আজকের শিরোনাম
জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
দিল্লিতে চলন্ত বাসে ছাত্রীর গণধর্ষণ নিয়ে গত কয়েক দিন ধরে ক্ষোভে উত্তাল হয়েছে রাজধানী। গত কাল পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে জনতার। এর আগেই দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করার অনুরোধ জানিয়েছিলেন। আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহ জাতির উদ্দেশে এ বিষয়ে ভাষণ দিলেন। তিনি বলেন— জনগণের ক্ষোভ যথেষ্ট যুক্তিসঙ্গত। তিনি নিজেও তিন কন্যার পিতা। ওই তরুণীর সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। সবার অনুভূতি তিনি বুঝতে পারছেন। তবে হিংসা কোনও বিষয়ের সমাধান নয়। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর করতে যা যা দরকার হয় করা হবে। তিনি সবাইকে ওই তরুণীর আরোগ্যে কামনা করতে আহ্বান জানিয়েছেন।

সরানো হল পুতিন-মনমোহন বৈঠকের স্থান
আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ভারত সফরে এসেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। কিন্তু দিল্লির সাম্প্রতিক পরিস্থিতির কারণে বৈঠকস্থল পাল্টে ফেলা হল তড়িঘড়ি। গণধর্ষণ-কাণ্ডে ফের আন্দোলনের আশঙ্কায় পুতিন-মনমোহন বৈঠকের নির্ধারিত স্থান পরিবর্তন করা হয়েছে বলেই সংশ্লিষ্টমহলের খবর। প্রথমে হায়দরাবাদ হাউসে বৈঠক হওয়ার কথা থাকলেও এখন তার পরিবর্তে প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠকে মিলিত হবেন দুই দেশের দুই শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। মূলত প্রশাসনিক ও সামরিক বিষয়ে আলোচনা করবেন তাঁরা। গত কয়েক দিনের বিক্ষোভ আন্দোলনের জেরে দিল্লির বেশ কিছু জায়গা ও রাস্তাঘাট কার্যত কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। এমনকী প্রাতভ্রমণকারীদেরও বিভিন্ন রাস্তায় ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। সংবাদ মাধ্যমকেও ওই সব জায়গা থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ৯টি মেট্রো রেলের স্টেশনকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিমান বাতিল করা নিয়ে বিশৃঙ্খলা কলকাতা বিমানবন্দরে
আজ সকালে দমদম বিমানবন্দরে জেট এয়ারওয়েজের একটি উড়ান বাতিল করা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল। বিকল্প কোনও ব্যবস্থা না করে ৯.২৫ মিনিটে পোর্টব্লেয়ারগামী একটি উড়ান হঠাত্ই বাতিল করে দেয় কর্তৃপক্ষ। যাত্রীরা গিয়ে সংস্থার অফিসে বার বার জিজ্ঞাসা করেও বাতিল বিমানের ব্যাপারে কোনও সদুত্তর পাননি। এর পরই কর্তৃপক্ষ যাত্রীদের জানায়, তাঁদের নতুন করে আবার টিকিট কাটতে হবে। এই নিয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে এয়ারপোর্ট চত্বর। কারণ যাত্রীরা কেউই এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। পরে অবশ্য জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ দুপুর সাড়ে ১২টার পর একটি বিকল্প বিমানের কথা ঘোষণা করে। যদিও এখনও পর্যন্ত কোনও যাত্রীকেই বোর্ডিং পাস দেওয়া হয়নি।

বারুইপুরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন মহিলা
আজ ভোরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিবস্ত্র এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর গায়ে কাপড় জড়িয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। স্থানীয় মানুষের অভিযোগ, মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশের অভিমত, ডাক্তারি পরীক্ষার পরই বিষয়টি পরিষ্কার হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.