হাতির হামলায় চার জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বন্য হাতির আক্রমণে মারা গেলেন এক কিশোর-সহ চার গ্রামবাসী। পুলিশ সূত্রে খবর, কাল রাতেউদালগুড়ি জেলার নোনাইখুঁটি গ্রামেপাকা ধান খেতে খালিংদুয়ার সংরক্ষিত বনাঞ্চল থেকে হাতিরা হানা দেয়। ধান বাঁচাত্যে শস্যখেতে হাজির হন গ্রামবাসীরা। হাতির পাল উল্টে তাঁদেরই তাড়া করে। হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান রঞ্জিত ওরাং (২০), রন্তু লামা (৩০), রঞ্জিত হাঁসদা (২২) ও অংকিত নেওয়ার (১৫)। ঘটনার প্রতিবাদে আজ দু’টি গ্রামের অধিবাসীরা মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের করেন। বকোতেও হানা দেয় হাতিরা। ভেঙে দেয় অঙ্গনওয়াড়ি স্কুল ও কয়েকটি বাড়ি।
|
চিতাবাঘের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ধানখেতে মিলল মৃত চিতাবাঘের দেহ। যোরহাটের তিতাবরে। পুলিশ জানায়, কুন্দার গ্রামে খেতের পাশে পড়েছিল চিতাবাঘটির দেহ। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। বনকর্তাদের সন্দেহ, পাশ্ববর্তী চা বাগানের কর্মীরা বিষ প্রয়োগ করে চিতাবাঘটিকে মেরে ফেলতে পারেন।
|
বাংলাদেশে গরু পাচার করার সময় এক পাচারকারীকে আটক করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)। রবিবার ভোরে ইসলামপুর থানার বেলাগাছি সীমান্তে ঘটনাটি ঘটেছে। ধৃতের ব্যক্তির হেফজাত থেকে ৮ টি গরুও আটক করেছে বিএসএফ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ খাবির। তার বাড়ি বাংলাদেশের জুগিহার। সীমান্ত দিয়ে গরুগুলি পাচারের তাকে ধরা হয়।
|
সাপের কামড়ের হাত থেকে পুণ্যার্থীদের বাঁচাচ্ছেন বেদেরা। পশ্চিমঘাট পর্বতমালার জঙ্গলের মধ্যে সবরিমালা মন্দির দর্শনে এসে সাপের কামড়ে মারা যান বহু পুণ্যার্থী। তাই এই ব্যবস্থা। |