চন্দননগরে জগদ্ধাত্রী পুজো |
|
চাউলপট্টি সর্বজনীন: এখানকার পুজো দিয়ে শুরু হয়েছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রচলন।
তেঁতুলতলা সর্বজনীন: প্রাচীন পুজোগুলির মধ্যে এখানকার পুজো অন্যতম। স্থায়ী মণ্ডপে দেবী বিরাজমান। অগণিত মানুষের সমাগম হয় এই পুজোয়।
আদি হালদারপাড়া: প্রাচীন এই পুজো। মণ্ডপের থিম ‘সম্পর্ক আজ বোঝা, তাই আশায় খোঁজা।’ বাবা মা তার সন্তানকে লালন-পালন করে বড় করার যে প্রয়াস চালান, এখানের মণ্ডপে তাই ফুটিয়ে তোলা হয়েছে।
নতুন তেলিঘাট: ৪৫ বছরের পুজো। এ বছরের থিম, ‘পরিবেশ বাঁচাও’। দূষণের ফলে পাখিদের বিপন্নতার চিত্রই ফুটে উঠেছে এই মণ্ডপে। ১০ হাজার পাতা ও ৬০০ তির, ঘুড়ি, লাটাই দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।
গোন্দলপাড়া মনসাতলার পুজো: ৭১ বছরের পুজো। থিম পরিবেশ। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি জায়গার অনুকরণে মণ্ডপে ফুটে উঠেছে একটুকরো সবুজ। মাটির নয়, আসল বাগান দেখা যাবে এখানে।
|
তেলিঘাট সর্বজনীন। |
নিয়োগী বাগান বালক সঙ্ঘ। |
|
মরান রোড সর্বজনীন: নৌকার অবয়বে মণ্ডপ। মণ্ডপে ঢুকলে জলে ভেসে থাকার অনুভূতি হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।
অম্বিকা অ্যাথলেটিক ক্লাব: ৪৩ বছরের পুজো। মণ্ডপে পৃথিবীর উষ্ণায়নের কুফল ফুটে উঠেছে।
নতুনপাড়া সর্বজনীন: ৬০ বছরের পুজো। থিম, মানুষের বিবর্তন। মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে আদিম যুগ থেকে বর্তমান সভ্যতায় মানুষের পদার্পণ। মণ্ডপে ঢোকার মুখেই চোখে পড়বে বিশাল আকারের একটি ধাতব মূর্তি।
উত্তরাঞ্চল বিবিরহাট সর্বজনীন: ৪৬ বছরের পুজোয় এ বছর ৬০ ফুট উঁচু এবং ৮৪ ফুট চওড়া দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ। ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে ২০ ফুট চওড়া সোনালি আলোর ঝাড়বাতি।
সুরের পুকুর কদমতলা: পুজো ২৪ বছরে পা দিল। মণ্ডপের থিম, স্বপ্নের দেশে।
|
অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। |
গোন্দলপাড়া মনসাতলা। |
|
বোরোদিঘির ধার: ৬০ বছরের পুজো। পাল্কি ও ঝুড়ি দিয়ে কাল্পনিক এক দৃষ্টিনন্দন মণ্ডপ।
গোপীনাথঘাট উর্দিবাজার: ৫০ বছরের পুজো। চালচিত্রের বিভিন্ন আঙ্গিকে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এ বারের থিম, ‘এচিত্র- সেচিত্র-চালচিত্র।’
বড়ো বাজার সর্বজনীন: ৫০ বছরের পুজো। মীনাক্ষি মন্দিরের আদলে দৃষ্টিনন্দন মণ্ডপ।
ফটকগোড়া সর্বজনীন: থিম, ‘হীরক রাজার দেশে’। পুজো এ বছর ৬০ বছরে পদার্পণ করল।
গোপালবাগ সর্বজনীন: সুবর্ণ জয়ন্তী বর্ষের নিবেদন, টানা রিকশা থেকে আধুনিক বাস পরিবহণ ব্যবস্থায় বিভিন্ন সময়ের পরিবর্তন ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে।
|
বাগবাজার সর্বজনীন। |
ভদ্রেশ্বর তেঁতুলতলার প্রতিমা। |
|
হাটখোলা দৈবকপাড়া সর্বজনীন: ৪০ বছরে পা দিয়ে এ বারের থিম, লৌকিক রাজস্থানের এক টুকরো স্মৃতি। মণ্ডপটি রাজস্থানী লোকশিল্পের আদলে নির্মিত এবং থাকছে কয়েক হাজার রাজস্থানী পুতুল।
|
ছবি: তাপস ঘোষ ও রূপম রায়। |
|