খেলার টুকরো খবর

জাতীয় স্তরে শৈব্যা
জাতীয় স্তরের দৌড় প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছে পুঞ্চার এক কিশোরী। পুঞ্চা থানার নপাড়া হাইস্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর নাম শৈব্যা মাহাতো। পঞ্চায়েত যুব ক্রীড়া ঔর খেল অভিযান (পাইকা) প্রতিযোগিতায় কেরলে ৪০০ মিটার দৌড়ে তার যোগ দেওয়ার কথা। আগামী ২৭ ডিসেম্বর সেখানেই বসছে পাইকার জাতীয় স্তরের প্রতিযোগিতা। ডিসেম্বর সল্টলেকে অনুষ্ঠিত রাজ্য স্তরের প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়ে রেকর্ড সময়ে সে দ্বিতীয় স্থান লাভ করে। তার আগে অক্টোবর মাসে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল। নপাড়া হাইস্কুলের প্রধানশিক্ষক সাম্যবিপ্লব মাহাতো বলেন, “স্কুলের পক্ষ থেকে শৈব্যাকে সমস্ত রকম সাহায্য করা হচ্ছে।” জেলা যুব ও ক্রীড়া আধিকারিক বিকাশ মণ্ডল বলেন, “এই জেলার মধ্যে শৈব্যাই একমাত্র পাইকার জাতীয়স্তরে প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছে।” শৈব্যার বাবা একটি বেসরকারি স্কুলের প্রধানশিক্ষক বিশ্বনাথ মাহাতো বলেন, “এত দিন আমিই ওর প্রশিক্ষকের কাজ চালিয়ে আসছিলাম। ১৬ ডিসেম্বর থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শৈব্যা ১০ দিনের প্রশিক্ষণে যোগ দেবে।”

বিষ্ণুপুরে স্কুল ক্রীড়া
বিষ্ণুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
বিষ্ণুপুর মহকুমার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি বিষ্ণুপুর হাইস্কুল মাঠে হয়ে গেল। মহকুমার ৬টি ব্লকের ১২৫টি স্কুল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। ক্রীড়া কমিটির সদস্য তন্ময়কুমার দাস জানান, দৌড়, লংজাম্প, হাইজাম্প-সহ বিভিন্ন বিভাগে যোগ দিয়েছিল ৪৮৪ জন সাধারণ ও ১৭১ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী।

ফুটবল টুর্নামেন্ট
আজ বুধবার থেকে আনাড়া রেল ময়দানে শুরু হচ্ছে ওয়ারিস গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। প্রথম ম্যাচ রয়েছে আনাড়া ফুটবল আকাডেমি ও পিয়ারডোবা মল্লভূম ফুটবল আকাডেমির মধ্যে। আনাড়া ফুটবল আকাডেমির তরফে পিন্টু মুখোপাধ্যায় জানিয়েছেন, কলকাতার সাদার্ন সমিতি এই প্রতিযোগিতার উদ্যোক্তা। প্রতিটি জেলার একটি করে সেরা দল নিয়ে আগামী জানুয়ারি মাসে কলকাতায় মূল পর্বের প্রতিযোগিতা হবে। শুক্রবার এই মাঠে পুরুলিয়া আদিবাসী একাদশ ও বাঁকুড়া নবজীবনপুর কোচিং সেন্টারের খেলা রয়েছে।

সৈনিক স্কুলে খেলা
৫-৮ ডিসেম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল পুরুলিয়া সৈনিক স্কুলে। মোট ৪০টি ইভেন্টে ৫০০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। উপস্থিত ছিলেন সেনা বিভাগের জেনারেল কমান্ডিং অফিসার (বেঙ্গল এরিয়া) লেফটেনান্ট জেনারেল এ কে চৌধুরী। তিনি পড়ুয়াদের জানান, লক্ষ্যে অবিচল থাকার জন্য শরীর চর্চার কোনও বিকল্প নেই। উপস্থিত ছিলেন সৈনিক স্কুলের অধ্যক্ষ বি এস ঘোরপাড়ে। প্রতিযোগিতায় স্কুলের চিত্তরঞ্জন হাউস সেরা হাউসের মর্যাদা পায়।

বারিকুলে ফুটবল
জঙ্গলমহল ফুটবল প্রতিযোগিতা ২০১২-র বারিকুল থানা জোনের পুরুষ বিভাগের প্রথম পর্যায়ের খেলা শুরু হল বারিকুলের পড়াডি ফুটবল মাঠে। মঙ্গলবার থেকে ম্যাচগুলি শুরু হয়েছে। প্রথম পর্যায়ের খেলা চলবে শনিবার পর্যন্ত। ৪০টি দল যোগ দিয়েছে। এই প্রতিযোগিতার মহিলা বিভাগের দু’টি সেমিফাইনাল, ফাইনাল এবং পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার, বারিকুল থানা সংলগ্ন ফুটবল মাঠে।

