ফের ধর্ষণের অভিযোগ কলকাতায়। এক মহিলাকে তাঁর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে হরিদেবপুর থানার রবীন্দ্রনাথ ঠাকুর রোডের পূর্বাচলে। দিল্লির ধর্ষণ-কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল, তখন এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযুক্ত বাপাই সরকার নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তিনটি কন্যাসন্তান হওয়ার পরে ওই মহিলাকে স্বামী ছেড়ে যান। বড় মেয়ে দু’টিকে আত্মীয়ের কাছে রেখে তিন বছরের মেয়েকে নিয়ে একাই থাকেন পেশায় পরিচারিকা ওই মহিলা। থানায় লিখিত অভিযোগে তিনি জানান, শনিবার বিকেলে বাড়ি ফিরে ঘর খোলার পরে বাড়ির পাশে শুকোতে দেওয়া কাপড় আনতে যান তিনি। ফিরে দেখেন, এলাকারই বাসিন্দা বাপাই তাঁর ঘরে দাঁড়িয়ে। অভিযোগ, ওই যুবক তাঁর মুখ কাপড় দিয়ে চেপে দরজা বন্ধ করে। তার পরে তাঁকে ধর্ষণ করে পালায়। ঘটনার পরে যে বাড়িতে তিনি কাজ করেন, সেই বাড়ির কর্ত্রীকে বিষয়টি জানান ওই মহিলা। গৃহকর্ত্রী লোক জড়ো করে অভিযুক্তের বাড়িতে যান। খবর যায় থানায়। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই বাপাই গ্রেফতার হয়। রাতে ডাক্তারি পরীক্ষার জন্য মহিলাকে হাসপাতালে পাঠানো হয়। রবিবার ধৃতকে আদালত তিন দিন পুলিশি হেফাজত দেয়।
|
এক মহিলার অভিযোগ না-নিয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল লেক থানার এক অফিসারের বিরুদ্ধে। ধানবাদের ওই মহিলা শেষে লালবাজারে অভিযোগ করেন। লালবাজারের খবর, লেক এলাকার এক বাসিন্দার সঙ্গে মহিলার বিয়ে হয়েছিল। বিচ্ছেদের পরে ওই ব্যক্তি ফের বিয়ে করেছেন। খবর পেয়ে ওই মহিলা এক বান্ধবীকে নিয়ে প্রাক্তন স্বামীর অফিসে গেলে তিনি তাঁকে মারধর করেন এবং গলার হার ছিনিয়ে নেন বলে অভিযোগ। মহিলা টালিগঞ্জ থানায় অভিযোগ জানাতে গেলে তারা তাঁকে লেক থানায় যেতে বলে। লেক থানায় গেলে ওই অফিসার তাঁকে হার ছিনতাইয়ের সাক্ষী আনতে বলেন। অপমানও করেন বলে অভিযোগ। লালবাজারের কর্তারা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
|
বালিগঞ্জের জগদ্বন্ধু ইনস্টিটিউশনের পরিচালন সমিতির সব ক’টি আসন ফ্রন্টের থেকে ছিনিয়ে নিল তৃণমূল। রবিবার ওই স্কুলের পরিচালন সমিতির ভোট হয়। তৃণমূল নেতা তথা স্কুলের প্রাক্তন ছাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, ছয় অভিভাবক প্রতিনিধির ক’টিতেই তৃণমূল জিতেছে।
|
গাড়ির ধাক্কায় জখম হলেন এক সাইকেল আরোহী। রবিবার, সল্টলেকের এ ই ব্লকে। আহতের নাম প্রভাত চট্টোপাধ্যায়। পুলিশ জানায়, কেষ্টপুর খাল লাগোয়া রাস্তায় গাড়ি চালাচ্ছিল বছর সতেরোর অরুণ গোয়েল। তখনই দুর্ঘটনা ঘটে। প্রভাতবাবু হাসপাতালে ভর্তি। গাড়ি-সহ চালক আটক হয়েছে। পুলিশ জানায়, অরুণের লাইসেন্স ছিল না।
|
এক গৃহবধূর অপমৃত্যু হয়েছে। রবিবার, ট্যাংরায়। মৃতার নাম অণিমা দাস (৪২)। পুলিশের অনুমান, আর্থিক অনটনে ওই মহিলা আত্মঘাতী হন। |