এ যেন বড়দিনে ভ্রমণপ্রেমীদের জন্য সান্তাক্লজের উপহার। হাত বাড়ালেই বিদেশ ঘুরে দেখার সুযোগ। যারা দেশের সীমা পেরোতে চান না তাঁদেরও চিন্তা নেই। উত্তরবঙ্গের আরও কিছু আকর্ষক জায়গা ঘুরে দেখার প্যাকেজ রয়েছে। সাধারণ বাস কিংবা দোতলা বাস পছন্দ মত যাতায়াতের মাধ্যম বেছে নেওয়ার সুযোগও থাকছে। সৌজন্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ। প্রায় দু’বছর বন্ধ থাকার পরে মঙ্গলবার থেকে ফের ওই দু’টি পর্যটন প্যাকেজ চালুর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ। বড়দিনে নিগমের ওই প্যাকেজের জন্য টিকিট সংগ্রহেও তাই উৎসাহী ভ্রমণপ্রেমীদের ভিড় উপচে পড়ে। যা দেখে সাধারণ কর্মীরা তো বটেই ‘সবুজের পথে হাতছানি’ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন এনবিএসটিসি’র আধিকারিকরাও।
নিগমের ম্যানেজিং ডাইরেক্টর সি মুরুগণ বলেন, “আপাতত দু’টি রুটে প্যাকেজ চালু করা হচ্ছে। পরে প্যাকেজের সংখ্যা আরও বাড়ানো যায় কিনা তা দেখা হবে। এ দিন ওই দু’টি প্যাকেজের টিকিট বুকিংয়ে সাড়া দেখে আমরা আশাবাদী।”
নিগম সূত্রেই জানা গিয়েছে, আপাতত কোচবিহার থেকে জয়ন্তী ও ভুটানের ফুন্টশিলিং পর্য্যন্ত একদিনের ওই পর্যটন প্যাকেজ চালু করা হচ্ছে। ৩০ ডিসেম্বর প্রথম ট্রিপে পর্যটকরা ওই প্যাকেজে বেড়ানোর সুযোগ পাবেন। পরে রবিবার ও ছুটির দিনে একই ভাবে পর্যটকদের জন্য প্যাকেজ চালু রাখা হবে। কোচবিহার-জয়ন্তী প্যাকেজে বাণেশ্বর, রাজাভাতখাওয়া ও রসিকবিল ঘুরে দেখার সুযোগ রয়েছে।
ওই প্যাকেজে পর্যটকদের কোচবিহার থেকে দোতলা বাসে আলিপুরদুয়ার হয়ে রসিকবিল মিনি জু’তে নিয়ে যাওয়া হবে। সেখানকার চিতাবাঘ উদ্ধার কেন্দ্র, হরিণ উদ্যান, ঘড়িয়াল পার্ক, জলাশয়ে পরিযায়ী পাখি দেখানো হবে। রসিকবিল থেকে বাসটি রাজাভাতখাওয়া ঘুরে জয়ন্তী পৌঁছবে। সবুজ প্রকৃতির টান এড়িয়ে ফেরার সময় দেখানো হবে বাণেশ্বরের প্রাচীন শিবমন্দির দেখার পর শিবদিঘির আকর্ষক বিরল প্রজাতির কাছিম দেখার সুযোগ হতে পারে। একদিনের ওই প্যাকেজে মাথাপিছু খরচ দিতে হবে উপর তলায় আসনের জন্য মাথাপিছু ৩৬০ টাকা। বাসের নিচতলার আসনের ক্ষেত্রে ৩৪০ টাকা খরচ দিতে হবে।
অন্য দিকে, কোচবিহার-ফুন্টশিলিং প্যাকেজে চিলাপাতা হয়ে জলদাপাড়ায় জঙ্গল সাফারি করে বাস রওনা হবে ভুটানের ফুন্টশিলিংয়ের দিকে। সেখানে কিছু এলাকা ঘোরার পরে বাড়ি ফেরার পালা। মাথা পিছু খরচ ৭৫০ টাকা। দুইটি প্যাকেজেই সকালের টিফিন, চা আর দুপুরের খাবার নিগমের তরফে পর্যটকদের দেওয়া হবে। এনবিএসটিসির পরিচালন বোর্ডের সদস্য আব্দুল জলিল আহমেদ বলেন, “এত কম খরচে উত্তরবঙ্গের ওই আকর্ষণ তো বটেই, এক দিনে বিদেশ ঘুরে দেখার সুযোগও কেউ হাতছাড়া করতে চাইবেন না বলেই মনে হচ্ছে। আগ্রহীরা ওই ব্যাপারে ০৩৫৮২-২২২৮১৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। |