|
|
|
|
টুকরো খবর |
দ্বাদশ যোজনায় গড় বৃদ্ধি নামতে পারে ৫ শতাংশে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দ্বাদশ পঞ্চবার্ষিকী যোজনায় (২০১২-’১৭) আর্থিক বৃদ্ধির গড় বার্ষিক হার ৫ থেকে ৫.৫ শতাংশে নেমে আসতে পারে। খসড়া নথিতে এই হুঁশিয়ারি দিয়েছে যোজনা কমিশন। তাদের মতে নীতি রূপায়ণে ব্যর্থতাই এই ঘোরালো পরিস্থিতি তৈরি করতে পারে। জাতীয় উন্নয়ন পরিষদে এই খসড়া নথি পেশ করার কথা বৃহস্পতিবার। একাদশ যোজনার গড় ছিল ৭.৯ শতাংশ। তবে কেন্দ্রীয় সরকার তৎপর হলে এই বৃদ্ধির হার ৮.২ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব বলেও আশা দিয়েছে খসড়া। সে ক্ষেত্রে নির্দিষ্ট নীতি-কৌশল মেনে এগোতে হবে। আর, সরকার ‘যথেষ্ট তৎপর’ না-হলে গড় বার্ষিক হার ৬ থেকে ৬.৫ শতাংশে সীমিত থাকতে পারে। নীতি একেবারেই রূপায়িত না-হলে তা নামবে ৫ থেকে ৫.৫ শথাংশে। দ্বাদশ যোজনা কৃষি উৎপাদন বৃদ্ধির হার ৪ শতাংশে এবং কারখানার উৎপাদন ১০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও স্থির করেছে।
|
টাটাদের শিরোপা অ্যাসোচ্যাম সমীক্ষায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতীয় সংস্থা হিসেবে টাটা গোষ্ঠীই সব থেকে পরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ড। শুধু দেশের অন্দরে নয়, বাইরেও। জানিয়েছে, বণিকসভা অ্যাসোচ্যামের সমীক্ষা। এক পারিবারিক ব্যবসাকে ১০,০০০ কোটি ডলারের বহুজাতিকে রূপান্তরিত করে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত রতন টাটা। সমীক্ষায় অংশগ্রহণকারী ৭৭ শতাংশেরই মত, ২৮শে টাটা অবসর নিলেও, গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাবেন তাঁর যোগ্য উত্তরসূরি সাইরাস মিস্ত্রি। |
|
|
|
|
|