জনতা-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের খয়রাশোল |
বীরভূমের খয়রাশোলের লোবা গ্রামে একটি কয়লা উত্তোলন প্রকল্প ঘিরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। একটি বেসরকারি কোম্পানি বহুদিন আগেই কয়লা উত্তোলনের জন্য লিজে জমি অধিগ্রহণ করেছিল। জমির ধার্য্য দাম নিয়ে প্রথমে অসন্তোষ দেখা দেয় জমির মালিকদের মধ্যে। যাদের মধ্যে বেশ কয়েক জন জমির দাম নিয়ে খুশি ছিলেন না। এ নিয়ে তৈরি হয়েছে ভূমি রক্ষা কমিটি। এবং গত এক বছর ধরে ওই কোম্পানির একটি যন্ত্র গ্রামবাসীরা আটকে রেখেছেন। এ বিষয়ে কিছু দিন আগে মহাকরণে এসে মুখ্যমন্ত্রী তথা শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের বক্তব্যও জানিয়ে গিয়েছিলেন এই কমিটির লোকজন। আজ সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যন্ত্র উদ্ধার করতে গেলে বচসা বাধে গ্রামবাসী এবং ভূমিরক্ষা কমিটির লোকজনদের সঙ্গে। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সংঘর্ষ বেধে যায় পুলিশ-গ্রামবাসীদের মধ্যে। ঘটনায় ৫ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন বহু গ্রামবাসী। এ ছাড়াও আহত হয়েছেন ২৭ পুলিশকর্মী। পুলিশের ৯টি গাড়িও ভাঙচুর করা হয়েছে। আহতদের চিকিত্সা চলছে। এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ হয়ে রয়েছে।
|
গ্রেফতার রূপনারায়ণপুর গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত |
গ্রেফতার হল আসানসোলের রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজ গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত মিথিলেশ ওঝা। গত কাল রাতে বিহারের আরা জেলার সামশেরগঞ্জে মিথিলেশকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে আসানসোল কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কর্মীরা। আজ ধৃতকে আসানসোল মহকুমা আদালতে তোলা হবে। |