কালনায় পুড়ে ছাই ধানের গাদা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
আগুনে পুড়ে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকার ধান ও খড়। মঙ্গলবার ভোরে কালনা ২ ব্লকের ধাপাসপাড়া ও বাদলা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাপাসপাড়া গ্রামের ভাগচাষি লক্ষ্মীরাম মাণ্ডি নিজের খামারে ৮ বিঘা জমির ধান কেটে রেখেছিলেন। কয়েক দিনের মধ্যেই ওই ধান ঝাড়ার কথা ছিল। এ দিন ভোরে তিনি দেখেন ধানের গাদা থেকে আগুন বেরোচ্ছে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই প্রায় সব ধান পুড়ে যায়। এ দিন ভোরেই বাদলাগ্রামের অজিত ক্ষেত্রপাল ও শিবপ্রসাদ মণ্ডলের খড়ের পালুই থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বাসিন্দাদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। আট মাস আগেও প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে ৯টি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। একই দিনে একাধিক খড়ের পালুই ও ধানের গাদায় আগুন লাগার ঘটনা পরপর তিন বার হল এই ব্লকে। আগের ঘটনা দু’টির তদন্তে নেমেও ঘটনায় জড়িতদের হদিশ পায়নি পুলিশ। কালনা ২ ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় বলেন, “শুধু এই ব্লক নয়, হুগলির পান্ডুুয়াতেও দু’জায়গায় খড়ের পালুইয়ে আগুন লাগার ঘটনার খবর পেয়েছি। গত দেড় বছরে এই ব্লকে পরপর তিন বার আগুন লাগল।” তাঁর দাবি, মাস কয়েক আগে এক রাতে এলাকার মানুষ এক দুই মোটরবাইক আরোহীকে আগুন লাগাতে দেখে। যদিও তাদের ধরতে ব্যর্থ হয় তারা। মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, এ ব্যাপারে আমরা লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে। |
বিচারাধীন বন্দির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেল হাজতে থাকা বিচারাধীন এক বন্দির মৃত্যু হল বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ সেলে। তাঁর নাম মুন্সি সফিউর রহমান (৫৫)। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। পাঁচ দিন আগে তাঁকে দুর্বলতা ও নানা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মঙ্গলবার ময়না-তদন্ত হয়েছে। তাঁর ভাই আলতাফ রহমানের অভিযোগ, ‘‘দাদাকে জেলে ভাল করে খেত দেওয়া হত না। আমরা খাবার নিয়ে গেলেও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হত না। অনাহার ও মানসিক নির্যাতনেই তিনি মারা গিয়েছেন।” বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” কাইতিতে তৃণমূলের দুই সমর্থক খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সিপিএম সমর্থক সফিউর। সিপিএমের জেলা সম্পাদক অমল হালদারের অভিযোগ, “তৃণমূলের আক্রমণে আহত হয়েছিলেন সফিউর। আরামবাগ থেকে গ্রেফতার করার সময়ে পুলিশ তাঁকে মারধর করে। কোনও চিকিৎসা না হওয়াতেই মৃত্যু হয়েছে তাঁর।” জেল সূত্রে জানানো হয়, অসুস্থতার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। |