সংগঠনের কার্যালয়ে কর্তৃপক্ষের তালা ঝোলানোর প্রতিবাদে সরব হল বিশ্বভারতীর ‘বিশ্বভারতী অ্যালুমনি অ্যাসোসিয়েশনে’র একাংশ। মঙ্গলবার আশ্রম জুড়ে মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার মিছিল করলেন প্রাক্তনীদের সংগঠনের সদস্যদের একাংশ। বিশ্বভারতীর আম্রকুঞ্জ-সহ আশ্রম এলাকা ঘুরে ধিক্কার ও প্রতিবাদ মিছিল করেন তাঁরা। গত ২৬ নভেম্বর আশ্রম মাঠ সংলগ্ন সংগঠনের বেণুকুঞ্জ দফতরে একটি তালা ঝুলিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতী সূত্রে খবর, অ্যালামনি অ্যাসোসিয়েশনের নির্বাচনে অসচ্ছ্বতার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
এ দিন যদিও সংগঠনের সম্পাদক পুলক চক্রবর্তী, সদস্য সুবোধ মিত্রদের অভিযোগ, “পার্লামেন্টে পাস হওয়া আইন এবং বিশ্বভারতীর নিজস্ব আইনকেও উপেক্ষা করছেন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত।” তাঁদের দাবি, ভারতীয় সংবিধান স্বীকৃত সংগঠনকে অকেজো করার চেষ্টা করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশাপাশি উপাচার্যের বিরুদ্ধেও বেশ কয়েকটি অভিযোগ এনেছে প্রাক্তনীদের এই সংগঠন। পৌষ উৎসবের কর্মসূচি থেকে তাঁদের বার্ষিক সাধারণ সভাও বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও মন্তব্যই করতে চাননি। স্মরণ অনুষ্ঠান। পুরুলিয়া শহরের উপকন্ঠে শিল্পাশ্রমে মঙ্গলবার স্বাধীনতা সংগ্রামী ও মানভূম ভাষা আন্দোলনের কর্মী প্রয়াত অরুণচন্দ্র ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হল। ছিলেন লোকসেবক সঙ্ঘের সচিব সুশীল মাহাতো, পুরুলিয়ার পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়। |