বিনোদন তারাদের আলোয় উজ্জ্বল স্বীকৃতির আনন্দ-সন্ধ্যা
ঞ্চে পাশাপাশি পরমব্রত-স্বস্তিকা। লাল ফ্লোরাল প্যাটার্ন করা নীল গাউনে ঝলমলে কন্যের পাশেই গ্রে স্যুটের উজ্জ্বল উপস্থিতি। আলতো হাতে জড়িয়ে রাখা কাঁধ, চওড়া হাসি।
তারা-ঝিলমিল সন্ধ্যার ‘ম্যাজিক মোমেন্ট’ যে এটাই, তা বলাই বাহুল্য। যে মুহূর্তের জাদু নিমেষে ছড়িয়ে গেল আলো-আঁধারি প্রেক্ষাগৃহের আনাচে-কানাচে। ‘বোরোপ্লাস আনন্দলোক পুরস্কার ২০১২, পাওয়ার্ড বাই পার্লে’র আনন্দ-সন্ধ্যায়। যার চর্চা চলেছে রাতের পার্টিতেও, একঝাঁক টিভি তারকা, গায়ক, ডিজাইনারদের ভিড়ে।
বর্ণিল সমারোহ

‘বোরোপ্লাস আনন্দলোক পুরস্কার ২০১২ পাওয়ার্ড বাই পার্লে’র জমজমাট আসর।
পুরস্কার পাওয়ার পরে মঞ্চে টোটা রায়চৌধুরীর সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়।
শুরুতেই এ সন্ধ্যার পরতে পরতে রোম্যান্সের জাল বুনে গিয়েছেন অনুপম রায়, তাঁর ‘এখন অনেক রাত’-এর মাদকতায়। যে গান একটু পরেই তাঁর হাতে এনে দেবে ‘কার্লন বেস্ট সং’-এর পুরস্কার। এ নিয়ে তৃতীয় বার, হ্যাটট্রিক।
কার্লন বেস্ট মিউজিক ডিরেক্টর (ফিল্ম) ‘ভূতের ভবিষ্যৎ’-এর রাজানারায়ণ দেব পুরস্কার নিতে আসতেই সঞ্চালক মীর, নীলাঞ্জনারা ফাঁস করে দিয়েছেন তাঁর সদ্য বিয়ে হওয়ার কথা। বেড়ে গিয়েছে হাততালির আওয়াজ। একে একে ঝলমলে লাল শাড়িতে আরও ঝলমলে শ্রীপর্ণা রায় নিয়ে গিয়েছেন এসবিআই বেস্ট অ্যাক্টর ফিমেল (টিভি)-র শিরোপা, ‘আঁচল’ সিরিয়ালের জন্য, নীল পাঞ্জাবিতে ঝকঝকে ফারহান ইমরোজ পেয়েছেন বেস্ট অ্যাক্টর মেল (টিভি), ‘কেয়ার করি না’র জন্য। বেস্ট সিরিয়ালের তকমা পেয়ে গিয়েছে স্টার জলসার ‘বধূ কোন আলো লাগল চোখে’।

পুরস্কার হাতে অনুপম রায়

শ্রীপর্ণা রায়
এরই ফাঁকে হাজির নবাগত তারকা অঙ্কুশ। একের পর এক কালজয়ী ডিসকো হিটের সঙ্গে তাঁর উত্তাল নাচে মেতে উঠতে দেরি হয়নি দর্শকদের। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে মঞ্চ থেকে নীচে নেমে গিয়েছেন মীর। হাসি-ঠাট্টায় মেতেছেন দর্শকাসনে বসা রাজা ও তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, অপরাজিতা আঢ্য, ঊষা উত্থুপদের সঙ্গে।
বিশেষ কিছু পুরস্কারের তালিকায় ভোলিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল (ফিল্ম) পান মুমতাজ। ‘ভূতের ভবিষ্যৎ’-এর আধুনিকা কন্যে পুরস্কার নিতেও আসেন কালো-কমলা বাহারি শর্ট ড্রেসে। একই ছবির জন্যই শাশ্বত চট্টোপাধ্যায় নিয়ে যান পার্লে টপ বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল (ফিল্ম)-এর শিরোপা। বেস্ট ডেবিউ নাইজেল আকারার হাতে পুরস্কার তুলে দেন ‘মা’ অলকানন্দা রায়। আঁধার পেরিয়ে আলোয় ফেরার সবটুকু কৃতিত্বই যাঁকে দিচ্ছেন নাইজেল নিজেই।

‘ইষ্টিকুটুম’ সিরিয়ালে ‘বাহা’ চরিত্রটির জন্য
রণিতা দাস পেয়েছেন পার্লে টপ স্পেশাল জুরি অ্যাওয়ার্ড।


পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায়
ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

‘মা’ অলকানন্দা রায়ের হাত থেকে
পুরস্কার নেওয়ার পরে নাইজেল আকারা
শেষ পর্বের পুরস্কারগুলোর জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ঘরভর্তি দর্শক। মাঝে ‘জানেমন’, ‘১০০% লাভ’-এর মতো হিট গানে কোয়েল মল্লিকের মঞ্চ মাতানো নাচের রেশ না কাটতেই যে পুরস্কারের পালা শুরু। বোরোপ্লাস বেস্ট ডিরেক্টর অনীক দত্ত, বোরোপ্লাস বেস্ট অ্যাক্টর (ফিমেল) স্বস্তিকা মুখোপাধ্যায়ের হাতে পুরস্কার উঠতেই ‘ভূতের ভবিষ্যৎ’-এর ঝুলিতে পাঁচ-পাঁচটি পুরস্কার। হেলদি অ্যান্ড টেস্টি বেস্ট ফিল্ম অবশ্য নিয়ে যায় ‘মুক্তধারা’। বোরোপ্লাস বেস্ট অ্যাক্টর (মেল) পরমব্রত চট্টোপাধ্যায়, ‘হেমলক সোসাইটি’র জন্য।
যার কয়েক মুহূর্ত পরেই স্বস্তিকাকে ফের মঞ্চে ডেকে এনেছেন মীর। এবং ঘটে গিয়েছে সেই পরম জাদু!

মঙ্গলবার, সায়েন্স সিটি অডিটোরিয়ামে। ছবিগুলি তুলেছেন রণজিৎ নন্দী।

মুখরিত অধীর আনন্দে...

কোন সুরে: সরোদের মূর্ছনায় আমান আলি খান।
বুধবার, সায়েন্স সিটিতে। ছবি: দেবাশিস রায়



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.