টুকরো খবর |
আইন অমান্য
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মজুরি আইন সংশোধন করে ঠিকা শ্রমিকদের ন্যূন্যতম মজুরি দশ হাজার টাকা করা, শ্রম আইন কঠোর ভাবে প্রয়োগ করা, সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ও জাতীয় সুরক্ষা তহবিল গঠন করা-সহ ১০ দফা দাবিতে বুধবার পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনের সামনে আইন অমান্য করল বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলি। এ দিন প্রথমে কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থকেরা জুবিলি ময়দান থেকে মিছিল শুরু করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন।
|
শিক্ষকদের কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
জেলার বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মশালা হয়ে গেল পুরুলিয়ায়। আয়োজন করেছিল পুরুলিয়া পলিটেকনিক কলেজ। পুরুলিয়া পলিটেকনিকের অধ্যক্ষ গৌতম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃত্তিমূলক শিক্ষার রূপরেখা নির্ধারণের বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ইলেকট্রিক ওয়্যারিং, আমিন সার্ভে, মোবাইল ফোন রিপেয়ারিং, রক্তের নমুনা সংগ্রহ-সহ বৃত্তিমূলক শিক্ষার নানা দিক নিয়ে শিবিরে আলোচনা হয়েছে।
|
খুনের অভিযোগে গ্রেফতার পড়শি
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
খুনের অভিযোগে পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাত প্রায় আটটা নাগাদ ঘটনাটি ঘটে বলরামপুর থানার গেঁড়ুয়া গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম অরুণ সহিস (২২)। নিহতের কাকা চন্দ্র সহিসের দাবি, “অরুণ বাড়িতেই ছিল। পড়শি এক মহিলা ওকে বাড়ি থেকে আমাদের পাড়াতে ডেকে নিয়ে যায়। কিছু ক্ষণ পরে হটাৎ শুনি একজন চিৎকার করছে। গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে অরুণ। তখনও সে কথা বলতে পারছিল।” সঙ্গে সঙ্গে তাঁকে বলরামপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হৃদয় সহিস নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েক জনের নামে অভিযোগ হয়েছে। তদন্ত চলছে।
|
সহায়তায় সিআরপি
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে যোগ দিতে কী ভাবে আবেদনপত্র পূরণ করতে হবে, শিবির করে হাতে-কলমে তা দেখিয়ে দিলেন সিআরপির ২০৭ ব্যাটেলিয়নের জওয়ানেরা। মঙ্গলবার বলরামপুরে থাকা ওই বাহিনীর জওয়ানরা স্থানীয় গ্যাস গুদাম ময়দানে এলাকার যুবকদের ‘সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্সে’ যোগ দেওয়ার জন্য আবেদনপত্র পূরণ করায় সাহায্য করেন। আবেদন পত্র পূরণ করতে আসা যোগেন হাঁসদা, পিন্টু দত্ত, ফিরোজ আনসারিরা বলেন, “আমরা আগেও চাকরির আবেদন পত্র পূরণ করেছি। নানা সমস্যা হত। হাতে কলমে দেখিয়ে দেওয়ারও লোকের অভাব ছিল। এই শিবির থেকে আমরা উপকৃত হলাম।” ২৫০-র বেশি যুবক শিবিরে এসেছিলেন।
|
সচেতনায় প্রচার
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
|
পুরুলিয়ায় বামফ্রন্ট শ্রমিক সংগঠনের আইন অমান্য। —নিজস্ব চিত্র। |
বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়তে পথে নামলেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার গাড়াফুসড় পঞ্চায়েত এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে গাড়াফুসড় গ্রামে একটি মিছিল হয়। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও মিছিলে ছিলেন। |
|