টুকরো খবর
দুর্ঘটনায় পুড়ে মৃত্যু যুবকের
‘ট্রেলার’-এর সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে পুড়ে গিয়ে এক জনের মৃত্যু হল। বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটে ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুরে। এক ঘণ্টার বেশি সময় ধরে ৩১ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে। পরে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতের পরিচয় জানাতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ঘোষপুকুরের দিকে যাচ্ছিল এক ট্রেলার। সে সময় টুটাপাখরি প্রাথমিক স্কুলের পিছনের একটি গ্রাম থেকে পাকা রাস্তায় ওঠে মোটরবাইক আরোহী এক যুবক। ট্রেলারটি সামনে পড়ে যাওয়ায় তার নীচে ঢুকে যায় বাইকটি। ওই অবস্থায় বেশ কিছুটা যাওয়ার পর বাইক ও ট্রাকে আগুন ধরে যায়। ট্রেলারের চালক ও খালাসি পালিয়ে যান। জাতীয় সড়কে গাড়ি দু’টি জ্বলতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দু’পাশে গাড়ির লাইন হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। মোটর বাইক চালকের দেহ পুরোপুরি পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে যান ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল। তিনি বলেন, “ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কি কারণে এ রকমটা হল তা খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ দিন ফুলবাড়িতে ট্যাঙ্কারের ধাক্কায় পঞ্চম শ্রেণির এক ছাত্রের জখম হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখেন ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

কৃষি-ঋণ দিতে প্রচারে সমবায় ব্যাঙ্ক
কৃষকদের ঋণ দিতে মাইকে প্রচার চালাবে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। আগের বছরগুলিতে যাঁরা কৃষি ঋণ শোধ করতে পারেননি, সেই কৃষকদের বাড়ি গিয়ে তাঁদের অবস্থা জানবে ব্যাঙ্ক। প্রয়োজন হলে ব্যাঙ্ক তাঁদের ফের ঋণ দেবে। বুধবার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কৃষক ‘হেল্প লাইন’ উদ্বোধন করে কৃষকদের কাছাকাছি যেতে এই সমস্ত কর্মসূচির কথা জানালেন ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, “কৃষকদের ঋণ দেওয়াই সমবায় ব্যাঙ্কের প্রধান লক্ষ্য। সে কারণেই ঋণ সংক্রান্ত তথ্য যাতে সহজেই প্রত্যন্ত এলাকার কৃষকের কাছে পৌঁছয় সে জন্য হেল্প লাইন চালু করা হল। হেল্প লাইনে ঋণ সংক্রান্ত সব রকম তথ্য পাওয়া যাবে।” ঋণের আবেদনও নথিভুক্ত করাতে পারবেন কৃষকরা। আগামী সাত দিনের মধ্যে ‘হেল্প লাইন’ টোল ফ্রি অথার্ৎ নিঃশুল্ক করার চেষ্টা চলছে বলে চেয়ারম্যান এই দিন জানিয়েছেন। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে বছর চারেক আগে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়াই হলদিবাড়ি লাগোয়া কানাপাড়া ও গৌরাঙ্গবাজারে সমবায় ব্যঙ্কের দুটি শাখা খোলা হয়। বুধবারের বৈঠকে এই শাখা দুটি আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুটি শাখাই বছরে লক্ষাধিক টাকা ক্ষতিতে চলছিল বলে চেয়ারম্যান জানান। তা ছাড়া ওই শাখা দুটিতে কৃষিঋণ দেওয়ার ব্যবস্থা ছিল না। পরিচালন সমিতি সূত্রে জানানো হয়েছে, কৃষিপ্রবণ এলাকা যেমন ক্রান্তি, আলিপুরদুয়ারের গ্রামে ফের নতুন শাখা খোলা হবে।
হেল্প লাইনের নম্বর: ০৩৫৬১-২২২৩৯১ ব্যাঙ্কের কাজের সময়ে ফোন করা যাবে।

