পেট্রাপোল বন্দরে ব্যাহত সীমান্ত বাণিজ্য |
পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল ওয়্যার হাউজ কর্পোরেশনের ট্রাক টার্মিনাসের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের কর্মবিরতির জেরে বুধবার ব্যাহত হল সীমান্ত বাণিজ্য। পেট্রাপোল শুল্ক দফতরের সহকারি কমিশনার শুভেন দাশগুপ্ত বলেন, “সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত কোনও পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকেনি। তবে বাংলাদেশের বেনাপোল সীমান্ত থেকে ৪৫টি ট্রাক বন্দরে ঢুকেছে।” বন্দর সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাক টার্মিনাসে সুপার ভাইজার, সহকারী সিকিউরিটি অফিসার গানম্যান ও সাধারণ নিরাপত্তা কর্মী মিলিয়ে ৪১ জন কর্মী রয়েছেন। ওই কর্মীদের অভিযোগ, সম্প্রতি তাঁরা নিয়মিত বেতন পাচ্ছেন না। তাঁদের আরও অভিযোগ, তাঁরা আগে যে হারে বেতন পেতেন বর্তমানে তার তুলনায় কম বেতন দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পরে এই বিষয়ে পুনরায় আলোচনা করা হবে বলে বন্দর সূত্রে জানানো হয়েছে।
|
দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক আজ |
ব্যাঙ্কিং আইনে প্রস্তাবিত সংশোধনীর বিরোধিতা করে দেশ জুড়ে আজ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানান এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর। এর ফলে ফের ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।
তবে এই ধর্মঘটে ব্যাঙ্ক শিল্পের সব ইউনিয়ন সামিল হচ্ছে না। রাজেনবাবু জানান, “যে-সমস্ত ইউনিয়ন ধর্মঘট ডেকেছে সেগুলি হল: এআইবিইএ, বেফি, এআইবিওএ এবং ন্যাশনাল ইউনিয়ন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ নামে নতুন একটি ইউনিয়ন। তবে নৈতিক সমর্থন জানিয়েছে অন্য ইউনিয়নগুলি।” ব্যাঙ্ক শিল্পে শেয়ারহোল্ডারদের ভোটাধিকার বৃদ্ধি করা হচ্ছে ওই সংশোধনীতে। এত দিন বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে যাঁর হাতে যত শেয়ারই থাকুক, ভোটদানের অধিকার ১০ শতাংশের বেশি থাকত না। এখন তা বেড়ে হচ্ছে ২৬%। ফলে বেসরকারি ব্যাঙ্কের মালিকানা নিতে বিদেশি লগ্নিকারীরা সহজেই আকৃষ্ট হবেন বলে আশঙ্কা এআইবিইএ-র। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শেয়ারহোল্ডারদের ওই অধিকারও ১% থেকে বেড়ে হয়েছে ১০%।
|
বস্ত্রশিল্পের প্রসারে আর্জি মমতার কাছে |
রাজ্যে বস্ত্রশিল্প প্রসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ২০ দফা সুপারিশপত্র পেশ করল বণিকসভা ফিকি। তাদের দাবি, রাজ্যের বস্ত্রনীতি ব্যবসা বিস্তারের পক্ষে যথেষ্ট নয়। তাই দশ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভেবে ওই সুপারিশপত্রটি তৈরি করেছে তারা। যার ২০ দফা দাওয়াইয়ের মধ্যে অন্যতম বিদ্যুতে ভর্তুকি (কিলোওয়াট প্রতি ১.৫ টাকা), নিজস্ব ব্যবহারের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জ্বালানির নিশ্চয়তা, জমির ব্যবস্থা ও সে সংক্রান্ত খরচে সরকারি সাহায্য (জমির ঊর্ধ্বসীমা আইন শিথিল করা, স্ট্যাম্প ডিউটিতে ছাড়, জমির খরচের একাংশে ভর্তুকি), ক্লাস্টার তৈরি, প্রবেশ করে ছাড়, সাধারণ বর্জ্য সংশোধন ব্যবস্থা তৈরি।
|
একই সঙ্গে নতুন ৬টি শাখা চালু করল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউ বি আই)। সম্প্রতি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শাখাগুলির উদ্বোধন করা হয়। ফলে ব্যাঙ্কের শাখা সংখ্যা দাঁড়াল ১৭০২। কোর ব্যাঙ্কিং ব্যবস্থায় অনলাইনে যুক্ত সেগুলি। ব্যাঙ্কের সিএমডি ভাস্কর সেন জানান, “ইতিমধ্যেই ২২টি নতুন শাখা চালু হয়েছে। লক্ষ্য মার্চের মধ্যেই আরও ৭৮টি চালু করা।” গ্রামাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে কিছু অতি ক্ষুদ্র শাখা খোলার পরিকল্পনাও হাতে নিয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক।
|
স্টক ব্রোকারদের জন্য ন্যূনতম তহবিল জমার অঙ্ক বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। গত ১৬ বছর ধরে তা ছিল সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। বাজারে লেনদেন চালাতে সংরক্ষিত তহবিল হিসেবে ওই মূলধন জমা রাখতে হয় ব্রোকারকে। উদ্দেশ্য, লগ্নিকারীকে ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা।
|
আলিপুরদুয়ারে শাখা খুলতে উদ্যোগী হলেন জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাই বুধবার সকালে রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটির কর্তার সঙ্গে বৈঠক করেন সংস্থার চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সৌরভবাবু বলেন, “আলিপুরদুয়ারের কলেজ হল্ট এলাকায় এবং ক্রান্তিতে ব্যাঙ্কের শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে কো-অপারেটিভের রেজিস্ট্রারের সঙ্গে কথা হয়েছে। |