আজকের শিরোনাম
প্রথম টেস্টে জয় ভারতের
মোতেরায় প্রথম টেস্টে আজ পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ৪০৬ রানেই থামিয়ে দিল ধোনিবাহিনী। আজও উইকেটে ধার শানিয়েছেন প্রজ্ঞান। দু’টি ইনিংস মিলিয়ে তাঁর মোট উইকেট ৯। আজ তিনি মোট ৪ উইকেট নিয়েছেন। এদের মধ্যে ম্যাট প্রায়োর ও অ্যালিস্টার কুককে আউট করে জয়ের রাস্তা অনেকটাই মসৃণ করে দেন। ভারতের জয় সুনিশ্চিত করতে দরকার ছিল মাত্র ৭৭ রান। দুপুরের বিরতির পর এক উইকেট হারিয়ে সেই রান তুলে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।

নয়াদিল্লির হিমালয় হাউসে বিধ্বংসী আগুন
আজ সকাল ৬.৩০ নাগাদ নয়াদিল্লির কে জি মার্গে হিমালয় হাউসে ভয়াবহ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে, পাঁচতলায় আগুন লাগে এবং ধীরে ধীরে সেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, হাউসের ভিতরে কয়েক জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আগুনের ভয়াবহতা এত বেশি যে ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। কী কারণে আগুন লেগেছে তা সঠিকভাবে জানাতে না পারলেও শট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান দমকলের আধিকারিকদের।

অভিযোগ উঠল বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে
বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে ফের অভিযোগ উঠল। এ বার অভিযোগ উঠেছে দিল্লি সফরের সময় মদ্যপানের যাবতীয় খরচ তিনি বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে মেটান। অথচ আশ্রমের ডিড-এ মদ্যপানে নিষেধাজ্ঞা রয়েছে। শুধু তাই নয়, একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসাবে তিনি আইন বিরুদ্ধ কাজ করেছেন বলে অভিযোগ। এর দরুণ ফের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য কলুষিত হয়েছে বলে অনেকেই মনে করছেন।

পরিচালন সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষ বাঁকুড়ায়
সিপিএম-তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার শালতোড়া থানা এলাকায়। জানা গিয়েছে, তিলুড়ি গার্লস স্কুলে পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে গতকাল রাত থেকেই চাপান-উতোর চলতে থাকে। চলে সংঘর্ষও। আজ সকালেও তার রেশ ছিল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। এ দিকে, এই নির্বাচনকে ঘিরে দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনেছে।

ফিরলেন সুনীতা উইলিয়ামস
আজ কাজাখস্তানে অবতরণ করলেন সুনীতা উইলিয়ামস ও তাঁর দুই সঙ্গী। নাসা জানিয়েছে, এঁরা প্রত্যেকেই সুস্থ আছেন। প্রসঙ্গত, গত ১৫ জুলাই মহাকাশে গবেষণার জন্য মহাকাশযান সোয়ুজে করে পাড়ি দেন। ১২৭ দিন সেখানে ছিলেন। চার মাস সেখানে থাকার পর আজ পৃথিবীর বুকে পা রাখলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.