দুর্ঘটনায় পুড়ে মৃত্যু যুবকের
‘ট্রেলার’-এর সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে পুড়ে গিয়ে এক জনের মৃত্যু হল। বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটে ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুরে। এক ঘণ্টার বেশি সময় ধরে ৩১ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে। পরে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতের পরিচয় জানাতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ঘোষপুকুরের দিকে যাচ্ছিল এক ট্রেলার। সে সময় টুটাপাখরি প্রাথমিক স্কুলের পিছনের একটি গ্রাম থেকে পাকা রাস্তায় ওঠে মোটরবাইক আরোহী এক যুবক। ট্রেলারটি সামনে পড়ে যাওয়ায় তার নীচে ঢুকে যায় বাইকটি। ওই অবস্থায় বেশ কিছুটা যাওয়ার পর বাইক ও ট্রাকে আগুন ধরে যায়। ট্রেলারের চালক ও খালাসি পালিয়ে যান। জাতীয় সড়কে গাড়ি দু’টি জ্বলতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দু’পাশে গাড়ির লাইন হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। মোটর বাইক চালকের দেহ পুরোপুরি পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে যান ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল। তিনি বলেন, “ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কি কারণে এ রকমটা হল তা খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ দিন ফুলবাড়িতে ট্যাঙ্কারের ধাক্কায় পঞ্চম শ্রেণির এক ছাত্রের জখম হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখেন ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

ফাঁড়ির অদূরেই লুঠ
সাটার বাঁকিয়ে একটি বেসরকারি মোবাইল কোম্পানির শো-রুমের ভিতরে ঢুকে নগদ টাকা-সহ তিন লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার সেবক রোডের পানিট্যাঙ্কি মোড়ে। কিছুটা দূরেই পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ি। রাতে বিধান রোডেও টহলদারি চলে। তার মধ্যে কী করে দুষ্কৃতীরা চুরি করে পালাল তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকালে শো-রুম খুলতে গিয়ে এক কর্মীর বিষয়টি নজরে পড়ে। পুলিশ সূত্রের খবর, এক লক্ষ ৬০ হাজার টাকা নগদ এবং এক লক্ষ ৭০ হাজার টাকার মোবাইল সেট চুরি হয়েছে। এ ছাড়াও ২৫ হাজার টাকার মোবাইলের আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বিধান রোডের মতো জায়গায় এ রকম চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। শিলিগুড়ির ডেপুটি পুলিশ সুপার ও জি পাল বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।” শো-রুমের দায়িত্বে থাকা অনুপ জিন্দাল জানান, মঙ্গলবার রাত ন’টা নাগাদ দোকান বন্ধ করা হয়। এ দিন সকালে শো-রুমে গিয়ে তাঁরা দেখেন, সাটারের বেশ কিছুটা অংশ বাঁকানো রয়েছে। একটি অংশ কেটে দেওয়া হয়েছে। তা দিয়েই ঢোকে দুষ্কৃতীরা। শো-রুমের ভিতরে বেশ কয়েকটি তালা ভেঙে মোবাইল সেট এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাসিন্দাদের বক্তব্য, ওই শো-রুম বিধান রোড লাগোয়া একটি বহুতলের দোতলায়। যেভাবে চুরি হয়েছে তাতে সন্দেহ, কয়েক ঘণ্টা দুষ্কৃতীরা ছিল।

