চলতি আর্থিক বছরেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ৩,০০৪ কোটি টাকার মূলধন জোগাবে কেন্দ্র। গত অর্থবর্ষেও স্টেট ব্যাঙ্ককে ৭,৯০০ কোটি টাকা দিয়েছে তারা। ফলে ব্যাঙ্কটিতে কেন্দ্রের অংশীদারি দাঁড়িয়েছে ৬১.৫৮%। এর আগে গত বাজেটে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ১৫ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছিল কেন্দ্র। সম্প্রতি ১২ হাজার কোটি দিতে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রক। তারই অঙ্গ হিসেবে স্টেট ব্যাঙ্ককে এই অর্থ দেওয়া হবে। ব্যাঙ্কিং শিল্পের প্রসারে মাঝে মাঝেই অতিরিক্ত মূলধন জোগায় কেন্দ্র। ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী করে তোলাই সরকারের লক্ষ্য, যাতে কোনও বাধা ছাড়াই ব্যবসা বাড়াতে সক্ষম হয় তারা। সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বলে দাবি কেন্দ্রের।
|
সাধারণ মানুষের স্বার্থে রাজ্যে সমবায় ব্যাঙ্ক পরিষেবার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। সম্প্রতি কলকাতায় সমবায় ব্যাঙ্কের এটিএম পরিষেবার উদ্বোধন উপলক্ষে এ কথা জানান জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের চেয়ারম্যান প্রকাশ বক্সি। সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান জ্যোতির্ময় চক্রবর্তী ও নাবার্ড-এর সিজিএম এস পদ্মনাভন এ ধরনের ব্যাঙ্কের অপরিহার্যতার কথা বলেন। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত।
|
গ্রামশ্রী শিল্পমেলার’ উদ্বোধন হল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। মঙ্গলবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারময়্যান দীপ্ত চট্টোপাধ্যায়। আগামী ৬ জানুয়ারি অবধি মেলাটি চলবে। মেলাটি কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন ও হস্তশিল্প মন্ত্রকের উদ্যোগে হচ্ছে। উদ্যোক্তাদের পক্ষে ল্যারি বসু জানান, মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন।
|
রাজেশ জেজুরিকর মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি ব্যবসার চিফ এগ্জিকিউটিভ হয়েছেন। রাজেশ সিংহ জেনারেল মোটরস ইন্ডিয়া-র বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট-এর দায়িত্ব নিয়েছেন। |