লরি নিয়ে এসে লুঠপাট নির্মাণ সামগ্রীর দোকানে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লরি দাঁড় করিয়ে একটি গৃহ নির্মাণ সামগ্রীর দোকানে বেশ কয়েক ঘণ্টা ধরে ডাকাতি করল দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুচিপাড়ায়। দোকান মালিক হিরন্ময় চক্রবর্তীর অভিযোগ, লক্ষাধিক টাকার সামগ্রী এবং নগদ ৪০ হাজার টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দোকানের দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্গাপুরের মুচিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তার মোড়েই ওই দোকানটি রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারাদিন ধরেই নির্মাণ সামগ্রী বিক্রি হয় ওখানে। ক্রেতাদের ভিড় লেগেই থাকে। তাই রাতেই নির্মাণ সামগ্রী নিয়ে আসার কাজ হয়। লরিতে করে দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় নির্মাণ সামগ্রী। তবে সোমবার কোনও লরি আসার কথা ছিল না। সেই সুযোগে নিজেদের লরি নিয়ে ঢোকে দুষ্কৃতীরা। ঠাণ্ডায় নির্জন ওই জায়গায় নির্বিঘ্নেই কয়েক ঘন্টা ধরে লুঠ সারে তারা। দামী টালি, রং, কলের মুখ, শ্বেতপাথর ও মার্বেলের নানান সামগ্রী সহ নগদ টাকাও লরিতে তুলে চম্পট দেয়। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দোকানের সঙ্গে জড়িত কেউই এই ঘটনায় জড়িত। পুলিশ জানায়, সম্ভাব্য সব দিক বিচার করে ডাকাতির ঘটনার তদন্ত চলছে। দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে। লক্ষাধিক টাকার সামগ্রী এই ভাবে লুঠ হওয়ার আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। |
কয়লা নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মাটি কাদা মিশ্রিত কয়লা বিক্রি না করার দাবিতে শ্রমিক সংগঠনগুলির সংযুক্ত সংগ্রাম কমিটির বিক্ষোভ তিনদিন পেরোল ভানোড়া কোলিয়ারি সাইডিংয়ে। ওই কমিটির আইএনটিইউসি নেতা দেবাশিস রায়চৌধুরীর অভিযোগ, মজুত কয়লার ঘাটতি মেটাতে কাদা মাটি মেশানো কয়লা পাঠানো হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। গুণগত মান কম হওয়ায় স্বভাবতই দাম পাওয়া যাচ্ছে না। তার জেরে কম দামে ওই কয়লা বিক্রি হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানান, এই দাবি ঠিক নয়। তদন্ত করে বিষয়টি সমাধানের অশ্বাস দেওয়া হয়েছে। |
গণধর্ষণে চার্জশিট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চার্জশিট জমা দিল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ। কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সহ সাধারণ সম্পাদক শাম্ব মণ্ডল, দ্বিতীয় বর্ষের ছাত্র অভি ঘোষ, কলেজের নিরাপত্তারক্ষী বিজয় যাদব ও বহিরাগত মিথিলেশ চৌহানের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। অভিযোগ, ছাত্র সংসদ অফিসে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়। |