টুকরো খবর
সচিন-নির্ভরতা ছাড়ুক ভারত: কপিল

কমেন্ট্রির দুনিয়ায় স্বাগত। কপিলকে কি এটাই বলছেন বয়কট। স্টার ক্রিকেটের হিন্দি ধারাভাষ্য
টিমে কপিলের সঙ্গে থাকবেন সৌরভ, রামিজ রাজা, অরুণলাল এবং সিধু। ছবি: উৎপল সরকার
সচিন-নির্ভর ক্রিকেট কবে ছাড়তে পারবে ভারতীয় দল, প্রশ্ন কপিল দেবের। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারানো প্রাক্তন ভারতীয় অধিনায়ক চান, এই ইংল্যান্ড সিরিজেই তা শুরু করুক ধোনির টিম ইন্ডিয়া। ভারতীয় দলে সচিন-নির্ভরতা মাত্রা ছাড়াচ্ছে বলে মনে করছেন কপিল। ধোনির ক্রিকেটারদের তাঁর পরামর্শ, এ বার নিজেরা দায়িত্ব নাও। ভারত-ইংল্যান্ড সিরিজে হিন্দিতে ধারাভাষ্য দিতে চলা কপিলের বক্তব্য, বরাবরের মতো অতিরিক্ত সচিন-নির্ভরতা এ বার ভারতীয় দলের ক্ষতি করতে পারে। এমনকী নিজেদের দেশের ঘূর্ণি পিচও ধোনিদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। তাঁর কথায়, “সচিন এখনও ভারতীয় দলে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শুধুমাত্র ওর উপরই নির্ভর করা ঠিক নয়। এ বার তরুণরা দায়িত্ব নিতে শিখুক।” ধোনি যে নিজেই ঘূর্ণি পিচ চেয়েছেন ইংরেজদের শায়েস্তা করবেন বলে, সেই প্রসঙ্গে কপিলের প্রতিক্রিয়া, “ঘূর্ণি পিচে টস খুব গুরুত্বপূর্ণ। টস জেতা দল তাজা উইকেটে ব্যাট করার সুযোগ পাবে। সেই সুযোগটা প্রতিদ্বন্দ্বী দলও তো পাবে।” দেশের মাঠেও এ বার ইংল্যান্ডকে হারানো সহজ হবে না নিজের এই ধারণার ব্যাখ্যা হিসেবে কপিল বলছেন, “জাহির পুরো ফিট নয়। হরভজন ফর্মে নেই। ব্যাটিংয়ে ইনিংসের শুরুটাই ভাল না হলে বিপদ।”

