ছাত্রীর শ্লীলতাহানি, পথ অবরোধ অভিভাবকদের |
৪ বছরের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৌবাজারে পথ অবরোধ করলেন স্থানীয় স্কুলের অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথ স্কুলে। ওই স্কুলেরই এক দারোয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন ছাত্রীর অভিভাবকরা। ছাত্রীটির ওপর নির্যাতন করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। স্কুলের সমস্ত বিভাগে মহিলা কর্মী নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।
|
পোস্তায় যুবকের দেহ উদ্ধার |
আজ কলকাতার রবীন্দ্রসরণিতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ফুটপাথ থেকে ক্ষতবিক্ষত ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। যুবকের সারা দেহে পাথর দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পোস্তা থানার পুলিশ।
|
গতকাল রাতে বনগাঁয় তৃণমূল নেতা খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগণার গোপালনগরে গঙ্গানন্দপুর গ্রামে। তৃণমূলের অঞ্চল সভাপতি অরুণ বিশ্বাসকে গলা কেটে কুপিয়ে খুন করে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও সিপিএম এই অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসডিপিওর নেতৃত্বে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার |
বসিরহাটের চাঁপাপুকুরে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গত তিন দিন ধরেই নিখোঁজ ছিল ওই কিশোরী। আজ সকালে বসিরহাটের একটি পুকুর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ১১ বছর বয়সী ওই কিশোরীর দেহ উদ্ধার করা হয়। ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত আসগর মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |