টুকরো খবর
দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু অন্ডালে
দুর্ঘটনাগ্রস্ত বাস। —নিজস্ব চিত্র।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাসযাত্রীর। মৃতের নাম সামিরুদ্দিন শেখ (৫০)। বাড়ি মালদহের কালিয়াচকে। বৃহস্পতিবার গভীর রাতে দু’নম্বর জাতীয় সড়কে অন্ডালের জেকে রোপওয়ে টপলাইনের কাছে ঘটনাটি ঘটে। এ দিনরাত দেড়টা নাগাদ কোলকাতা-বোকারো বাসে যাচ্ছিলেন তিনি। রোপওয়ে টপলাইনের কাছে একটি ট্রাক মোড় ঘুরছিল। উল্টো দিক থেকে আসছিল একটি জিপ। জিপটি ট্রাকটিকে ধাক্কা মারলে ট্রাকটি ‘ডিভাইডার’ টপকে ধাক্কা মারে দূরপাল্লার ওই বাসটিকে। বাসের ৮ নম্বর সিটে বসেছিলেন সামিরুদ্দিনবাবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

রানিগঞ্জে ক্ষোভ কৃষকসভার
একগুচ্ছ দাবিতে রানিগঞ্জের বিডিও কার্যালয়ে সারা ভারত কৃষকসভার রানিগঞ্জ থানা কমিটির উদ্যোগে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিডিওর হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। কৃষক সংগঠনের রানিগঞ্জ থানা কমিটির সম্পাদক আজাদি প্রসাদ জানান, দীর্ঘদিন বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দেওয়া হচ্ছে না। বিপিএল এবং তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র দেওয়াও অনেক দিন বন্ধ। জবকার্ড হোল্ডাররা একশো দিনের কাজ পাচ্ছেন না। বিডিও পার্থপ্রতিম সরকার জানান, চলতি বছরের জুন মাস অবধি বার্ধক্য ভাতার টাকা এসেছে। খুব শীঘ্রই তা মিটিয়ে দেওয়া হবে। অন্য নানা দাবিগুলি পূরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নর্দমার পাশে যুবকের দেহ
এক যুবকের দেহ উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। শুক্রবার সকালে কাঁকসা থানার আড়রা এলাকা থেকে ওই দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম বিজয় হেমব্রম (২৫)। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বিজয় পাশের পাড়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। আর বাড়ি ফেরেননি। সকালে একটি নর্দমার ধারে তাঁর দেহ দেখতে পান বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই যুবক খুন হয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

তালা ভেঙে চুরি দু’টি বাড়িতে
তছনছ। —নিজস্ব চিত্র।
দু’টি বাড়িতে তালা ভেঙে ঢুকে বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। অন্ডালের সিঁদুলি হাটতলার বাসিন্দা, ইশ মহম্মদ এবং পুরনো অফিসপাড়া এলাকার বাসিন্দা রামাশোক যাদব অন্ডালের বনবহাল ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন। পেশায় খনিকর্মী ওই দুই বাসিন্দা অভিযোগে জানান, বৃহস্পতিবার তাঁরা রাতের পালিতে কাজ করতে গিয়েছিলেন। পরের দিন সকালে ফিরে দেখেন, বাড়ির দরজার তালা ভাঙা। বেশ কিছু জিনিস নেই। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

বধূর ঝুলন্ত দেহ
এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দুর্গাপুরের কোকওভেন থানার শ্রমিক নগর কলোনি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতার নাম অঞ্জু সরকার (২৫)। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী সুনীল সরকারকে গ্রেফতার করেছে।

জয়ী নেতাজি
বড়থল নেতাজি সঙ্ঘ আয়োজিত ফুটবলে শুক্রবারের খেলায় জিতল নেতাজি সমিতি। তারা গুটগুটপাড়াকে ৪-০ গোলে হারায়। ৩টি গোল করে ম্যাচের সেরা বিজয়ী দলের শ্রীকান্ত বাউরি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.