মনোজদের বার্তা দিলেন ডালমিয়া
বাংলার দল নির্বাচন নিয়ে রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয়ে গেল। সিএবি-র বদলে গুজরাত ম্যাচের দল নির্বাচনী সভা বসল সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার অফিসে। শুধু তাই নয়, প্রেসিডেন্টের তরফে কড়া বার্তাও দেওয়া হল ক্রিকেটারদের। বলা হল, সিএবি যা করার করবে। কিন্তু ক্রিকেটারদের উচিত পারফরম্যান্সে দ্রুত উন্নতি ঘটানো। খোদ প্রেসিডেন্টের অফিসে তড়িঘড়ি এমন বৈঠকের প্রেক্ষাপট যে পঞ্জাব ম্যাচের বিপর্যয়, সেটা না বোঝার কারণ নেই। এক বা দুই নয়, পঞ্জাব ম্যাচের পনেরো জনের স্কোয়াড থেকে চার ক্রিকেটারকে বাদ দেওয়া হল। এঁরা জয়জিৎ বসু, অরিত্র চট্টোপাধ্যায়, গীতিময় বসু এবং অর্ণব নন্দী। এঁদের বদলে ঢুকলেন শ্রীবৎস গোস্বামী, পার্থসারথি ভট্টাচার্য, সামি আহমেদ এবং অভিষেক ঝুনঝুনওয়ালা। এর মধ্যে শেষোক্ত নামকে ঘিরে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। গত মরসুমে অভিষেকের গড় ছিল ১৩.৭৫। প্রশ্ন উঠছে, অরিন্দম দাসের মতো সিনিয়রদের যদি খারাপ পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়ে থাকে, তা হলে অভিষেক কী ভাবে ঢুকলেন? জানা গেল, বৈঠকে উপস্থিত অধিনায়ক মনোজ তিওয়ারি এবং কোচ ডব্লিউ ভি রামন জানিয়েছেন, অভিষেককে টিমে দরকার। নির্বাচক প্রধান দীপ দাশগুপ্ত বলছিলেন, “কোচ-ক্যাপ্টেনকে একটা ভাল টিম দেওয়ার চেষ্টা করেছি।” কিন্তু পছন্দের টিম পেলেও প্রেসিডেন্টের বকুনির হাত থেকে রেহাই মেলেনি। বৈঠকে অধিনায়ককে ডালমিয়া বলেন, এ বার গোটা টিমের নড়েচড়ে বসার সময় হয়েছে। অশোক দিন্দাকেও টিমে রেখে দেওয়া হয়েছে। সিএবি মনে করছে, দিন্দা যেহেতু স্ট্যান্ডবাই হিসেবে ভারতীয় দলের সঙ্গে আছেন, তাই শেষ মুহূর্তে তাঁকে ছাড়া হতেও পারে। গুজরাতের বিরুদ্ধে বাংলা নামছে ১৭ নভেম্বর।

গোয়ায় বাড়তি চ্যালেঞ্জ মর্গ্যানের
গোয়ার মাঠই বার বার মুখের গ্রাস কেড়ে নিয়েছে মর্গ্যানের। ইস্টবেঙ্গলের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে গোয়ার নেহরু স্টেডিয়ামই। এই মাঠেই পয়েন্ট হারানোর কারণে পর পর দু’মরসুমে খুব অল্পের জন্য আই লিগ হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের। দু’বারই ‘সেকেন্ড বয়’ হয়ে হা-হুতাশ করতে হয়েছে সাহেব কোচকে। এ বার তাই চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার আগে বাড়তি সতর্ক লাল-হলুদ কোচ। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ছক কষছেন। বুধবার অনুশীলন শুরু করার আগে মর্গ্যান অবশ্য বললেন, “গোয়াতে আমরা শুধু ব্যর্থ হয়েছি, সেটা কিন্তু নয়। বহু সাফল্যও পেয়েছি।” মর্গ্যান যে পরিসংখ্যানই দিন না কেন, আই লিগের পাতা ওল্টালে অন্য তথ্য পাওয়া যাবে। গত দু’বছরে মোট ছ’বার নেহরু স্টেডিয়ামে ডেম্পো, সালগাওকর আর চার্চিলের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। তার মধ্যে তিন বারই হেরেছে মর্গ্যান-বাহিনী। দু’বার ড্র। জিতেছে একবার। বৃহস্পতিবার তাই গোয়া যাওয়ার আগে মর্গ্যান বলছিলেন, “ফেড কাপেই চার্চিলের শক্তির আঁচ পেয়েছি। গোয়ার মাঠে আমাদের সতর্ক থাকতে হবে।”

রাজ্য দলে জেলার তিন জন সাঁতারু
বয়সভত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় রাজ্য দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে বর্ধমানের তিন সাঁতারু। তাদের মধ্যে রয়েছে অনূর্ধ্ব ১৪ বিভাগে গত বারের জাতীয় সাঁতারে খেতাব জেতা প্রত্যয় ভট্টাচার্য, ওই বিভাগেরই অপর প্রতিযোগী সৃঞ্জন পাল। অনূর্ধ্ব ১৭ বিভাগে রাজ্য দলে সুযোগ পেয়েছে কালনার সায়নী দাস। ২১ থেকে ২৫ নভেম্বর পুণেতে অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.