টুকরো খবর |
জাতীয় টিটির প্রস্তুতি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সিনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে উত্তরবঙ্গ দলের অনুশীলন শিবিরের জন্য ১২ জন খেলোয়াড়দের নাম ঘোষণা করা হল। বুধবার নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের তরফে তা জানানো হয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে ছত্তিশগড়ের রায়পুরে শুরু হচ্ছে জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতা। ২৬ ডিসেম্বর থেকে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবে উত্তরবঙ্গ দল গঠনের অনুশীলন শুরু হবে। শিবিরে অংশ নেবেন শুভজিৎ সাহা, রাজীব সরকার, অর্নব অধিকারী, অভীক দাস, রাজ মণ্ডল, শুভম বসাক। মহিলাদের মধ্যে নন্দীতা সাহা, মেধা মৈত্র, ঐশ্বর্য দেব, অনুষ্কা দত্ত, সাগরিকা মুখোপাধ্যায়, সুকন্যা বসু। কোচ রয়েছেন অসীতাভ দত্ত এবং সৌভিক দে। ২ জানুয়ারি শিবির থেকে দল ঘোষণা করা হবে।
|
টি-টোয়েন্টিতে ফের একে ওঠার সুযোগ ভারতের |
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথম বার এক নম্বরে ওঠার আশা রয়েছে ভারতের। তবে সে জন্য ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন চারটি টি-টোয়েন্টি ম্যাচেই জিততে হবে ধোনিদের। বর্তমানে ভারত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে। র্যাঙ্কিং পয়েন্ট ১২০। শীর্ষে শ্রীলঙ্কা। আবার সামনের চারটি টি-টোয়েন্টি ম্যাচেই হেরে গেলে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে নেমে যাওয়ার আশঙ্কাও আছে ভারতের। ইংল্যান্ড ও পাকিস্তান ভারতে দু’টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
|
মিঠুন কে?
প্রিয়দর্শিনী রক্ষিতের রিপোর্ট |
বুধবার সকাল-সকাল পুণে বিমানবন্দরে এক অদ্ভূত দৃশ্য। অচেনা অতিথিদের অভ্যর্থনা করতে হাতে তাঁদের নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা লোকের ভিড়ে চোখে পড়ল চেনা একটা নাম। অভিমন্যু মিঠুন। জাতীয় দলে ডাক পেয়েছেন অথচ তাঁর মুখ চেনে না সাধারণ মানুষ শেষ কবে দেখেছে ভারতীয় ক্রিকেট?
|
দিন্দা হয়তো আছেন |
পুণে ওয়ারিয়র্সের নীল জার্সিতে যে মাঠে আগুন ঝরিয়েছেন তিনি, বৃহস্পতিবার সেই মাঠেই দেশের জার্সিতে প্রথম টি-টোয়েন্টিতে নামতে চলেছেন অশোক দিন্দা। এই দলটায় দিন্দাই সবচেয়ে সিনিয়র। তা ছাড়া পুণের মাঠে তাঁর রেকর্ড ভাল। দিন্দার জুটি হতে পারেন পরবিন্দর আওয়ানা।
ভারতের সম্ভাব্য এগারো: রাহানে, গম্ভীর, কোহলি, যুবরাজ, রোহিত, রায়না, ধোনি, জাডেজা, অশ্বিন, আওয়ানা, দিন্দা।
|
আবার ইসিবির সুনজরে কেপি |
কেভিন পিটারসেনের সঙ্গে নতুন করে চুক্তি করতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। গত অগস্টে ইংল্যান্ড সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন ক্রিকেটারের কাছে প্ররোচনামূলক টেক্টট মেসেজ পাঠানোর অপরাধে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। পিটারসেনের সঙ্গে ইসিবি কন্ট্র্যাক্টও বাতিল করেছিল। ভারত সফরে অবশ্য তাঁকে দলে নেওয়া হয় এবং সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে খুবই ভাল পারফরম্যান্সের সুবাদে তাঁর সঙ্গে ইংল্যান্ড বোর্ড আবার সেন্ট্রাল কন্ট্র্যাক্ট করতে চলেছে। ইংল্যান্ড দলের পারফরম্যান্স ডিরেক্টর অ্যান্ডি ফ্লাওয়ারও ভারত সিরিজে কেপি-র ব্যাটিংয়ে খুশি।
|
ক্লার্কদের বিগ ব্যাশ-এ মানা |
মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টের আগে অস্ট্রেলিয়া টেস্ট দলের ক্রিকেটারদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাশ’-এ খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করল তাঁদের দেশের ক্রিকেট বোর্ড। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে ভারসাম্য রাখতেই এই নির্দেশ বলে ক্রিকেট অস্ট্রেলিয়া-র পক্ষে জানানো হয়েছে। পিটার সিডল ছাড়া অস্ট্রেলিয়া টেস্ট দলের বাকি ১২ জনই বিগ ব্যাশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ।
|
আফ্রিদি হয়তো ওয়ান ডে-তেও |
পাকিস্তানের আসন্ন ভারত সফরে একদিনের দলে ফিরতে পারেন শাহিদ আফ্রিদি। যদিও এই সফরে আফ্রিদি শুধু টি-টোয়েন্টি দলে নির্বাচিত হয়েছেন। শেষ ষোলো একদিনের ম্যাচে আফ্রিদির মোট রান ১৮২। কিন্তু লাহৌরে পাকিস্তানের কন্ডিশনিং ক্যাম্পে গত তিন দিনে দু’টি একদিনের ওয়ার্ম আপ ম্যাচে হাফসেঞ্চুরি করেন আফ্রিদি। যা দেখে পাক ওয়ান ডে দলের অধিনায়ক মিসবা উল হক জানান, আফ্রিদি ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ পেতে পারেন।
|
‘ব্র্যান্ড ভ্যালু’ কমছে |
টেস্ট সিরিজে হারের পর ভারত অধিনায়কের জনপ্রিয়তা কমছে দেখে বিভিন্ন স্পনসর হাত গুটিয়ে নিচ্ছে তাঁর উপর থেকে। কমছে ধোনির এনডোর্সমেন্ট ব্র্যান্ডের সংখ্যা। একটি সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, ধোনি অধিনায়কত্ব হারালে তাঁর ‘ব্র্যান্ড ভ্যালু’ ৩০ শতাংশ পর্যন্ত কমার আশঙ্কা রয়েছে।
|
উদ্বোধনে চমক |
সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো নজির ভেঙেই চতুর্থ রাজ্য ক্রীড়ার উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা অজিত বন্দ্যোপাধ্যায় বিওএ-র সভাপতি। সে কারণেই মুখ্যমন্ত্রীকে আনার চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অতিথির আসনে থাকার কথা বাংলার দুই ‘দাদা’-র। মিঠুন চক্রবর্তী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাজ্য ক্রীড়া হওয়ার কথা ২৩-৩১ ডিসেম্বর।
|
বিতর্কে সাইনা |
সৈয়দ মোদী ব্যাডমিন্টনের প্রথম ম্যাচে রুশ প্লেয়ারের বিরুদ্ধে ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে সাইনা নেহওয়ালের আচমকা সরে দাঁড়ানোয় ভারতীয় ব্যাডমিন্টন মহল বিস্মিত। সাইনা হাঁটু চেপে ধরে রেফারিকে জানান তিনি ওয়াকওভার দিচ্ছেন। ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার এক কর্তার চাঞ্চল্যকর অভিযোগ, “সাইনার বুধবারই বিকেল সাড়ে তিনটের লখনউ-হায়দরাবাদ ফ্লাইটে ফেরার টিকিট কাটা ছিল।” সাইনা গত কয়েক বছর এই টুর্নামেন্টে খেলেননি। এ বারও প্রথমে খেলবেন না বলেও মঙ্গলবার সহারার সঙ্গে বাণিজ্যিক গাঁটছড়া বাঁধার পরে সিদ্ধান্ত বদলান।
|
সচিনের উত্তরাধিকার |
গ্যারি কার্স্টেন বল ছুড়ে ছুড়ে সচিন তেন্ডুলকরকে নকিং প্র্যাক্টিস করাচ্ছেন ভারতীয় ক্রিকেটের অতি পরিচিত দৃশ্যটা ফিরে এল বুধবারের পুণেতে। চরিত্রের নাম দু’টো অবশ্য আলাদা। ব্যাটিং নেট থেকে খানিক দূরে আলাদা নেটে টানা নকিং করে গেলেন যুবরাজ সিংহ। সঙ্গীর নাম? ফিল্ডিং কোচ ট্রেভর পেনি।
|
স্ট্রস, তোমাকে চাই |
ইংল্যান্ডের বিশেষ পরামর্শদাতা হিসেবে ভেসে উঠেছে অ্যান্ড্রু স্ট্রসের নাম। মিডলসেক্সে তাঁর সতীর্থকে মেন্টর হিসেবে পেতে প্রবল আগ্রহী ইয়ন মর্গ্যান। “স্ট্রসের নেতৃত্বে অনেক কিছু শিখেছি। ও মেন্টর হলে দারুণ হয়,” এ দিন বলেছেন ইংল্যান্ড টি টোয়েন্টি দলের অধিনায়ক মর্গ্যান। |
|