টুকরো খবর
বাম ‘কৃতিত্ব’ শুনে গোঁসা উন্নয়নমন্ত্রীর
হাসপাতাল তৈরিতে কৃতিত্ব কার? বর্তমান সরকারের নাকি পূর্বতন বাম সরকারের? আর এসপি দল পরিচালিত বীরপাড়া মাদারিহাটের প্রাক্তন সভাপতি অবনী দাস দাবি করলেন হাসপাতালের নয়া ভবন তৈরির কৃতিত্ব তাঁদেরই। তা শুনে নতুন ভবন উদ্বোধনের ফিতে না-কেটেই গাড়িতে চড়ে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। কেন ওই প্রাক্তন সভাপতিকে সভা মঞ্চে ডাকা হয়েছিল সে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশও করেন তিনি। শেষ পর্যন্ত স্বাস্থ্য দফতরের কর্তারা নিজেদের ভুল স্বীকার করে মন্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে নয়া ভবনের দ্বারোদ্ঘাটন করান। শনিবার দুপুরে ঘটনাটি ডুয়ার্সের মাদারিহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এলাকার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অবনীবাবু জানান, ২০০৮-এ মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রের নয়া ভবনের টাকা আসে। পৌনে তিন কোটি টাকা খরচ করে স্বাস্থ্য কেন্দ্রের নয়া ভবন এবং কয়েকটি ঘর নির্মাণ করার কাজ শুরু হয় বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য শেষ হতেই মঞ্চ থেকে নেমে মন্ত্রী সটান হাঁটা দেন গাড়ির দিকে। সেই সময় নয়া ভবনের ফিতা কাটার জন্য ঘোষিকা উত্তরবঙ্গ মন্ত্রীর নাম ঘোষণা করছেন। বাঁ দিকের ভবনের দিকে না গিয়ে সোজা গাড়িতে বসে পড়ায় বিচলিত হয়ে পড়েন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। উপস্থিত জনতা অবাক। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার মন্ত্রীকে গিয়ে ফিতে কাটার জন্য জানান। ক্ষিপ্ত গৌতমবাবু তাঁকে বলেন, “আমি ফিতে কাটব না। জনপ্রতিনিধি নন এমন কাউকে কেন মঞ্চে বলতে দেওয়া হল? এখানে কোনও নিয়ম মানা হয়নি।” আরএসপি পরিচালিত বীরপাড়া-মাদারিহাটের সভাপতি বিকাশ দাস বলেন, “যে ভাবে মন্ত্রী মঞ্চ থেকে নেমে গাড়িতে চড়ে বসা সৌজন্য নয়। আমরা অপমানিত হয়েছি।”

সংঘর্ষে জখম ৫
গেট খোলা নিয়ে বিএসএফ ও গ্রামবাসীদের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। শনিবার কোচবিহারের চ্যাংরাবান্ধার পাটোয়ারিপাড়া এলাকায় সংঘর্ষে অন্তত ৫ জন গ্রামবাসী জখম হন। আহত হয়েছেন বিএসএফের দুই জওয়ান। গোলমালের সময় বিএসএফ শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। বাসিন্দারা পাটোয়ারিপাড়ায় মাথাভাঙা-শিলিগুড়ি রাস্তা আটকে বিক্ষোভ দেখান। অবরোধে আটকে পড়েন বনমন্ত্রী হিতেন বর্মন। ক্ষুব্ধ বাসিন্দারা বনমন্ত্রীর কাছে বিএসএফের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “নির্ধারিত সময়ে গেট না খোলা নিয়ে গোলমাল শুরু। গ্রামবাসীদের ওপর বিএসএফ অন্যায় ভাবে লাঠিচার্জ করেছে। কয়েকজন জখম হন।”

আক্রান্ত পুলিশ
মেলার মধ্যে চলতে থাকা জুয়ার আসরে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। শনিবার সন্ধ্যায় ডুয়ার্সের ফালাকাটার সরুগাঁও গ্রামের ঘটনা। জুয়ার কারবারিরা পুলিশের দু’টি গাড়িতে ভাঙচুর চালায়। তাদের ছোঁড়া ঢিলে পুলিশের গাড়ির চালক জখম হয়েছেন। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ওই মেলার কোনও অনুমতি নেই। পুলিশের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের খোঁজা হচ্ছে।”

খুনের ঘটনায় ধৃত ২
সিপিএমের শিক্ষক নেতা বসন্ত দাসের খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রজনী দাস বসন্তবাবুর ভাই এবং হরেকৃষ্ণ দাস প্রতিবেশী। বৃহস্পতিবার রাতে কুপিয়ে খুন করা হয় ওই শিক্ষককে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “শিক্ষক খুনে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শরিকি বিবাদ জেরেই ওই শিক্ষক নেতা খুন হয়েছেন।”

আর্থিক সাহায্য
নাগরাকাটার তিন বারের সিপিএম বিধায়কের হতদরিদ্র স্ত্রীর চিকিৎসা ও আর্থিক সাহায্যে উদ্যোগী হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শনিবার শুল্কাপাড়া ব্লক হাসপাতালে ভর্তি বিধায়কের স্ত্রী ৭০বছর বয়স্কা বুটেইন ওঁরাওকে দেখতে যান। নিজের মাসিক বেতন থেকে এককালীন ৫০০০ টাকা সাহায্য দেন।

লাইনে ফাটল
শুক্রবার রাতে আলিপুরদুয়ার-অসম লাইনে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকল। লাইনে ফাটল দেখে শামুকতলা ষ্টেশনে ডাউন কামক্ষ্যা ইন্টারসিটিকে থামানো হয়।

জখম ৪ পুলিশ
টহলদারির সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে জখম হয়েছেন শামুকতলা থানার ৪ জন পুলিশকর্মী। শুক্রবার রাতে ৩১সি জাতীয় সড়কের মজিদখানার ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.