ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত মধুর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ন’বছর পর পরিচালক মধুর ভাণ্ডারকরকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। ২০০৪ সালের জুলাই মাসে প্রীতি জৈন নামের এক মডেল-অভিনেত্রী অভিযোগ করেন, মধুর ধর্ষণ করেছেন তাঁকে। ১৯৯৯ সাল থেকে শুরু করে টানা পাঁচ বছর ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার এবং বিয়ে করার আশ্বাস দিয়ে একাধিক বার ধর্ষণ করেছেন। ২০১১ সালে মুম্বইয়ের একটি নিম্ন আদালতে সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। করার রায় দেয়। নভেম্বর মাসে অন্তর্বর্তী জামিন পান মধুর। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর অভিযোগ, এই মামলায় এক পক্ষের কথা শুনেই তদন্ত হচ্ছে। মধুরের বয়ান এক বারের জন্যেও নেওয়া হয়নি। সেই আবেদনের পরই আজ সুপ্রিম কোর্ট জানায় মধুরের বিরুদ্ধে আর মামলা লড়তে চান না বলে জানিয়েছেন খোদ প্রীতি। আর তদন্ত করে পুলিশ ক্লিনচিট দিয়েছে মধুরকেও। তাই খারিজ হয়ে যায় মামলাটি।
|
প্রয়াত হলেন যাত্রাশিল্পী শান্তিগোপাল। বয়স হয়েছিল ৭৯ বছর। বার্ধক্যজনিত রোগে সোমবার সকালে বরাহনগরে নিজের বাড়িতেই তাঁর জীবনাবসান হয়। তাঁর মা, স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছেন। যাত্রায় নামডাক হওয়ার পরে আসল নাম বীরেন্দ্রনারায়ণ পাল বদলে শান্তিগোপাল নামে খ্যাত হন তিনি। এর পরে রাজনৈতিক ও ঐতিহাসিক চরিত্রভিত্তিক যাত্রাপালাগুলিতে বিবেকানন্দ, লেনিন, মার্ক্স প্রভৃতি নাম-ভূমিকায় অভিনয় করে দর্শকদের মধ্যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পান শান্তিগোপাল। দু’-তিন বছর ধরেই ভুগছিলেন এই প্রবীণ শিল্পী।
|
পেনেলোপে ক্রুজ। সোমবার রোমে। ছবি: এএফপি
|
মুম্বইয়ের এক ফ্যাশন শো-তে সানিয়া মির্জা। ছবি: এএফপি। |