গোলাঘাটে ফের হাতির হানায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল অসমে। এক সপ্তাহে এই নিয়ে ১২ জন হাতির হামলায় মারা গেলেন। এ বারের ঘটনা গোলাঘাটে। পুলিশ জানায়, বকোলিয়াঘাট এলাকার বোকিয়ালের অরণ্য থেকে বেরিয়ে এসে কাল রাতে হাতির পাল নওসলা গ্রামে তাণ্ডব চালায়। তাদের আক্রমণে এক মহিলার মৃত্যু হয়। জখম হন দুইজন। অন্য দিকে, শিবসাগরের ডিমৌতে আজ সকালে তড়িদাহত হয়ে একটি হাতির মৃত্যু হয়। শিবসাগরেরই সোনারির আইদেওবারি গ্রামে বাঘের আক্রমণে বাবু মাঝি ও জোনটি মাঝি নামে দুই ব্যক্তি জখম হন।
|
উদ্ধার হল দু’টি গন্ডারের দেহ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বাঘের আক্রমণে মারা গেল এক গন্ডার। ঘটনাটি ঘটেছে কাজিরাঙার বাগোরি রেঞ্জে। বনবিভাগ সূত্রে খবর, কাল রাতে কাঠপড়া এলাকায় একটি গন্ডারের অর্ধভুক্ত দেহ উদ্ধার হয়। চিকিৎসকেরা জানান, বাঘের হামলায় গন্ডারটির মৃত্যু হয়েছে। অন্য দিকে, কাল সন্ধ্যায়,বরবিল এলাকায় একটি বৃদ্ধ গন্ডারের দেহ উদ্ধার করা হয়েছে। দুটি গন্ডারের খড়্গই উদ্ধার করতে পেরেছেন বনরক্ষীরা।
|
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
হাতির পালের হামলায় মৃত্যু হল এক শিশু ও দুই মহিলার। শনিবার রাতে ঘটনাটি ঘটে অসম-মেঘালয় সীমান্তে ধুবুরি জেলার মানকাচর থানার পুঁটিমারি জঙ্গলের লাগোয়া একটি গ্রামে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম, জিহার হাজং (৫০), তোরাইসুরি হাজং (৪০) ও রত্নাকর হাজং (৫)। প্রত্যেকে পুঁটিমারি এলাকার বাসিন্দা। এ দিন ৫০টি হাতির দল ওই গ্রামে হামলা দেয়। হাতির পালের হামলা টের পেয়ে বাসিন্দারা পালাতে শুরু করে। কিন্তু দুটি পৃথক ঘরে ঘুমিয়ে থাকা ওই ৩ জন পালাতে পারেনি। বুনোরা ওদের শুঁড়ে তুলে মাটিতে আছড়ে মারে। এর পরে ছয়টি বাড়ি ভাঙে বুনোদের দলটি।
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সম্বর উদ্ধার করে বনদফতরের হাতে দিলেন গ্রামবাসীরা। রবিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের পাটকাপাড়া কালীবাড়ি এলাকায় সেটি উদ্ধার হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা হরিণটিকে পরে ২১ মাইল জঙ্গলে ছেড়ে দেন।
|
চিকিৎসার কয়েক ঘণ্টার মধ্যে শুয়ে পড়ল জখম দাঁতাল। রবিবার স্যালাইন দিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন চিকিৎসক ও বনকর্মীরা। শনিবার ঘুমপাড়ানি গুলি করে ক্ষতস্থানে ওষুধ দেওয়া হয়। কিন্তু রাতে হাতিটি মাটিতে শুয়ে পড়ে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রবিন্দ্রপাল সাইনি বলেন, “জখম হাতির অবস্থার অবনতি হয়েছে। রবিবার সকাল থেকে স্যালাইন, ব্যথার ইঞ্জেকশন ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।”
|
শনিবার সকালে কাশীপুর ব্লকের নারায়ণগড় গ্রামের বেকো নদীর পাশ থেকে একটি ময়াল উদ্ধার হয়। গ্রামবাসী তা বনকর্মীদের হাতে তুলে দেন। কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সত্যনারায়ণ বাউরি বলেন, “গ্রামবাসীরা প্রশংসনীয় কাজ করেছেন।’’ |