আজকের শিরোনাম
গুজরাতে ফের ‘মোদী ম্যাজিক’
এবারেও জয় অধরা থেকে গেল কংগ্রেসের। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেন নরেন্দ্র মোদী তথা বিজেপি। গুজরাতে ৮৬ হাজার ৩৭৩ ভোটে জিতলেন তিনি। এখনও পর্যন্ত ভোটগণনার ফলাফল অনুযায়ী গুজরাতে মোট ১৮২টি আসনের মধ্যে ১২১টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৫৫টি আসনে। মণিনগর কেন্দ্রে শ্বেতা ভট্টকে হারিয়েছেন মোদী। আমদাবাদ, নারাণপুরে ৬৩ হাজার ৩৩৫ ভোটে জিতলেন অমিত শাহ। মাণ্ডবিতে এগিয়ে আছে বিএসপি। গুজরাতে এগিয়ে আছেন শঙ্কর সিংহ বাঘেলা। এগিয়ে আছেন কেশুভাই পটেলও। গুজরাতে পরাজিত কংগ্রেস সভাপতি অর্জুন মোটবাডিয়া।
‘পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমাদের সামনের
দিকে তাকাতে হবে। অসীম ধৈর্য্য, সাহস ও শক্তির
প্রয়োজন।’ টুইটারে বললেন নরেন্দ্র মোদী।

গুজরাত

জয়ী এগিয়ে
বিজেপি ১০৫ ১২১
কংগ্রেস ৪৭ ৫৫
অন্যান্য

হিমাচলে সরকার গড়ার পথে কংগ্রেস
হিমাচলে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ক্ষমতায় আসতে চলেছে বীরভদ্র সিংহের নেতৃত্বাধীন কংগ্রেস। তবে এখনই হার মানতে রাজি নয় শাসক বিজেপিও। প্রাথমিক গণনায় বিজেপি কংগ্রেসকে টেক্কা দিলেও এখন কংগ্রেস যথেষ্টই এগিয়ে গিয়েছে। ৬৮টি আসনের বিধানসভায় আপাতত ৩৬টি আসনে এগিয়ে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ২৬টি আসনে। তবে হারিমপুর কেন্দ্রে ৯ হাজার ৩০২ ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধূমল। হিমাচলে গ্রামীণ আসনে জিতলেন বীরভদ্র সিংহ।
হিমাচল

জয়ী এগিয়ে
বিজেপি ২৪ ২৬
কংগ্রেস ৩৬ ৩৬
অন্যান্য

কলকাতায় ধৃত হুজি জঙ্গি
কলকাতার স্ট্র্যান্ড রোড এলাকা থেকে এক হুজি জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। খাদিমকর্তা পার্থ রায় বর্মন অপহরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত মিজানুর রহমান নামে এই জঙ্গি দীর্ঘ ১৩ বছর ধরে বাংলাদেশে গা ঢাকা দিয়ে ছিল। হুজির এই সক্রিয় সদস্য একসময় আফতাব আনসারির সঙ্গী ছিল। জাল নোট চক্রের অন্যতম পাণ্ডা মিজানুর সম্প্রতি ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও কাজ করত বলে অনুমান পুলিশের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.