বার্ষিক ক্রীড়া
দুবরাজপুর চক্রের পরিচালনায় স্থানীয় গৌরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত হল ‘চক্র’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ৯০টি স্কুল এবং শিশু শিক্ষাকেন্দ্রের ১৬০ জন প্রতিযোগী ৩৩টি ইভেন্টে যোগ দিয়েছিল। আয়োজক সংস্থার মুখ্য উপদেষ্টা অমল কমল পৈতণ্ডী জানান, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা মহকুমা স্তরের খেলায় যোগ দিতে পারবে।

নানুরে নক আউট
নানুরে সোমনাথ মুস্তাফির তোলা ছবি।
১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল বর্ধমানের নৃসিংহপুর পল্লিমঙ্গল সমিতি। প্রতিযোগিতাটি আয়োজন করে নানুরের সাওতা ফুটবল ক্লাব। বোলপুরের পারুলডাঙা পল্লিউন্নয়ন সমিতিকে তারা ২-১ গোলে হারায়। ৮ ডিসেম্বর স্থানীয় ফুটবল মাঠে ওই প্রতিযোগিতা হয়। নৃসিংহপুরের অরূপ মাঝি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। পারুলডাঙার রূপলাল মাড্ডি ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন।

সংক্ষেপে
রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হল রামপুরহাট পশ্চিম চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ৩ ডিসেম্বরের এই প্রতিযোগিতায় ১০৮টি স্কুল এবং শিশু শিক্ষাকেন্দ্র থেকে ২৮৪ জন প্রতিযোগী যোগদান করে।

• স্থানীয় হরিপ্রসাদ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। নলহাটি পশ্চিম চক্রের পরিচালনায় প্রতিযোগিতাটি ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ৩৬টি ইভেন্টে ৮৪টি স্কুল এবং শিশু শিক্ষাকেন্দ্র থেকে ১০৮ জন প্রতিযোগী যোগ দিয়েছিল।

• তারাপীঠ চিলার মাঠে অনুষ্ঠিত হল রামপুরহাট পূর্বচক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ৩ ডিসেম্বরের ওই প্রতিযোগিতায় ৭৫টি স্কুল এবং শিশু শিক্ষাকেন্দ্র থেকে ১০৮ জন প্রতিযোগী যোগদান করে।

• ইউনিস কেনেডির জন্মদিন উপলক্ষে গত ২৮ নভেম্বর জেলা সর্বশিক্ষা মিশন আয়োজিত জামথালিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবন্ধীদের বোচিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সদাইপুরের জামথালিয়া জুনিয়র বেসিক স্কুল। রানার্স হয় স্থানীয় আদুরিয়া প্রাথমিক বিদ্যালয়। ৪টি গ্রুপে মোট ১৩ জন প্রতিযোগী যোগ দিয়েছিল।

• গত ১ ডিসেম্বর কোপাই-আন্দিপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হল পাইকর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। যোগ দিয়েছিল ১৩৭টি স্কুল এবং শিশুশিক্ষা কেন্দ্র থেকে--মোট ৩১২ জন প্রতিযোগী।

• গত ৩০ নভেম্বর কালুহা হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয় রামপুরহাট উত্তর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। যোগ দিয়েছিল ৭৫টি স্কুল এবং শিশুশিক্ষা কেন্দ্র থেকে--মোট ২৮৮ জন প্রতিযোগী। অন্য দিকে ১ ডিসেম্বর খরবোনা স্কুল মাঠে আয়োজিত রামপুরহাট দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। সেখানে ৯১টি স্কুল এবং শিশুশিক্ষা কেন্দ্র থেকে মোট ১৮০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল।

• জেলা প্রাথমিক স্কুল ক্রীড়া সংসদের পরিচালনায় ২৯ নভেম্বর স্থানীয় ভোঁড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হল পারুলিয়া আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতার ৩৬টি ইভেন্টে যোগ দিয়েছিল ১৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ৩টি শিশুশিক্ষা কেন্দ্রের মোট ১৬৫ জন প্রতিযোগী।

• স্থানীয় লোকপাড়া স্কুলমাঠে অনুষ্ঠিত হল ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ময়ূরেশ্বর চক্র প্রাথমিক স্কুল ক্রীড়া কমিটির পরিচালনায় গত ১ ডিসেম্বর প্রতিযোগিতাটি হয়। ৮৯টি স্কুল এবং ৩৯টি শিশুশিক্ষা কেন্দ্র থেকে ২০০ জন প্রতিযোগী ৪৪টি ইভেন্টে যোগদান করে। ক্রীড়া কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ দাস বলেন, “প্রতিটি ইভেন্টে প্রথম স্থানাধিকারীরা মহকুমা স্তরের প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে।”

ছবি: শুভ্র মিত্র, সুজিত মাহাতো, সমীর দত্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.