টুকরো খবর
চিনা মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ক্ষুব্ধ ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে ফের টানাপোড়েন ভারত আর চিনের মধ্যে। তাদের নতুন ই-পাসপোর্টে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের এলাকা বলে দেখিয়েছে বেজিং। তাতে ক্ষুব্ধ দিল্লি এক দিকে যেমন সরকারি ভাবে প্রতিবাদ করেছে, তেমনই চিনা নাগরিকদের দেওয়া ভিসায় ভারতের মানচিত্র ছেপে জানিয়ে দিয়েছে এই দুই জায়গা ভারতেরই অংশ। বিদেশমন্ত্রী সলমন খুরশিদ আজ দিল্লিতে বলেন, “আমরা এটা মেনে নিতে তৈরি নই।” যার উত্তরে বেজিংয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, “আশা করি ঠান্ডা মাথায় এবং যুক্তিপূর্ণ ভাবেই এই বিষয়টির সমাধান করা হবে।” অরুণাচল প্রদেশ নিয়ে চিন-ভারত মনোমালিন্য নতুন নয়। বেজিংয়ের দাবি, এটা তাদের এলাকা। সেই কারণে অরুণাচলের বাসিন্দাদের ভিসা দেয় না তারা। যুক্তি এটাই যে, নিজের দেশে চলাফেরার জন্য ভিসা লাগে না। জম্মু-কাশ্মীরের লাদাখ জেলার আকসাই চিন নিয়েও বেজিংয়ের সঙ্গে দিল্লির বিবাদ দীর্ঘদিনের। দুই দেশই এই এলাকার দাবিদার। অরুণাচল প্রদেশ আর আকসাই চিন নিয়ে ১৯৬২ সালে যুদ্ধেও জড়িয়েছিল ভারত-চিন। ৯০-এর দশকে অবশ্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মেনে চলার চুক্তি হয় দুই দেশের মধ্যে। তার পরেও অরুণাচল যে তাদের এলাকা, তা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যায় চিন। ই-পাসপোর্টে মানচিত্রের জলছাপ যার শেষতম উদাহরণ। জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের আলাদা কাগজে ভিসা (স্টেপল্ড ভিসা) দিয়েও অতীতে বিতর্ক তৈরি করেছে বেজিং।

শান্তি চান না ইজরায়েলের মানুষ
গত এক সপ্তাহ ধরে গাজায় সংঘর্ষ চলার পর গত বৃহস্পতিবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল ও হামাস। এর ফলে গাজার সাধারণ মানুষ আপাতভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, ইজরায়েলিরা কিন্তু মোটেও খুশি হননি। ইজরায়েলের একটি সমীক্ষায় এমনই তথ্য পাওয়া গেল। ইজরায়েলের ৪৯ শতাংশ মানুষ মনে করেন, প্যালেস্তাইনের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করার সিদ্ধান্ত ঠিক নয়। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন এবং মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন গত বুধবার ইজরায়েল এবং হামাস গোষ্ঠীকে অনুরোধ করেন যুদ্ধবিরতি করার জন্য। বিশেষজ্ঞদের মতে, তাঁদের চাপে পড়েই ইজরায়েল শান্তিচুক্তি সই করেছেন। ইজরায়েল এবং হামাস উভয় পক্ষই নিজেদের জয়ী ঘোষণা করেছে।

অতন্দ্র প্রহরা: দামাস্কাসের পুরনো
শহরে ইজরায়েলি সেনা। ছবি: এএফপি

তবু সতর্ক: গাজা সীমান্তে
ইজরায়েলি সেনা। ছবি: রয়টার্স


বিতর্কে মিশরের প্রেসিডেন্ট
বিতর্কে জড়ালেন মিশরের প্রেসিডেন্ট মহম্মদ মুরসি। নতুন এক ঘোষণায় প্রচুর ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন তিনি। বিরোধীদের দাবি, মিশরের নতুন সম্রাটের মতো আচরণ করছেন মুরসি। প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারককের পতনের পরে পাওয়া সব স্বাধীনতাই তিনি কেড়ে নিতে চাইছেন। সম্প্রতি ইজরায়েল ও প্যালেস্তাইনিদের মধ্যে সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করে বিশ্বের প্রশংসা পেয়েছেন মুরসি। কিন্তু, এই সিদ্ধান্তে ফের তিনি সমালোচনার মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

ব্রার কাণ্ড
প্রাক্তন ভারতীয় সেনা অফিসার কে এস ব্রারের উপরে হামলার দায়ে দিলবাগ সিংহ নামে আরও এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ব্রিটিশ পুলিশ। ব্রারের স্ত্রী উপরেও হামলা চালায় সে। ওই ঘটনায় এক মহিলা-সহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ব্লু-স্টারে নেতৃত্ব দিয়েছিলেন ব্রার।

উদ্ধার টাকা
ষোলো লক্ষ মার্কিন ডলার উদ্ধার হল সিঙ্গাপুর থেকে। বাংলাদেশের প্রাক্তন প্রধান মন্ত্রী খালেদা জিয়ার পলাতক পুত্র আরাফাত রহমান এই বিপুল পরিমাণ টাকা পাচার করেছিলেন। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ মাস আগে তাঁকে ছ’বছরের জন্য জেলে পাঠায় বাংলাদেশ সরকার।

মোবাইল বন্ধ
পাকিস্তানের বিভিন্ন শহরে গতকাল সমস্ত মোবাইল ফোনের পরিষেবা বন্ধ করে দিল পাকিস্তান সরকার। সাম্প্রতিক তালিবান হামলায় প্রেক্ষিতে এই সিদ্ধান্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.