এক নিখোঁজ কিশোরের গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল রামপুরহাটে। পুলিশ জানায়, নিহতের নাম রবিউল শেখ (১৩)। বুধবার দুপুরে বাড়ি থেকে প্রায় দেড় কিমি দূরে রেললাইন সংলগ্ন হরিণবাঁধা মাঠে উদ্ধার হয় তার মৃতদেহ। নিহতের নিহতের দিদি সাকিনা বিবি বুধবার সন্ধ্যায় রামপুরহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় জয়কৃষ্ণপুর হাইস্কুলে অষ্টম শ্রেণির ছাত্র রবিউল মঙ্গলবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর সে বাড়ি ফেরেনি। এ দিন সকালে স্থানীয় এক বাসিন্দা হরিণবাঁধা মাঠে একটি খেতজমিতে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের অনুমান, মঙ্গলবার রাতেই রবিউলকে খুন করা হয়েছে।জয়কৃষ্ণপুর ক্যানেলপাড় এলাকায় পিতৃহারা রবিউল মা আনজুনারা বিবির সঙ্গে বাস করত। দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে। আনজুনারা বিবি জানান, দুপুর দুটো নাগাদ রবিউল মোবাইলে কথা বলতে বলতে সাইকেল চেপে বেরিয়ে যায়। ছেলে অনেকক্ষণ ফিরছে না দেখে আনজুনারা বিবি জামাইকে ছেলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আনজুনারা বিবি বলেন, “জামাই নজরুল ইসলাম ছেলেকে ফোন করলে গ্রামেই আছে বলে সে জানায়।” কিন্তু রবিউলের পরিবারের দাবি, বিকেল চারটের পর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে বুঝবার সকালেই রামপুরহাট থানায় ছেলের নিখোঁজ ডায়েরি করেছিলেন মা আনজুনারা বিবি। এ দিন দুপুরেই রবিউলের গলাকাটা দেহ উদ্ধার হয়। ছেলের মৃতদেহ উদ্ধারের পর দৃশ্যতই ভেঙে পড়েন মা আনজুনারা বিবি। তিনি বলেন, “ছেলেকে যারা এ ভাবে খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
একের পর এক চুরির ঘটনায় ক্ষুব্ধ রামপুরহাট ও মাড়গ্রাম থানা এলাকায় বাসিন্দারা। এর জন্য পুলিশের নজরদারির অভাবকে দায়ী করেছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে দুষ্কৃতীরা রামপুরহাট শহরে চুরির চেষ্টা চালিয়েছিল। ওই দিন গভীর রাতে ফের রামপুরহাট থানা এলাকার কবিচন্দ্রপুর গ্রামে তারাপীঠ রামকৃষ্ণ মহামণ্ডল আশ্রমের কালী মা ও অন্যান্য বিগ্রহের গয়না, টাকা চুরি হয়। আশ্রামের প্রতিষ্ঠাতা স্বামী হংসানন্দ (মঙ্গলবাবা) বলেন, “প্রায় লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে। আশ্রমের ৩৫ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। চুরি ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও বেশি সক্রিয় হতে হবে।” এ দিকে, গত শুক্রবার রাতে মাড়গ্রাম থানার ফুলিডাঙা এলাকায় তারিণীতারা আশ্রমে, রবিবার রাতে তারাপীঠ সংলগ্ন মুণ্ডমালিনী মন্দিরে ও কবিচন্দ্রপুর গ্রামে বামদেব মন্দিরে চুরি হয়। বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা নামতেই পুলিশ জাতীয় সড়ক থেকে যতটা না তোলা তুলে ব্যস্ত, ততটা তারাপীঠ যাওয়ার রাস্তায় টহলদারিতে ব্যস্ত নয়। যথারীতি ওই দিনের চুরির ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু ফল শূন্য।
|
খয়রাশেলের সগড়ভাঙা গ্রামে বুধবার বিকেলে সিপিএম তৃণমূলের সংঘর্ষে আহত হলেন তিন জন। সংঘর্ষের পাশাপাশি বাড়িতে আগ্নি সংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে আভিযোগ। ঘটনার পর সিপিএম তৃণমূল দু’পক্ষই একে অপরের দিকে অভিযেগের আঙুল তুললেও কেউ পুলিশের কাছে সন্ধ্যা পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। পুলিশ জানায়, টাকা পয়সা নিয়ে গণ্ডগোলের জেরেই এই সংঘর্ষ হয়ে থাকতে পারে। |