আফসোস করছিলেন অশোক দিন্দা। চব্বিশ ঘণ্টা আগে ইয়ন মর্গ্যানের কাছে শেষ বলে খাওয়া ছক্কার রেশ রোববার রাতেও তাঁর চোখেমুখে।
|
প্রশ্ন: সচিনের খবরটা কখন শুনলেন?
দিন্দা: বাসে হোটেল থেকে মুম্বই এয়ারপোর্ট যাওয়ার সময়। ফোনে বোধহয় কারও কোনও মেসেজ এসে থাকবে। বা কেউ টুইটারে দেখেছে। বাসে পীযূষ চাওলা চিৎকার করে বলল। তখন শুনলাম। খুব খারাপ খবর।
প্র: আপনার নিজের মনের অবস্থা কেমন? কালকের ম্যাচের শোক কেটেছে?
দিন্দা: টিমমেটরা সবাই সান্ত্বনা দিয়েছে। যুবি এসে বলল। ধোনি এসে বলল যে, ধরে নে ওরা তিন বল বাকি থাকতেই জিতে গিয়েছে। বলল, বহুত আচ্ছা বোলিং কিয়া। এক দিন তুম জরুর জিতাওগে।
প্র: আর কোচ ফ্লেচার?
দিন্দা: কোচ এসে মাথায় হাত রাখলেন। কেউ কোনও খারাপ কথা বলেনি। কিন্তু আমার নিজেরই খারাপ লাগছে। টিমকে জেতানো উচিত ছিল!
প্র: অনেকেরই কিন্তু মনে হয়েছে হারের জন্য আপনাকে দায়ী করাটা অনুচিত হবে। অশ্বিন যেখানে এত রান দিয়েছেন। আওয়ানা রান দিয়েছেন। চাওলা মার খেয়েছেন। এত রান শুরুতে চলে যাওয়ার পর আপনি কী করবেন?
দিন্দা: সে তো আমার সেকেন্ড বলে আওয়ানা সহজ ক্যাচটা ফেলে দিল। ধোনির থ্রো-টা উইকেটে লাগল না। ওটা লাগলে তখনই তো মর্গ্যান আউট হয়ে যায়। আর নতুন ব্যাটসম্যান এসে আমায় মারতেও পারত না।
প্র: শেষ ওভারে মর্গ্যানকে বল করতে গিয়ে আপনি থমকে গেছিলেন কেন?
দিন্দা: তার কারণ ও আগে থেকেই সরছিল। ও দেখে নিয়েছে ফাইন লেগ আগে। ছুঁয়ে দিলেই চার হয়ে যাবে। তাই আগে নড়ছিল। আমি ঠিক করে রেখেছিলাম, যত বার নড়বে তত বার আমি থামব।
প্র: শেষ বলটা হওয়ার আগে দেখা গেল আপনাদের টিমে রীতিমতো কনফারেন্স চলছে। সবাই এসে আপনাকে বোঝাচ্ছে। কী বলছিল ওরা?
দিন্দা: না, আমি এক বার ভেবেছিলাম লাস্ট বলটা স্লোয়ার করলে কেমন হয়! সবাই বলল, ওয়াইড ইয়র্কার করতে। সিক্সথ স্টাম্প লক্ষ করে ইয়র্কার। তার বাইরে গেলে তো ওয়াইড হয়ে যাবে। তখন আমার মনে হল ঝুঁকি নিয়ে লাভ নেই। টিমের কথাই শুনি। বাই চান্স স্লোয়ার দিতে গিয়ে যদি মেরে দেয়।
প্র: তার পর?
দিন্দা: ওভারের প্রথম বলগুলো তো ওয়াইড ইয়র্কারই করেছিলাম। শেষ বলটা হাত থেকে স্লিপ করে গেল। ইস!
প্র: তবে একটা ভাল খবর তো আছে। আপনি আর সামি দু’জনেই এক দিনের দলে সুযোগ পেয়েছেন।
দিন্দা: হ্যাঁ, বাংলা থেকে দু’জন পেসার এক সঙ্গে ভারতীয় দলে এর আগে দেখা যায়নি। দারুণ ব্যাপার। তবে বাংলার জন্য চিন্তা হচ্ছে। আমাদের তো শেষ ম্যাচ থেকে পুরো ছ’পয়েন্ট দরকার। আমরা দু’জনেই থাকব না। কী হবে কে জানে। |