খনিতে বিধায়ক দল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
গ্যাস, ধোঁয়া, আগুন বেরোনো এবং অবৈধ খননের অভিযোগ খতিয়ে দেখতে সোমবার থেকে পরিদর্শন শুরু করল রাজ্য বিধানসভার ‘কমিটি অফ পিটিশন অন ইললিগ্যাল কোল মাইনিং’ (২০১২-১৩)। এই কমিটিতে অন্তত ২০ জন বিধায়ক রয়েছেন। তাঁদেরই একটি দল প্রথম দিন অন্ডাল, রানিগঞ্জ এবং জামুড়িয়ার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখে। আরও দু’দিন তাঁরা অন্য এলাকাগুলি ঘুরে দেখবেন। এ দিন রানিগঞ্জের নিমচা ফায়ার প্রজেক্ট এলাকা সংলগ্ন এলাকায় গ্রামবাসীরাই প্রতিনিধি দলটিকে অবৈধ খাদান দেখিয়ে দেন। সেখানে দাঁড়িয়ে প্রতিনিধি দলের এক সদস্য সংশ্লিষ্ট জামগ্রাম এরিয়ার জিএম নারায়ণ ঝাঁকে দু’টি অবৈধ খাদান বন্ধ করার নির্দেশ দেন। এ দিন অন্ডালের হরিশপুর এলাকায় পরিত্যক্ত বন্ধ খাদান এলাকা দেখার পরে পরাশকোল অবৈধ খাদান এলাকায় গিয়ে প্রতিনিধি দল দেখে, ছাই ভরাট করা হয়েছে। পরে জামুড়িয়ার শ্রীপুর, ছাতিমডাঙা, কুনস্তরিয়া কোলিয়ারির পিছনে এবং বেলবাঁধ অবৈধ খাদান এলাকা ঘুরে দেখেন তাঁরা। প্রতি জায়গাতেই ছাই ভরাট করা হয়েছে। ওই কমিটির চেয়ারম্যান দেবলীনা হেমব্রম জানান, কমিটির কাছে অবৈধ খনন সংক্রান্ত বারবার অভিযোগ জমা পড়েছে। ধোঁয়া, গ্যাস ও আগুন নির্গত হওয়ার ঘটনা নিয়েও অভিযোগ আছে। তার ভিত্তিতে রাজ্য সরকারের নির্দেশে অবৈধ খাদানগুলি ঘুরে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পাইপগান ও এক রাউন্ড গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে অন্ডালের হরিশপুর গ্রাম মুসলিমপাড়ায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লাল বাগদি। বীরভূমের বাসিন্দা ওই ব্যক্তি এখন অন্ডালের জামবাঁধ বেকারি সেন্টারে আপাতত ডেরা বেঁধেছিল। জামুড়িয়ার একটি অপরাধে যুক্ত থাকার অভিযোগে এক বছর আসানসোল জেলে ছিল সে। দিন কুড়ি আগে ছাড়া পায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে দু’টি বাইকে চেপে চার জন এলাকায় এসে এক রাউন্ড গুলি ছোড়ে। বাসিন্দারা ধাওয়া করলে তিন জন পালিয়ে যায়। লাল বাগদিকে ধরে ফেলেন বাসিন্দারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। |