থিমের ঘনঘটা রিষড়ায় |
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
জলপথে পরিবহণ ব্যবস্থায় ভাটা পড়েছে। তবে, সাধনকানন অঙ্কুরে সেই চিত্র তুলে ধরেছে পুজো ভাবনায়। মূল মণ্ডপ তৈরি করা হয়েছে বিশাল বজরার আদলে। ছোট নৌকোও রয়েছে। মৎস্যজীবীদের জীবনযাত্রার টুকরো ছবি ফুটে উঠেছে শরৎ সরণির ২ নম্বর স্পোর্টিং ক্লাবের পুজোতেও। লক্ষ্মীপল্লির পুজোয় আবার চরকা কাটার যুগে ফিরিয়ে নিয়ে যাবে মানুষকে। প্রাচীন বস্ত্রশিল্পের সম্ভার এই পুজোর মণ্ডপ জুড়ে। রিষড়ার অলিগলিতে এখন এমনই নানা ভাবনার মিশেল। বৈচিত্র্য প্রতিমায়। বৈচিত্র্য মণ্ডপে। |
রিষড়ার সাধনকানন অঙ্কুর। |
রবীন্দ্র সঙ্ঘ। |
|
ব্রহ্মানন্দ মাঠ বন্ধুগোষ্ঠীর সুদৃশ্য মণ্ডপ তৈরি হয়েছে হোগলা পাতা আর পাটকাঠি দিয়ে। যুবকবৃন্দ, ৩ নম্বর অধিবাসীবৃন্দ, মোড়পুকুর বটতলার পুজো দেখতেও প্রচুর ভিড় হচ্ছে। রেল লাইনের পূর্বে চারবাতি ইয়ং স্টাফের পুজো। নানা আকারের দাঁড়িপাল্লা দিয়ে তৈরি মণ্ডপ। পার্ক তরুণ দল ও পাশের পার্ক সম্মিলনীর পুজো দু’টিতে মণ্ডপসজ্জা এবং প্রতিমাও দেখার মতো। লেনিন মাঠ যুবগোষ্ঠীর বিশালাকার মণ্ডপে শিল্পীদের হাতের কাজ প্রশংসা পাচ্ছে। মণ্ডপসজ্জায় রামায়ণের খণ্ডচিত্র। অনাথ আশ্রম, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো লোক টানছে। তেঁতুলতলায় রবীন্দ্র সঙ্ঘের পুজো ভাবনার পোশাকি নাম ‘রং-উৎসব-জগদ্ধাত্রী-সৃষ্টি-মিলন’। বিভিন্ন আকারের রঙের বালতি উল্টো করে সাজানো। গড়িয়ে পড়ছে রং-বেরঙের রং। এমন ভাবে রঙের বালতি এবং ড্রামগুলি সাজানো হয়েছে, ঠাওর করলে তা থেকে নানা দেবদেবীর মূর্তি খুঁজে পাবে দর্শনার্থীদের চোখ। |
|
হাওড়ার বাণীতলা নিউ অগ্রদূত সঙ্ঘ। |
খানাকুলের রাজহাটি গ্রামে ১০টি পুজো হয়। অঙ্কর গোষ্ঠীর পুজোয় উঠে এসেছে আদিবাসীদের গ্রাম। দিশারী গোষ্ঠী ত্রিপুরার শিল্পশৈলী মণ্ডপে। রয়্যাল বুলেটের মণ্ডপ-প্রতিমা ঝিনুকের। আমরা সবাই, নান্দনিক, কল্পতরু, সৃষ্টি, উদয়ন, অভিনন্দন, উদয়নের পুজোও ভিড় টানছে।
|
ছবি: প্রকাশ পাল ও সুব্রত জানা। |
|