|
|
|
|
কিষান-খেতমজুরদের সংগঠনে জোর তৃণমূলে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কিষান -খেতমজুরদের সংগঠিত করতে উদ্যোগী হল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে কিষান ও ক্ষেতমজুর সংগঠনের জেলা সভাপতি হয়েছেন দুলাল মণ্ডল। বিভিন্ন ব্লকে সংগঠনের প্রতিনিধির তালিকাও তৈরি করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর সভারও ডাক দেওয়া হয়েছে কেশিয়াড়িতে। রবিবার দলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বৈঠকশেষে জেলা সভাপতি দীনেন রায় বলেন, “কেশিয়াড়ির সমাবেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় উপস্থিত থাকবেন। খেতমজুর সংগঠনের পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি সংগঠন মজবুত করা ও ৫ তারিখ মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে আসতে আগ্রহীদের কী ভাবে সাহায্য করা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।”
যে ব্লকে যতজন জেলা পরিষদ সদস্য ততজন প্রতিনিধি ও ব্লকের একজন করে প্রতিনিধি নিয়ে খেতমজুর সংগঠনের জেলা কমিটি গড়া হবে। একই ভাবে গড়া হবে তৃণমূল এসসি, এসটি সেলের জেলা কমিটি। এই সেলের সভাপতি করা হয়েছে নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুকে। দীনেনবাবু বলেন, “দু’টি সংগঠনের পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরির পরেই প্রতিটি ব্লক ও পঞ্চায়েত স্তর পর্যন্ত কমিটি করা হবে। সেই কাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
৫ জানুয়ারি জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্রী জেলায় আসছেন। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের মাঠে হবে সরকারি অনুষ্ঠান। প্রশাসনিক প্রয়োজনের মাঠের অর্ধেক অংশ হয়তো প্রয়োজন হবে। তাহলে বাকি অংশ কী খালি থাকবে? সেই অংশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী -সমর্থকদের নিয়ে আসার পরিকল্পনা গ্রহন করেছে তৃণমূল। দলীয় সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাবেশ করা হবে এ দিন। কিন্তু সরকারি অনুষ্ঠানে দলীয় উদ্যোগে লোক আনা হবে কেন? জেলা সভাপতির ব্যাখ্যা, “সাধারণ মানুষ উন্নয়নের কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনার জন্য আসতে চাইছেন। আমরা তাতে সাহায্য করব।” |
|
|
|
|
|