|
|
|
|
অপরাধ কমাতে পথেও ক্যামেরা |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল, ক্লোজড সার্কিট ক্যামেরা এবং জোরাল আলোর পথবাতির উদ্বোধন হল ইসলামপুর শহরে। রবিবার সন্ধ্যায় স্থানীয় বাস টার্মিনাস এলাকাতে ওই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। ইসলামপুরের আটটি জায়গায় চালু হল অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা। আটটি ক্লোজড সার্কিট ক্যামেরা এবং ৬৪টি জোরাল আলোর বাতিস্তম্ভ বসানো হয়েছে। শহরের বাইরে গুঞ্জরিয়াতেও ওই সিগন্যাল ব্যবস্থা চালু হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল-সহ আধিকারিকদের অনেকেই।
ক্লোজড সার্কিট ক্যামেরাগুলির মাধ্যমে নজরদারি চালানো হবে ইসলামপুর থানা, ফাঁড়ি, ইসলামপুর বাসস্ট্যান্ড, পুর আবাস এবং ইসলামপুর ট্রাকস্ট্যান্ড থেকে। এ সব জায়গায় ‘মনিটর’ বসানো হয়েছে। অন্তত ১৫ দিনের ভিডিও ফুটেজ রাখার ব্যবস্থা করা হয়েছে। তাতে শহরের অপরাধমূলক কাজকর্মের প্রবণতা কমবে বলেই মনে করছে স্থানীয় পুলিশ প্রশাসন।
পথবাতিগুলি ‘টাইমার’ নিয়ন্ত্রিত হওয়ায় বিকেল ৫ টায় নিজেই জ্বলবে। ভোর ৪ টায় নিভে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “বেশ কয়েকটি প্রকল্পের মধ্যে ইসলামপুরের সিগন্যাল ব্যবস্থা অন্যতম। তা ছাড়া সিসি ক্যামেরা, নতুন পথবাতি এ সবের সুষ্ঠু দেখভালের জন্য জেলা শাসককে বলেছি।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে তৈরি ওই অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা, ক্লোজড সার্কিট ক্যামেরা এবং পথ বাতির জন্য খরচ হয়েছে কোটি ৩৪ লক্ষ টাকা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইসলামপুর ডিপোর উন্নয়নের কথাও ভাবা হয়েছে বলে জানান গৌতমবাবু। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান বলেন, “শহরের বাসিন্দাদের অনেকদিনের আশা পূরণ হল।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাছে শহরের একটি ইন্ডোর স্টেডিয়ামের জন্যও আবেদন জানিয়েছেন পুর চেয়ারম্যান।
অন্য দিকে এদিন বিকেলে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুরের কাছে ভাটনালায় একটি সেতুর শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওই কাজের জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি ৭৭ লক্ষ টাকা। ওই সেতু তৈরি হলে প্রতিবেশী রাজ্য বিহারের সঙ্গে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। |
|
|
|
|
|