাকে বিভিন্ন ধারায় দোষী স্যব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়। জালিয়াতিতে সাহায্য করার দায়ে রামচন্দ্র শর্মা, ভূদেব গোস্বামী ও হরমোহন ভরালিকে চার মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
|
জমি বিবাদ ঘিরে উত্তপ্ত চাংলাং
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে অরুাচলের চাংলাং। মিয়াও শহরে সিংপো ও চাকমা উপজাতিদের মধ্যে সংঘাত ঘিরে জারি হয়েছে ১৪৪ ধারা। ঘটনার সূত্রপাত এমপেন এলাকায়। সিংপো উপজাতির থুইং সিংপো বিতর্কিত একটি জমিতে বাড়ি বানাচ্ছিলেন। দু’ বছর ধরে এমপেনের গ্রামের দখল নিয়ে গোলমাল চলছিল। আদালত সিংপোদের জমির মালিকানা দিলেও চাকমারা তা মেনে নেননি। গত কাল আচমকা চাকমাদের একটি সশস্ত্র বাহিনী গ্রামে ঢুকে থুইংয়ের নির্মীয়মাণ বাড়ি-সহ ২০টি বাড়ি ভেঙে দেয়। গুলিও চালায়। সিংপোদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিজয়নগর সফর উপলক্ষে সব পুলিশ সেখানে ছিল। সিআরপি বাহিনীর সাহায্য চাওয়া হলেও তারা এগিয়ে আসেনি। এ রপর চাকমা শরণার্থীদের দল গোটা মিয়াও শহরে লুঠতরাজ শুরু করে। পিসি, লেওয়াং, ফুপ, খাগাম-সহ বেশ কিছু সিংপো গ্রামে হানাদারি চলে। প্রাণভয়ে দলে দলে সিংপো গ্রাম ছেড়ে পালাতে থাকেন। খবর পেয়ে পুলিশ ও আধা-সেনা মিয়াওতে আসে। জেলাশাসক, এসপি ও অন্যান্য নেতারা মিলে দুই পক্ষকে আলোচনায় বসান।
|
ট্রাক উল্টে মৃত্যু দুই মহিলার, জখম পাঁচ জন
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ধান কেটে বাড়ি ফেরার পথে দুই মহিলার মৃত্যু হয়েছে। পাঁচ জন জখম হলেও প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে আজ সকালে পটনার খগৌল থানা এলাকার দানাপুর স্টেশনের কাছে। মৃতদের নাম প্রতিমা দেবী (৪৫) এবং গুড়িয়া কুমারী (২৫)।
পুলিশ জানিয়েছে, এ দিন সকালে আরা থেকে প্রায় ১৫ জন শ্রমিক ধান কেটে বাড়ি ফেরার জন্য একটি ছোট ট্রাকে চেপে দানাপুর স্টেশনে আসছিলেন। স্টেশনের কাছে এসে ট্রাকটি যখন একটি কালভার্ট পেরোচ্ছে তখনই সেটি ভেঙে পড়ে। ট্রাকের ডালায় বসে আসা কয়েকজন কার্লভাটে পড়ে যান। ট্রাকটিতে ছিল ধান বোঝাই বস্তা। সেগুলিও উল্টে পড়ে নীচে। পরে বস্তা সরিয়ে দেখা যায় কার্লভাটের নীচে জলে বস্তা চাপা হয়ে পড়ে আছেন প্রতিমা ও গুড়িয়া। তুলে দেখা যায় দু’জনেই মারা গিয়েছেন। থানার ওসি কে প্রসাদ বলেন, “বাকি যাত্রীরা পড়ে গেলেও তাঁদের সামান্য চোট লাগে। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।”
|
ছেলেকে খুন করতে সুপারি ব্যবসায়ীর
সংবাদসংস্থা • ভোপাল |
ছেলেকে খুন করার সুপারি দেওয়ার অভিযোগে বুধবার গ্রেফতার হলেন এক ব্যবসায়ী। ধৃত ওই ব্যবসায়ীর নাম রমেশচাঁদ অগ্রবাল। পুলিশ জানায়, রমেশচাঁদ তাঁর বছর তিরিশের ছেলে অজয়কে খুন করতে তিন লক্ষ টাকার সুপারি দিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, রমেশ জানিয়েছেন, অজয় প্রায়শই টাকা চেয়ে তাঁকে উত্ত্যক্ত করতেন। টাকা না দিলে মারধরও করতেন। সে রমেশের কর্মচারিদেরও মারধর করতেন। গত ১৮ ডিসেম্বর করারিয়া জঙ্গল থেকে অজয়ের দেহ উদ্ধার করে পুলিশ। এই সূত্রে অজয়ের পরিচারক মান সিংহকেও গ্রেফতার করা হয়।
|
