দুই জনের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ রহিয়াছে। দুই জনেই বিশেষ জনপ্রিয়। বহু অভিযোগ সত্ত্বেও তাঁহাদের আঞ্চলিক জনপ্রিয়তায় ভাটা পড়ার কোনও লক্ষণই নাই। নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও দুই জনেই নির্বাচনে বিপুল সাফল্য আনিয়া দেখাইয়া দিলেন, রাজনীতিতে ব্যক্তিবিশেষের ভূমিকা সময়ে সময়ে কত গুরুত্বপূর্ণ হইয়া উঠিতে পারে। এক জন গুজরাতের নরেন্দ্র মোদী, অন্য জন ভেনেজুয়েলার উগো চাভেস। প্রথম জন এগারো বৎসর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করিতেছেন, দ্বিতীয় জন চৌদ্দো বৎসর প্রেসিডেন্ট থাকিয়াও পুনর্বিজয়ের স্বপ্ন দেখাইতেছেন। ভেনেজুয়েলায় সম্প্রতি প্রাদেশিক নির্বাচন ঘটিল, যাহাতে চাভেস-এর দল এবং প্রাদেশিক প্রতিনিধিরা বিপুল জয় লাভ করিলেন। গত অক্টোবরেই জাতীয় নির্বাচনে জয়টীকা লইয়া বাহির হইয়া আসিয়াছিলেন চাভেস স্বয়ং। কিন্তু ইতিমধ্যে অতলান্তিক দিয়া অনেক জল বহিয়া গিয়াছে, অনেকেই আশা বা আশঙ্কা করিতেছিলেন চাভেস-এর ফল এই বার তত ভাল হইবে না। কিন্তু চাভেস আবারও প্রমাণ করিলেন, তাঁহার ব্যক্তিগত ভাবমূর্তির উপর ভেনেজুয়েলাবাসী এখনও নির্ভর করিতে চাহেন। তাঁহাদের সামনে এখন পর্বতপ্রমাণ বেকারত্ব, দারিদ্র, অশিক্ষা। কিন্তু ভোটের ব্যালটে যে তাহার প্রমাণ পড়িল না, তাহার প্রধান কৃতিত্ব দাবি করিতে পারেন চাভেস একাকীই।
চাভেস এই মুহূর্তে যতখানি অসুস্থ, তাহাতে সর্বসমক্ষে আসিয়া নির্বাচনী জয় উপভোগ করিবার অবস্থা তাঁহার নাই। সম্ভবত নেপথ্যেও তিনি খুব একটা উপভোগ করিতে পারিতেছেন না, কারণ তাঁহার জরুরি দায়িত্ব এখনই নিজের রাজনৈতিক উত্তরসূরি নির্ধারণ করা। ছয় বৎসরের জন্য তিনি জিতিয়া আসিয়াছেন, কিন্তু তাঁহার স্বাস্থ্য তাঁহাকে সেই ছয় বৎসর সময় দিবে বলিয়া মনে হয় না। সুতরাং চাভেস-মনোনীত উত্তরসূরি নিকোলাস মাদুরো অদূর ভবিষ্যতেই দেশের হাল ধরিবেন। যে ব্যক্তি-মাহাত্ম্যে ভোটে পরিবর্তনের হাওয়াই লাগিল না, সেই ব্যক্তিমাহাত্ম্যই সম্ভবত তখন মাদুরোর প্রধানতম সংকট হইয়া উঠিবে। ‘চাভিসমো’-র প্রবক্তা যে জনপ্রিয়তা-নির্ভর জাতীয়তাবাদ ও রাষ্ট্রবাদী সমাজতন্ত্রের ঘরানা তৈরি করিয়াছেন, অন্যরা তাহা আগাইয়া লইতে পারিবেন কি?
বিভিন্ন সমীক্ষা বলিতেছে, পরের বৎসর মূল্যবৃদ্ধি ১৮ শতাংশ বাড়িতে চলিয়াছে। এ দিকে চাভেস-এর কিন্তু এক গোঁ, তাঁহার জনমুখী রাজনীতির অ্যাজেন্ডায় পেট্রোল-মূল্য বাড়াইবার কোনও অবকাশই নাই। তাঁহার পরবর্তী প্রশাসকরাও যদি এই পথেই চলেন, তবে আর্থিক সংকট গভীরতর হইবারই সম্ভাবনা। এই দিক হইতে ভেনেজুয়েলার হয়তো গুজরাতের নিকট হইতে কিছু শিখিবার আছে। কী ভাবে উন্নয়নের ভিত শক্ত করিয়া গড়িয়াও জনমুখী রাজনীতির হালটি স্থির রাখিতে হয়, নরেন্দ্র মোদীর নিকট তাহা শিক্ষণীয়। ব্যক্তি যতই গুরুত্বপূর্ণ হউন না কেন, শেষ পর্যন্ত কিন্তু অর্থনীতিকে প্রধান মঞ্চ ছাড়িয়া দিতেই হইবে। ব্যক্তি যত সত্বর তাহা উপলব্ধি করেন, ততই মঙ্গল। |