বড়দিনের দুপুরে জমজমাট পার্ক স্ট্রিট। আচমকা একটি বন্ধ ব্যাঙ্কের ভিতর থেকে বেজে উঠল অ্যালার্ম। টানা দু’ঘণ্টা ধরে সেই আওয়াজে চাঞ্চল্য ছড়াল পার্ক স্ট্রিট ও জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে। পরে ব্যাঙ্ক খুলে
দেখা গেল, প্রযুক্তিগত ত্রুটির জন্যই এই বিপত্তি। পুলিশ জানায়, এক নম্বর পার্ক স্ট্রিটে এশিয়াটিক সোসাইটির একতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা। মঙ্গলবার দুপুর পৌনে দু’টো নাগাদ ওই ব্যাঙ্কের ভিতর থেকে অ্যালার্ম বাজতে শুরু করে। তীব্র আওয়াজ শুনে পথচলতি মানুষেরা চমকে যান। আসে পুলিশ। খবর দেওয়া হয় ব্যাঙ্কের চিফ ম্যানেজার প্রদীপকুমার সিংহকে। সল্টলেক থেকে তিনি এসে ব্যাঙ্কের দরজা খোলেন। সাড়ে তিনটে নাগাদ অ্যালার্ম বন্ধ হয়। প্রদীপবাবু বলেন, “সপ্তাহ দুয়েক আগেও একই সমস্যা হয়েছিল। কোনও প্রযুক্তিগত কারণেই এই ঘটনা বলে মনে হচ্ছে।”
|
ঋণ পাইয়ে দেওয়ার নামে এক ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ উঠল। পুলিশ জানায়, এপ্রিলে বৌবাজারের বাসিন্দা রাজকুমার জয়সোয়ালের বন্ধু গৌরব জয়সোয়াল তাঁকে ব্যাঙ্ক-ঋণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। ব্যক্তিগত ভাবে ২ লক্ষ টাকাও দেন। অভিযোগ, রাজকুমারের কাছে ৭ লক্ষ টাকার জিনিস ধারে নেন গৌরব। পরে গৌরব আরও ৩০ লক্ষ টাকার চেক লিখিয়ে নেন ও রাজকুমারের ক্রেডিট কার্ডে ৮ লক্ষ টাকার জিনিস কেনেন। রাজকুমারের অভিযোগ, পরে গৌরব তাঁকে যে চেকগুলি দেন সেগুলি ‘বাউন্স’ করে। এর পরেই আদালতের দ্বারস্থ হন তিনি। পুলিশ জানায়, প্রতারণার মামলা শুরু হয়েছে। গৌরব পলাতক।
|
এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মঙ্গলবার, মুচিপাড়ার চাঁপাতলা লেনে একটি বাড়ি থেকে। মৃতের নাম দুলালচন্দ্র প্রামাণিক (৪৮)। এ দিন দুলালবাবুর ঝুলন্ত দেহ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
এক মহিলার ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, দুই যুবক এবং ওই তরুণী কিছু দিন আগে ওই মহিলার মোবাইল ফোনের মেমরি কার্ড চুরি করে। ওই মহিলা পুলিশে অভিযোগ করেন, মেমরি কার্ডে থাকা তাঁর কিছু ঘনিষ্ঠ ছবি দেখিয়ে অভিযুক্তেরা হুমকি দিচ্ছে। পুলিশ অপর দুই অভিযুক্তকেও খুঁজছে।
|
বাতিস্তম্ভের একাংশ ভেঙে পড়ে জখম হল এক কিশোরী। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে নিউ পার্ক স্ট্রিটে। পুলিশ জানায়, আহতের নাম নয়না পরভিন। সে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি।
|
নিমতার আনন্দপল্লিতে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রিম্পা দত্ত নামে নবম শ্রেণির ওই ছাত্রীকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাড়ির লোকজন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
নিউ টাউন রোডের যাত্রাগাছি মোড়ে গাড়ির ধাক্কায় এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন তাঁর সঙ্গী। দুর্ঘটনায় মৃতের নাম জানা যায়নি। |