টুকরো খবর
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে ধরল পুলিশ। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা ধৃত রাসেল শেখের বিরুদ্ধে বিএসএফ জওয়ানকে খুন, ডাকাতি, তোলাবাজি, গরু পাচার, মাদক ও অস্ত্র বিক্রির অভিযোগ রয়েছে দুই দেশের পুলিশের কাছে। পুলিশ জানায়, অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার সময় মঙ্গলবার ১৫২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা সীমান্ত লাগোয়া আমুদিয়া গ্রাম থেকে রাসেলকে ধরে। তাকে জেরা করে একটি গুলিভর্তি বন্দুক উদ্ধার হয়। অন্য দিকে, মঙ্গলবার রাতে হাড়োয়ার শেখ পাড়ার বাসিন্দা শেখ পাপ্পু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি গুলিভর্তি রিভলভার মিলেছে। ধৃতদের বুধবার বসিরহাট এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন।

আগুনে ভস্মীভূত ৬টি বাড়ি
উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভস্মীভূত হল ৬টি বাড়ি। বুধবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের ছোট চুনফুলি গ্রামের ঘটনা। ডায়মমন্ড হারবার এবং ফলতা থেকে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দিন ঘটনাস্থলে যান কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, বিডিও সেবানন্দ পণ্ডা এবং ঢোলাহাটের ওসি দেবদূত দত্ত। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল, শাড়ি ও চাদর তুলে দেন। গ্রামবাসীদের অভিযোগ, কিছুদিন আগে ওই তার ছিঁড়ে যায়। সেটি সারানোর জন্য বিদ্যুৎ দফতরে আবেদনও জানানো হয়। কিন্তু কোনও কাজ হয়নি।

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
নবম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে হাবরা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মল্লিকা গোলদার (১৫) নামে ওই ছাত্রীকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঘরের মধ্যে ঝুলতে দেখেন পরিবারের লোকেরা। তাঁরা মল্লিকাকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার মৃত্যু হয়। মল্লিকা বেড়গুম হাইস্কুলে পড়ত। সোমবার তার স্কুলে ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরীক্ষা খারাপ হওয়ায় মানসিক অবসাদে সে আত্মঘাতী হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

গুলিতে খুন যুবক
আততায়ীর গুলিতে খুন হলেন এক যুবক। ঘটনাটি ঘটে বুধবার সকালে মগরাহাট স্টেশন রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আলিম শেখ(২৭)। তাঁর বাড়ি মগরাহাটের উত্তর বিলন্দপুর গ্রামের গাজিপাড়ায়। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক রাজুড়িয়া বলেন, “কী কারণে খুন তা পরিষ্কার নয়। তদন্ত চলছে।”

ধর্ষণের চেষ্টা, ধৃত
এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বাগদার সিন্দ্রাণী এলাকায় সৌমেন বিশ্বাসকে পুলিশ ধরে। মঙ্গলবার পুলিশকে ওই মহিলা জানান, বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে সৌমেন তাঁকে ধর্ষণের চেষ্টা করে।

ডাকাতিতে ধৃত ২
গত মাসে অশোকনগরের গুমার নিত্যানন্দ পল্লিতে ডাকাতির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে উদ্ধার করা হয়েছে দু’টি মোবাইল ফোন।

দুর্ঘটনায় মৃত্যু, ভাসানে ধুন্ধুমার
বারাসতের টাকি রোডে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় একটি খালি অ্যাম্বুল্যান্সের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার রাতে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। ক্ষিপ্ত জনতা ওই অ্যাম্বুল্যান্স-সহ তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ২০-২২টি গাড়ি ভাঙচুর করে। আটকে পড়া সারি সারি বাস থেকে নেমে প্রাণভয়ে দৌড়তে থাকেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। নামে র্যাফ। যানজটে অচল হয়ে যায় টাকি রোড। ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় সাত জনকে গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, বুধবার ছিল বিসর্জনের শেষ দিন। তবে ওই শোভাযাত্রার জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি।

স্কুলভোটে জয়ী আরএসপি
স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল আরএসপি। বুধবার বাসন্তীর রামচন্দ্রখালি কলাহাজরা হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আরএসপি এবং তৃণমূল। নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই জয়ী হন আরএসপি প্রার্থীরা। প্রসঙ্গত, আগেও বামেরাই ক্ষমতায় ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.