বেপরোয়া আচরণে আবার বিতর্কে তেহট্টের এসডিপিও |
তেহট্টে পুলিশের গুলি চালানোয় মৃত্যু হয় এক জনের। এই ঘটনায় মূল অভিযুক্ত রাজ্য পুলিশের এসডিপিও শৈলেশ শাহ। যদিও এই ঘটনার প্রশাসনিক ব্যাখ্যা, ‘পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে’। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্ক, প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। উত্তাপ কমার আগেই আবার বিতর্কে জড়ালেন তেহট্টের অভিযুক্ত ওই এসডিপিও। এবার তার বিরুদ্ধে এক এএসআইকে মারধোর এবং গুলি করে মারার হুমকির অভিযোগ উঠল। আক্রান্ত এএসআই কিশোর দে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। কিশোর দে অভিযোগ করেছেন, তাঁকে গুলি করার হুমকিও দিয়েছেন শৈলেশ শাহ।
|
সংবাদ সম্প্রচারে বাধা, গ্রেফতার সাংবাদিক |
‘চাপ দিয়ে টাকা আদায়’-এর অভিযোগে দিল্লিতে গ্রেফতার করা হল দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের দুই সম্পাদক ও সাংবাদিককে। ২ অক্টোবর এই বিষয়ে এফআইআর দায়ের করেন নবীণ জিন্দাল। বিষয়টি বম্বে হাইকোর্টে বিচারাধীন। এই অভিযোগের ভিত্তিতেই গতকাল অভিযুক্তদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। কয়লা কেলেঙ্কারী কাণ্ডে খবর সম্প্রচার ও এই সংক্রান্ত অন্তর্তদন্তে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ ও গ্রেফতার, সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছেন ওই সংবাদমাধ্যমের সিইও। এই ঘটনায় সাংবাদিক বৈঠক ডেকে জিন্দাল গোষ্ঠির নবীণ জিন্দালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের, সংবাদ সম্প্রচারে বাধা এবং সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ করেছে ওই সংবাদমাধ্যম।
|
বায়ুসেনার মহিলা অফিসারের আত্মহত্যা |
আজ সকালে ভারতীয় বায়ুসেনার যোধপুর স্টেশনের স্কোয়াড্রন লিডার অনিন্দিতা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার ঘর থেকে। ২৯ বছরের অনিন্দিতা কলকাতার বাসিন্দা। তার স্বামীও বায়ুসেনার উচ্চপদস্থ অফিসার। এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের মুখোপাত্র এসডি গোস্বামী।
|
মালদহে পথ দুর্ঘটনা, মৃত ৪ |
মালদহের ইংরেজবাজার থানা এলাকার শদুল্লাপুরে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, আহত অন্তত ২৫ জন। আজ ভোরে শব দাহ করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই মিনি ট্রাক শদুল্লাপুর এলাকায় উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও তিন জনের। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। |