টুকরো খবর
স্কুলের অনুষ্ঠান
সম্প্রতি খড়্গপুর আইআইটির নেতাজি অডিটোরিয়ামে আয়োজিত হল কমল হিম্মতলাল মেহতা মেমোরিয়াল বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। উদ্বোধন করেন আইআইটির ভারপ্রাপ্ত ডিরেক্টর শঙ্করকুমার সোম। উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুধীর মাহাত, বিদ্যালয় পরিচালন সমিতির চেয়ারম্যান রবিনচন্দ্র ঠক্কর, সাধারণ সম্পাদক বিবেকানন্দ ভোরা-সহ অভিভাবকগণ। নাচ, গান, আবৃত্তি, নাটক, পুতুলনাচে যোগ দেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।

বার্ষিক অনুষ্ঠান
সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়- এর বার্ষিক অনুষ্ঠান ‘সিঞ্চন’ অনুষ্ঠিত হল শনিবার। মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে। এ বার ছিল অনুষ্ঠানের তৃতীয় বর্ষ। উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, বিধায়ক মৃগেন মাইতি, শিক্ষাবিদ্ চপল ভট্টাচার্য, শিশু সংগঠক জীতেশ হোড় প্রমুখ। সংস্থার ছাত্রছাত্রীরাই অনুষ্ঠানে যোগ দেয়। ভরতনাট্যম্ পরিবেশন করেন ছন্দনীড়ের অধ্যক্ষা জয়িত হোড়।

শহরে মাসাদুর
শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। উপস্থিত ছিলেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু মাসাদুর রহমান বৈদ্য, মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা দেখা দেয়।

বার্ষিক ক্রীড়া
প্রিয়নাথ রায় শিশুশিক্ষা নিকেতনের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল শনিবার। এই প্রতিযোগিতায় প্রথম থেকে চতুর্থ শ্রেণির প্রায় শতাধিক ছাত্রছাত্রী যোগ দেয়। শনিবার পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন কৌশিক দাশগুপ্ত, কার্তিকচন্দ্র মিত্র, কৃষ্ণেন্দু মিত্র প্রমুখ।

কম্বল বিতরণ
দুঃস্থদের কম্বল বিতরণ করা হল খড়্গপুর শহরের ইন্দা শরৎপল্লিতে। সম্প্রতি বিজেপি মহিলা মোর্চার খড়্গপুর শাখা আয়োজিত এই অনুষ্ঠানে ৫০ জনকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষার মুখোপাধ্যায়, বীণা শাহু, রবীন বণিক প্রমুখ। এই উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বই প্রকাশ
মোহনপুর পঞ্চায়েত সমিতির বোধন সভাগৃহে রবিবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল আঞ্চলিক ইতিহাস গবেষক শান্তিপদ নন্দের ‘মোহনপুর ইতিকথা’। বইটি প্রকাশ করেন প্রাক্তন সচিব সুধীর দত্ত। ১৭০ পৃষ্ঠার বইটিতে মোহনপুর থানা এলাকা ও সংলগ্ন দাঁতনের একাংশের ইতিহাস রয়েছে। মোহনপুরের স্থাপত্যকীর্তি, প্রকৃতি-পরিবেশ, জনগোষ্ঠী, ভাষার ইতিহাস, অতীতের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো, স্বাধীনতা আন্দোলন প্রভৃতি স্থান পেয়েছে বইটিতে।

ক্রিকেট টুর্নামেন্ট
ফাইনালের একটি মুহূর্তের ছবি তুলেছেন কৌশিক মিশ্র।
নকআউট ক্রিকেট টুর্নামেন্ট হল এগরার ষড়রং গ্রামে। শনি ও রবিবার নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই টুর্নামেন্টে আটটি দল যোগ দেয়। রবিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভবানীপুর স্পোর্টিং অ্যাকাডেমি ও বালিঘাই স্টার ওয়ান। দ্বিতীয় সেমিফাইনালে খড়্গপুর একাদশ ও রামনগর ক্লাব একাদশ মুখোমুখি হয়। ফাইনালে উঠেছিল রামনগর ও ভবানীপুর। চ্যাম্পিয়ন হয় ভবানীপুর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.