ডিওয়াইএফআই সমাবেশে ফের বাম সরকার গড়ার ডাক
‘রুখব ষড়যন্ত্র, গড়ব সপ্তম বামফ্রন্ট সরকার’ স্লোগানে শহর দাপিয়ে বাম যুবক-যুবতীরা পৌঁছলেন আস্তাবল ময়দানে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) এবং উপজাতি যুব ফেডারেশনের (টিওয়াইএফ) আজকের কেন্দ্রীয় সমাবেশে। বাম যুব সংগঠনের হাজার হাজার কর্মী মিছিল করে সমাবেশে সামিল হয়েছেন মাদল, ব্যান্ড, নৃত্যের তালে তালে। আস্তাবল ময়দান ভরে ওঠে লাল-সবুজ পতাকায়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্পাদক অভয় মুখোপাধ্যায়, যুব সংগঠনের রাজ্য সভাপতি অমল চক্রবর্তী এবং টিওয়াইএফ রাজ্য সভাপতি প্রণব দেববর্মা।
রাজ্যে কংগ্রেসের ‘অপপ্রচারের ষড়যন্ত্রে’ কান না দিয়ে সপ্তম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান জানান টিওয়াইএফ রাজ্য সভাপতি প্রণব দেববর্মা। শান্তি সম্প্রীতি ধারা অব্যাহত রাখতে ‘বামফ্রন্ট সরকারের কোনও বিকল্প নেই’ বলে তাঁর মন্তব্য। বাম নেতৃবৃন্দের অভিযোগ, কংগ্রেসের নীতির কারণে সারা দেশে বেকারের সংখ্যা বাড়ছে। আজকের সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর কটাক্ষ, ‘কংগ্রেসের ভ্রান্ত নীতির কারণে আজ ভারতে ২০ কোটির বেশি বেকার। সমগ্র ইউরোপের লোকসংখ্যা এর চেয়ে কম।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘রাজ্য সরকার চাকরির সুযোগ করে দিচ্ছে, বেকারদের স্বনির্ভর করার বিভিন্ন প্রকল্প নিয়েছে।’’ তাঁর অভিযোগ, কেন্দ্রের ত্রয়োদশ অর্থ কমিশনের জেরে ত্রিপুরা আর্থিক বঞ্চনার শিকার হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ করছে না ইউপিএ সরকার। নতুন কোনও পদ না তৈরির জন্য জানিয়েছে রাজ্যকেও। এ সব কংগ্রেসের বেকার-বিরোধী নীতির প্রতিফলন বলে তিনি জানান। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, কংগ্রেসের বেকার-বিরোধী নীতি থেকে এ রাজ্যের মানুষের তথা বেকারদের দৃষ্টি ঘুরিয়ে দিতে রাজ্যের কংগ্রেস বদ্ধপরিকর। আরও বেকার তৈরির জন্য কেন্দ্রীয় সরকার আমদানি করছে বিদেশি পুঁজি, এফডিআই। রাজ্যের বামফ্রন্ট সরকারে বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজ্য কংগ্রেস। জঙ্গিদের সঙ্গে আঁতাত করে রাজ্যে অস্থিরতা আমদানি করছে তারা। সম্প্রতি ধৃত ধনু কলুই কীসের প্রমাণ, প্রশ্ন তোলেন তিনি।
ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি অমল চক্রবর্তী বলেন, ‘ঐতিহাসিক সমাবেশ থেকেই রাজ্যে বাম যুবসমাজ সপ্তম বামফ্রন্ট সরকার গঠনের অঙ্গীকার নিচ্ছে।’ তাঁর মন্তব্য, সরকার গড়ার অর্থ বিধানসভায় মন্ত্রী পাঠানো নয়। রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখা, গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য শান্তি সম্প্রীতি বজায় রাখা। এই ধারা বজায় রাখার লড়াইয়ে প্রথম সারিতে বাম যুবক-যুবতীরা। তিনি বলেন, কংগ্রেস ‘পরিবর্তন’ চাইছে এ রাজ্যে। কীসের পরিবর্তন? পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের। অভিযোগ কংগ্রেস কর্মীদের। ত্রিপুরাই বিকল্প পথ দেখাচ্ছে সারা দেশের মানুষকে। কেন্দ্র যখন চাকরির পথ আটকে দিচ্ছে, বামফ্রন্ট সরকার চাকরি তৈরি করছে রাজ্যে। ষষ্ঠ বামফ্রন্ট সরকার ২০ হাজারের বেশি চাকরি দিয়েছে এ রাজ্যে। যুব নেতাদের আহ্বান, ‘উন্নয়নের গতি অব্যাহত রাখতে তাই রাজ্যে সপ্তম বামফ্রন্ট গড়া জরুরি।’
ডিওয়াইএফআই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যুব সংগঠন বলে উল্লেখ করে সংগঠনের সর্বভারতীয় নেতা অভয় মুখোপাধ্যায়ের কথায়, ‘বাম যুব সংগঠনের আদর্শ গণতন্ত্র, শান্তি, সম্প্রীতির জন্য লড়াই করা।’ তিনি জানান, কেন্দ্রীয় কর্ম-সঙ্কোচন নীতির বিরোধিতার উদ্দেশে ২০১৩ সালের ২৩ মার্চ ‘অকুপাই ওয়ালস্ট্রিট’-এর মতো দিল্লির সংসদ ভবনের সামনে ‘অকুপাই দিল্লি পার্লামেন্ট স্ট্রিট’ অভিযান করবে বাম যুব সংগঠনের সদস্যরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.