টুকরো খবর
দুর্ঘটনায় মৃত্যু
কাদাপাড়ার বাইপাস মোড়ে গাড়ির ধাক্কায় এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম মানিক মণ্ডল (৫৫)। বাড়ি মানিকতলায়। ডিসি (ইএসডি) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার রাত ৯টা নাগাদ ওই দুর্ঘটনায় মানিকবাবু গুরুতর আহত হন। নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে ক্ষিপ্ত জনতা গাড়িটি ভাঙচুর করে, চালককে পেটায়। মারধরে আহত গাড়িচালককেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদক-সহ গ্রেফতার
দিন কয়েক আগে ‘সোর্স’ মারফৎ খবর পেয়ে ভবানীপুর এলাকায় নজরদারি শুরু করেছিল লালবাজারের নার্কোটিক্স শাখা। রবিবার দুপুরে ওই এলাকায় এসেই ধরা দিল এক ‘দাগি’ মাদক ব্যবসায়ী। কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন, ধৃত নাদিম আহমেদের কাছে একটি ওয়েবলি স্কট রিভলভার, ৬০০ গ্রাম হেরোইন ও প্রায় ১ লক্ষ টাকা মিলেছে। গোয়েন্দা সূত্রের খবর, নাদিম পুলিশের খাতায় দাগি অপরাধী। কয়েক মাস আগে তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। আদতে তপসিয়ার বাসিন্দা নাদিম ভিন্ রাজ্যেও ঘাঁটি গেড়েছিল বলে জেনেছে পুলিশ। কয়েক মাস ধরে কলকাতা পুলিশের নার্কোটিক্স শাখার অফিসারেরা তাকে হন্যে হয়ে খুঁজছিলেন। দিন কয়েক আগে ভবানীপুর এলাকায় তাকে ঘুরতে দেখেন পুলিশের এক সোর্স। তার মারফৎ খবর পেয়েই নাদিমের গতিবিধির উপরে নজর রাখা শুরু হয়। তদন্তকারীদের আশা, নাদিমকে জেরা করে কলকাতায় মাদক ব্যবসার বেশ কিছু তথ্য জানা যেতে পারে।

বিমানযাত্রী ধৃত
বিমানযাত্রীর হাতব্যাগে মিলল রিভলভারের গুলি। শনিবার গভীর রাতে, কলকাতা বিমানবন্দরে। চুঁচুড়ার কাপড়ের ব্যবসায়ী আর্য বসু (২৯) একটি বিমান সংস্থার উড়ানে ব্যাঙ্কক যাচ্ছিলেন ব্যবসার কাজে। তল্লাশির পরে সিআইএসএফ তাঁর ব্যাগে তাজা গুলি পায়। সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তিনি গ্রেফতার হন।

সাংবাদিকের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবিপি আনন্দের সাংবাদিক সন্দীপ্তা চট্টোপাধ্যায়ের। বয়স হয়েছিল ৩৪ বছর। রবিবার সকালে অসুস্থ অবস্থায় কাঁকুড়গাছির একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তাঁর। ২০০৫ সালে টিভিতে সাংবাদিকতায় যোগ দেন সন্দীপ্তা।

মাওবাদী নেতার মুক্তি চেয়ে অনশন
মাওবাদী নেতা গৌর চক্রবর্তীর মুক্তির দাবিতে প্রেসিডেন্সি জেলে আমরণ অনশন শুরু করেছেন দু’জন দণ্ডিত এবং ১২ জন বিচারাধীন মাওবাদী বন্দি। প্রেসিডেন্সি জেলের সুপার সুদীপ্ত চক্রবর্তী বলেন, “মুক্তি দেওয়াটা বিচার বিভাগের ব্যাপার। আমাদের কিছু করার নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটির অন্যতম নেতা গৌরবাবু রাষ্ট্রদ্রোহ এবং অন্যান্য অভিযোগে জেলে আছেন তিন বছরেরও বেশি। জেল সূত্রের খবর, নভেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে চিকিৎসার পরে তিনি জেলে ফিরেছেন। তাঁর মুক্তির দাবিতে রবিবার অনশন শুরু করেছেন অন্য মাওবাদী বন্দিরা। জেলের চিকিৎসক অনশনরত বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করে জানান, সকলেই ভাল আছেন।

শহরে সেনাধ্যক্ষ
তিন দিনের সফরে কলকাতা ঘুরে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল বিক্রম সিংহ। পূর্ব ভারতের সুরক্ষা এবং ফৌজের বিভিন্ন বিষয়ে পূর্বাঞ্চলের সেনাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিংহ এবং অন্যদের সঙ্গে আলোচনা করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে ফৌজের আধুনিকীকরণের উপরে জোর দেন বিক্রম। ৩১ মে সেনাপ্রধানের দায়িত্ব ভার নেওয়ার আগে পূর্বাঞ্চলেরই সেনাধ্যক্ষ ছিলেন তিনি। সেনাধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পরে শুক্রবার প্রথম কলকাতায় এসে বিক্রম বলেন, “মনে হচ্ছে, ঘরে এলাম।” এর আগে তিনি সুকনা, ডিমাপুর, তেজপুরের ফৌজি ঘাঁটি ঘুরে এসেছেন। সেনাধ্যক্ষ রবিবার দিল্লি ফিরে গিয়েছেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.