চার বছরে কাজ হয়নি
চার বছরেও আলিপুরদুয়ার-কুমারগ্রাম রাস্তা সম্প্রসারণ কাজ শেষ না-হওয়ায় ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবিতে অন্দোলনের প্রস্তুতিও নিয়েছেন তাঁরা। অবরোধ করে দাবির কথা তুলে ধরা হবে। পূর্ত দফতরের আলিপুরদুয়ারের কার্যনির্বাহী বাস্তুকার তাপস সাহা এই সমস্যার কথা স্বীকার করে বলেছেন, “শোভাগঞ্জ-আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। কয়েক দিনের মধ্যে পিচের কাজ শুরু হয়ে যাবে।” কিন্তু পূর্ত কর্তার ওই বক্তব্যে স্থানীয় ব্যবসায়ীরা সেই ভাবে আশ্বস্ত হতে পারছেন না। তাঁদের অভিযোগ, ২০০৯ সাল থেকে মাত্র দেড় কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। প্রায় চার বছর হয়েছে। এখনও সেই কাজ শেষ হয়নি। রাস্তায় যানবাহন চলাচল করতে পারছে না। যানজট লেগেই থাকে। রাস্তার পাশের দোকানগুলিতে ব্যবসা লাটে ওঠার মুখে। পূর্ত কর্তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। কাজের কাজ কিছু হচ্ছে না। তাই ব্যবসায়ীরা বাধ্য হয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিতোষ দাস বলেন, “প্রশাসনিক কর্তাদের সমস্যার কথা বলা হয়েছে। কিন্তু লাভ হয়নি। তাই নিরুপায় হয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ব্যবসায়ীদের আন্দোলনের সিদ্ধান্তকে সমর্থন করে আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। সংস্থার পক্ষে সম্পাদক ল্যারি বসু বলেন, “রাস্তার কাজ শেষ না হওয়ায় নিত্যযাত্রী থেকে পথচারী ও ব্যবসায়ী সকলেই সমস্যায়। আমরা ব্যবসায়ীদের আন্দোলনের পাশে থাকব।”

দোকানে লুঠ
সাটার বাঁকিয়ে একটি বেসরকারি মোবাইল কোম্পানির শো-রুমের ভিতরে ঢুকে নগদ সহ তিন লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার সেবক রোডের পানিট্যাঙ্কি মোড়ে। সকালে শো-রুম খুলতে গিয়ে এক কর্মীর বিষয়টি নজরে পড়ে। পুলিশ সূত্রের খবর, এক লক্ষ ৬০ হাজার টাকা নগদ এবং এক লক্ষ ৭০ হাজার টাকার মোবাইল সেট চুরি হয়েছে। এ ছাড়াও ২৫ হাজার টাকার মোবাইলের আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বিধান রোডের মতো এ রকম একটি চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ সুপার ও জি পাল বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।” শো-রুমের দায়িত্বে থাকা অনুপ জিন্দাল জানান, মঙ্গলবার রাত ন’টা নাগাদ দোকান বন্ধ করা হয়। এ দিন সকালে শো-রুমে গিয়ে তাঁরা দেখেন, সাটারের বেশ কিছুটা অংশ বাঁকানো রয়েছে। একটি অংশ কেটে দেওয়া হয়েছে। তা দিয়েই ঢোকে দুষ্কৃতীরা। শো-রুমের ভিতরে বেশ কয়েকটি তালা ভেঙে মোবাইল সেট এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাসিন্দাদের বক্তব্য, ওই শো-রুম বিধান রোড লাগোয়া একটি বহুতলের দোতলায়। যেভাবে চুরি হয়েছে তাতে কয়েক ঘণ্টা দুষ্কৃতীরা সেখানে ছিল। কিছুটা দূরেই পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ি। রাতে বিধান রোডেও টহলদারি চলে। তার মধ্যে কি করে দুষ্কৃতীরা চুরি করে পালাল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফের হুমকি আন্দোলনের
কংগ্রেসের দখলে থাকা পঞ্চায়েত এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত না নেওয়া হলে ফের মহকুমা পরিষদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরুদ্ধে দুর্নীতি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে পূর্ত স্থায়ী কমিটির মিটিং থেকে ওয়াকআউট করে দিনভর অবস্থান করেন প্রণবেশবাবু এবং তাঁর দলের এক প্রধান আনন্দ ঘোষ। বুধবার প্রণবেশবাবু বলেন, “পূর্ত স্থায়ী কমিটির নতুন করে বৈঠক ডাকার আশ্বাস দিয়েছেন সভাধিপতি। ওই বৈঠকের সিদ্ধান্ত দেখে পরের আন্দোলনের কথা জানাব।” শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পাসকেল মিনজ জানান, চলতি মাসে প্রায় প্রতিদিন বৈঠক রয়েছে। ডিসেম্বর মাসের শেষের দিকে ফের পূর্ত স্থায়ী কমিটির বৈঠক ডাকা হবে। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক নয়। কংগ্রেসের মহকুমা পরিষদের তিন সদস্য রয়েছেন। তাঁরা সব জানেন। এখন সামান্য টাকা সরকারের থেকে পাচ্ছি। তা সবাইকে দেওয়া হচ্ছে। তার পরেও তাঁরা বৈঠকের দাবি করায় রাজি হয়েছি। ওই বৈঠকে তাঁদের সব বুঝিয়ে বলব।” এ দিন মহকুমা পরিষদে খাদ্য ও কৃষি ও স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে মহকুমা পরিষদের কংগ্রেসের তিন সদস্য আইনুল হক, অঞ্জলিকা কুজুর এবং প্রেরণা সিংহ উপস্থিত ছিলেন। আইনুলবাবু বলেন, “আমি ওই বিষয় নিয়ে কিছু বলতে চাই না।”