এগোচ্ছে রাজধানীর বাংলা স্কুল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লির বাংলা মাধ্যম স্কুলগুলির এত দিনের ছবিটা বদলানোর চেষ্টা শুরু হল। এমনিতেই ছাত্রছাত্রী কম। যে ক’জন জোটে, তাদের অধিকাংশই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের। অনেকেই মাঝপথে পড়া ছাড়ে। এমনকী শিক্ষক-শিক্ষিকারাই তাঁদের সন্তানদের নিজেদের স্কুলে ভর্তি করান না। পরিচিত এই ছবিটা বদলাতে চাইছে বিনয়নগর বেঙ্গলি সিনিয়র সেকেন্ডারি স্কুল। হীরক জয়ন্তী বর্ষে বাংলা মাধ্যম স্কুল হিসেবে দিল্লির বাঙালিদের সামনে নতুন করে তুলে ধরছে নিজেকে। সরোজিনী নগরের এই স্কুলটি তৈরি হয়েছিল ১৯৫২ সালে, প্রাক্তন শিক্ষিকা মণিকা সেনের বাড়ির একটি ঘরে। আজ ছাত্রছাত্রী প্রায় ১৩০০। প্রধান শিক্ষক সুকান্ত ভট্টাচার্যর নেতৃত্বে ছাত্রছাত্রীদের মধ্যে বাঙালি সংস্কৃতির বীজ বুনে দেওয়ার উপরেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা পড়া বাধ্যতামূলক। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলের উপরে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
|
দিল্লির গণধর্ষিতা তরুণী এখনও সঙ্কটজনক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চলন্ত বাসে গণধর্ষিতা তরুণীর শারীরিক অবস্থা এখন কিছুটা ভাল বলে জানালেন সফদরজঙ্গ হাসপাতালের চিকিৎসকেরা। তাঁরা আরও জানালেন, গত কাল অর্থাৎ সোমবারের তুলনায় তিনি এখন মানসিক ভাবে স্থিতিশীল। কথাও বলছেন অল্প-স্বল্প। তবে তাঁকে এখনও ভেন্টিলেটরে রাখা হয়েছে। সেপসিসের জন্য অভ্যন্তরীণ রক্তপাত হতে থাকায় গত কাল তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে মঙ্গলবার তাঁরা জানান, ওই তরুণীর যকৃতের কার্যকারিতা আগের তুলনায় বেড়েছে। রক্তে অনুচক্রিকা ও শ্বেতকণিকার সংখ্যাও বেড়েছে।
|
ফেব্রুয়ারিতে ‘মিডনাইটস’
সংবাদসংস্থা • মুম্বই |
আগামী বছরের পয়লা ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে চিত্রপরিচালক দীপা মেটার ছবি ‘মিডনাইটস চিলড্রেন’। সলমন রুশদির উপন্যাস অবলম্বনেই তৈরি করা হয়েছে এই ছবিটি। শাবানা আজমি, রাহুল বসু, অনুপম খের, সোহা আলি খান প্রমুখ অভিনেতা কাজ করেছেন ছবিটিতে।
|
মেয়েদের ক্যারাটে শিক্ষা চান নীতীশ
সংবাদসংস্থা • পটনা |
আত্মরক্ষায় ক্যারাটে শিখুক মেয়েরা, এমনই চান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর অভিমত, যে হারে দেশে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার হাত থেকে নিস্তার পেতে এটাই এক মাত্র উপায়। তিনি জানান, ইতিমধ্যেই তাঁর রাজ্যের বিভিন্ন স্কুলে ক্যারাটে, জুডো প্রভৃতির প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের প্রায় এক লক্ষ স্কুল ছাত্রী এখন ক্যারাটে প্রশিক্ষণপ্রাপ্ত। নীতীশের আশা এ ভাবেই রেহাই মিলবে উত্যক্তকারীদের হাত থেকে।
|
উদ্ধার হচ্ছে মাওবাদী অস্ত্র
সংবাদসংস্থা • কোরাপুট |
মাওবাদীদের একাধিক গোপন আস্তানা থেকে ল্যান্ডমাইন, নানা বিস্ফোরক পদার্থ এবং একাধিক অস্ত্র উদ্ধার হওয়ায় মানসিক ভাবে অনেকটাই উৎসাহ যুগিয়েছে যৌথ বাহিনীকে। গত শনিবার মানকিদির জঙ্গলের নারায়ণপটনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সাতটি ল্যান্ডমাইন। এছাড়াও সালপাগুড়া জঙ্গল ও মুসুলমুন্ডার জঙ্গল থেকে উদ্ধার করা গিয়েছে নানা অস্ত্র। পুলিশ জানিয়েছে, কোরাপুট অঞ্চলের মাওবাদীরা তাদের অস্ত্র ফেলে গিয়েছে ভবিষ্যতে ব্যবহারের জন্য। সেগুলিকে উদ্ধার করতে পেরেছে যৌথবাহিনী।
|
সহকর্মীর গুলিতে নিহত
সংবাদসংস্থা • রায়পুর |
সহকর্মীর গুলিতে চার সিআরপিএফ জওয়ান নিহত হলেন। আহত আরও এক জন। ছত্তীশগঢ়ের দন্তেওয়াড়া জেলার ঘটনা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ১১১ নং সিআরপিএফ শিবিরকে লক্ষ্য করে গুলি চালান এক জওয়ান। অনুমান, তিনি নাকি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।
|
আরোগ্য কামনা রাষ্ট্রপতির
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ধর্ষিতা ২৩ বছরের ওই তরুণীর দ্রুত আরোগ্য কামনা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। মঙ্গলবার রাষ্ট্রপতি বলেন, “মেয়েটি খুবই সাহসী। গোটা দেশ, এমনকী সরকারও তাঁর পাশে আছে।” আশ্বাস দেন, মেয়েটির উপর যারা অকথ্য নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করবে সরকার।
