টুকরো খবর
ডাক্তারদের কাছে তোলার দাবি জঙ্গিদের
মোটা অঙ্কের ‘কর’ দাবি করে মণিপুরের জিরিবাম মহকুমার স্বাস্থ্যকর্মীদের কাছে নোটিশ পাঠিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় চিরাচরিত আপসের পথে না হেঁটে চিকিৎসক ও অ-চিকিৎসক কর্মীরা সরাসরি প্রতিবাদে সরব হয়েছেন। নিরাপত্তার দাবিতে অল জিরিবাম মেডিক্যাল এমপ্লয়িজ ইউনিয়ন-এর ছাতার তলায় মহকুমার একমাত্র হাসপাতালে তিন দিন ধরে ধর্মঘট শুরু করেছেন তাঁরা। এর ফলে পুরোপুরি স্তব্ধ জিরিবামের স্বাস্থ্য পরিষেবা। ধর্মঘটে উদ্বিগ্ন জিরিবামের স্থানীয় মানুষও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে তাঁদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। বিভিন্ন সংগঠনের এক প্রতিনিধিদল জিরিবাম থানার ওসি-র সঙ্গে এ নিয়ে কথাও বলেন। যাঁরা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত, তাঁদের বিরক্ত না করতে জঙ্গি সংগঠনগুলির উদ্দেশে আর্জিও রেখেছেন তাঁরা। জিরিবামের স্বাস্থ্যকর্মীদের যে ‘কর-নোটিশ’ পাঠানো হয়েছে, তা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে অল জিরিবাম মৈরা পাইবি, জিরি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, জিরি ইমা মৈরি পাইবি এবং উইমেন অ্যাসোসিয়েশন ফর সিভিক অ্যাকশন কাংলেইপাক। তাঁদের কথায়, এমনিতেই মহকুমার স্বাস্থ্য পরিকাঠামো নড়বড়ে। এর ওপর জঙ্গি-যন্ত্রণায় একমাত্র হাসপাতালটিও বন্ধ হয়ে গেলে সীমাহীন দুর্ভোগে পড়বেন এখানকার মানুষই। তাঁদের অভিযোগ, প্রান্তিক মহকুমা বলে এই অঞ্চলটি এমনিতেই বঞ্চনার শিকার। হাসপাতালে চিকিৎসক, কেরানি, নার্সের যেমন অভাব, তেমনই মেলে না ওষুধ-পথ্য কিছুই। দু’টি অ্যাম্বুল্যান্স থাকলেও চালকের পদ দীর্ঘ দিন থেকে শূন্য। তাই গাড়ি দু’টিও ক’মাস ধরে অচল। এই অবস্থায় যে ক’জন চিকিৎসক ও অ-চিকিৎসক কর্মী রয়েছেন, তাঁদের নির্ভয়ে কাজ করতে দিতে হবে। পুলিশের পক্ষ থেকে অবশ্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।

ইচ্ছুক চাষিরা, অনিচ্ছুক মুখ্যমন্ত্রীই, তোপ দীপার
রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতালে তৈরিতে ‘অনিচ্ছুক মুখ্যমন্ত্রী’র সামনে জমি দিতে ‘ইচ্ছুক’ ৮৪ জন চাষিকে হাজির করাতে ‘মহাকরণ অভিযান’-এর ডাক দিলেন কংগ্রেস নেত্রী তথা কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। শুক্রবার শিলিগুড়িতে তিনি বলেন, “রায়গঞ্জের পানিশালায় ৮৪ জন চাষির মালিকানায় ১০০ একর জমি রয়েছে। সকলেই এইমসের ধাঁচে হাসপাতাল তৈরিতে জমি দিতে ইচ্ছুক। ১০ জানুয়ারি ওই জমির মালিক ৮৪ জন কৃষক তাঁদের জমির দলিল সঙ্গে নিয়ে মহাকরণে যাবেন।” দীপাদেবীর অভিযোগ, জোর করে জমি নেওয়া হবে না, এই অছিলায় মুখ্যমন্ত্রী রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়তে চান না। তাঁর কথায়, “সিঙ্গুরের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। রায়গঞ্জে ইচ্ছুক চাষিদের একাংশ তো বিনামূল্যে জমি দিতে চান।” তাঁর দাবি, রাজ্যের সব জেলার মানুষ ওই অভিযানে যোগ দেবেন। অভিযানের সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক প্রতিনিধি দলও দেখা করার চেষ্টা করবে বলে তিনি জানিয়েছেন। রায়গঞ্জের সাংসদ দীপাদেবীর দাবি, রায়গঞ্জে এইমস হলে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বাসিন্দারাও উপকৃত হবেন। ঝাড়খণ্ড, বিহার, অসম, নেপাল, ভুটানের বাসিন্দারাও সুফল পাবেন। তিনি বলেন, “শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে রায়গঞ্জ থেকে এইমস কল্যাণীতে নিয়ে যাওয়ার চেষ্টা মানা হবে না।” উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব অবশ্য ওই আন্দোলনের ঘোষণাকে গুরুত্ব দিতে রাজি নন। গৌতমবাবু বলেন, “রায়গঞ্জে এই মুহূর্তে জমি পাওয়া যাচ্ছে না। কল্যাণীতে জমি তৈরি আছে। সেখানে এইমস হলে আপত্তি কোথায়? পরে দ্বিতীয় ক্যাম্পাস রায়গঞ্জে করা যেতে পারে। জমির সার্টিফায়েড কপি বের করে যে কেউ আন্দোলনে যেতে পারে।” গৌতমবাবুর প্রশ্ন, রায়গঞ্জে হাসপাতালের সিদ্ধান্ত যখন হয়েছে, তার পরে আড়াই বছর কংগ্রেস-সিপিএম কেন্দ্রে ক্ষমতায় ছিল। যদি জমি নিয়ে কোনও সমস্যা না-থাকে তা হলে ওই সময় কাজটা হয়নি কেন?

বালিকার মৃত্যুতে তদন্ত কমিটি
হাওড়ার এক নার্সিংহোমে হাতের অস্ত্রোপচার করতে এসে ১১ বছরের তৃষ্ণা রায়ের মৃত্যুর তদন্তে চার জনের কমিটি গড়ল জেলা স্বাস্থ্য দফতর। তাতে আছেন জেলা হাসপাতালের সুপার, সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এক সার্জেন ও এক অ্যানাস্থেটিস্ট। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়। বুধবার হাত থেকে স্টিলের প্লেট খুলতে এসে নার্সিংহোমে মৃত্যু হয় তৃষ্ণার। মৃত্যুর খবর ছড়াতেই নার্সিংহোমের সামনে দিনভর বিক্ষোভ দেখান মৃতার পরিজন ও স্থানীয়েরা। ওই ঘটনার পরে শুক্রবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, তৃষ্ণার পরিজনেরা অভিযোগ করেছেন, অস্ত্রোপচারের আগে অভিযুক্ত চিকিৎসক শুভাশিস সাধুখাঁ অ্যানাস্থেটিস্ট না নিয়ে নিজেই অজ্ঞান করার ভুল ইঞ্জেকশন দেওয়ায় তৃষ্ণার মৃত্যু হয়েছে। দেবাশিসবাবু বলেন, “অভিযোগ পেয়েই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই নিয়ম অনুযায়ী তা মেডিক্যাল কাউন্সিলে পাঠানো হবে। কাউন্সিলের সিদ্ধান্ত জানার পরে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.