বৃষ্টি ও ঝঞ্ঝায় শীত পাহাড়ে
দ্বিতীয় দফায় আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ায় সিকিম ও দার্জিলিং পাহাড়ে বুধবার দিনভর বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও কমেছে। সমতলের আকাশেও কালো মেঘ জমেছে। মেঘ ও হাল্কা কুয়াশার কারণে দুপুর পর্যন্ত অনেক জায়গায় দিনের আলো ভাল করে দেখা যায়নি। শিলিগুড়ি, জলপাইগুড়িতে ছিল কনকনে ঠান্ডা হাওয়া। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের এক আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “উত্তরবঙ্গের সমতলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পাহাড়ে এ দিন বৃষ্টির কারণে এমনিতেই শীত বেড়েছে। তবে আর বৃষ্টি না হলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে শীতের প্রকোপ বাড়তে চলেছে।” উত্তরবঙ্গ ও সিকিমের আকাশে থাকা পশ্চিমী ঝঞ্ঝা বুধবারও অবস্থান বদল করেনি। সেই কারণেই বৃষ্টির সম্ভাবনা বেশি বলে আবহাওয়া দফতর জানিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সরতে শুরু করলে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। এ দিন বাগডোগরা বিমানবন্দরে উড়ান স্বাভাবিক ছিল।

মদ্যপকে আটক
মদ্যপ অবস্থায় স্কুল পড়ুয়াদের উত্যক্ত করায় এক রেল আধিকারিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার আলিপুরদুয়ারের মাড়োয়ারি পট্টি এলাকায়।ওই রেল আধিকারিক দু’জন ছাত্রকে মারধর করে বলেও অভিযোগ। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য বলেন, “সুব্রত চক্রবর্তী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মদ্যপ অবস্থায় ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ।” এ দিন চার ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় পথ আটকে দাঁড়ান। মারধর শুরু করেন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। অভিযুক্ত সুব্রতবাবু উত্তর-পূর্ব সীমান্ত রেলের সেফটি বিভাগে সহকারী আধিকারিক। তিনি বলেন, “দু’জনকে ডেকে কথা বলেছি। এর বেশি কিছু হয়নি।”

ট্রেনে কাটা
লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি। বুধাবার সকালে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জংশনের দমনপুর এলাকায়। শিলিগুড়িগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। রেল পুলিশ জানায়, মৃতের নাম নাম শেখর দে (৩৭)। রেল লাইন পার হওয়ার সময় ওই ব্যাক্তি ট্রেনের সামনে পড়ে যান।

নৈশ ব্যাডমিন্টন
শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৬-২৩ ডিসেম্বর অরুণোদয় সঙ্ঘের মাঠে ওই প্রতিযোগিতা হবে। অন্তত ১৫০ জন প্রতিযোগী অংশ নেবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

দূর্ঘটনায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম সংলগ্ন রেল লাইনে। বয়স ৭০ বছর। রাধিকাপুর-কাটিহারগামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। রেল পুলিশ তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.