|
সাসপেন্ড পাঁচ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গণধর্ষণ-কাণ্ড নিয়ে সোমবার প্রথম বিবৃতি দেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তা রেকর্ড করতে সময়ে পৌঁছতে পারেননি দূরদর্শনের পাঁচ কর্মী। ফলে, তাঁদের সাসপেন্ড করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর বিবৃতি রেকর্ডিংয়ের নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ন’টা। কিন্তু দূরদর্শনের কর্মীরা প্রধানমন্ত্রীর বাড়িতে যান প্রায় দশটার সময়। প্রসার ভারতীর সিইও জহর সরকার বলেছেন, “সরকারি ঢিলেমি থেকে বেরিয়ে এক জন সাংবাদিকের পেশাদারিত্ব অর্জন করা উচিত। এই বার্তাই দিতে চেয়েছি।”
|
কমিশন নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লিতে গণধর্ষণ নিয়ে গঠিত কমিশনকে নেতৃত্ব দিতে পারেন দিল্লি হাইকোর্টের বিচারপতি ঊষা মেহরা। সরকারি সূত্রে এ কথা জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে জানিয়েছিলেন, কোনও প্রাক্তন প্রধান বিচারপতি এই কমিশনের নেতৃত্ব দেবেন।
|
হাসপাতালে ধর্ষণ
সংবাদসংস্থা • রায়পুর |
হাসপাতালে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। মধ্যপ্রদেশের একটি জেলা হাসপাতালের ঘটনা। সেখানে তাঁর শিশু সন্তানের চিকিৎসা করাতে গিয়েছিলেন মহিলাটি। তিনি শৌচাগারে গেলে সেখানেই হাসপাতালের তিন জন ঝাড়ুদার তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানায়, তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
|
ধর্ষিত কিশোরী
সংবাদসংস্থা • গুলবর্গা |
ফের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটল কর্নাটকের চিনচোলি তালুক অঞ্চলে। পুলিশ সূত্রের খবর, গত শনিবার ১১ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করে এক ব্যক্তি। মেয়েটি চিকিৎসাধীন। অভিযুক্ত পলাতক।
|
মেয়েকে খুন
সংবাদসংস্থা • কৌশাম্বী |
বাবার আপত্তি না মেনে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখায় প্রাণ খোয়াতে হল কৌশাম্বীর খোরাওঁ গ্রামের এক তরুণীকে। বছর দেড়েক ধরে ইরফান নামের এক যুবককে ভালবাসত ওই তরুণী। সোমবার রাতে তার সঙ্গে দেখা করতে গেলে বাবা ঝাল্লার দিবাকর সেখানে পৌঁছয়। লাঠিপেটা করে মেরে ফেলে মেয়েকে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
|
মৃত্যুদণ্ড ধর্ষকের
সংবাদসংস্থা • বরেলী |
দায়রা আদালত মঙ্গলবার মৃত্যুদণ্ড ঘোষণা করল এক ধর্ষকের। ২০০৯ সালে সাত বছরের এক দলিত শিশুকে ধর্ষণ করে খুন করেছিল অশোক। শিশুটির দেহ বুধাউলি গ্রামের খড়ের গাদায় লুকিয়ে রেখেছিল। দেহটি উদ্ধার হলে মামলা হয়।
|
স্বাভাবিক মেট্রো
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
স্বাভাবিক হল দিল্লির মেট্রো পরিষেবা। মঙ্গলবার সন্ধেতেই সাধারণের জন্য খুলে দেওয়া হল তিন দিন ধরে বন্ধ থাকা ন’টি মেট্রো স্টেশনের দরজা।
|
মন্দিরে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসমের শোনিতপুর জেলার লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে চুরি গেল বহুমূল্যের গয়না ও প্রাচীন একটি বিগ্রহ। মঙ্গলবার মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢুকে অবাধ লুটতরাজ চালায় দুষ্কৃতীরা। খোয়া যাওয়া মূর্তি ও গয়না উদ্ধারে চলছে পুলিশি তদন্ত।
|
ধরা দিল ৪ জঙ্গি |
পুলিশের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল চার আলফা জঙ্গি। তাদের নাম ইন্দ্রজিৎ নেওগ, লম্বু থাপা, ডলু চাকমা ও প্রশান্ত নিওন। |
|