আজকের শিরোনাম
জঙ্গিপুর উপনির্বাচনে জয়ী প্রণব-পুত্র
জঙ্গিপুর উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। প্রথম রাউন্ডের গণনা পর্ব শেষ। এই রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী প্রণব-পুত্র অভিজিত্ মুখোপাধ্যায়ের থেকে ১০৬৫ ভোটে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী মোজাফফর হোসেন। অন্য দিকে, সুতি, সাগরদিঘি ও নবগ্রামে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে সিপিএম। জানা গিয়েছে, দ্বিতীয় রাউন্ডের শেষে ২৩৭১ ভোটে এগিয়ে অভিজিত্ বাবু। তৃতীয় রাউন্ডের শেষে ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে কংগ্রেস। চতুর্থ রাউন্ড শেষে ৮,৩৫১ ভোটে এগিয়ে কংগ্রেসপ্রার্থী। নির্বাচন কমিশনের হিসাবে চতুর্থ রাউন্ডে মোট ২,২৩, ০৭৯টি বৈধ ভোট গণনা হয়েছে। পঞ্চম রাউন্ড শেষে সিপিএমের থেকে ৮,৮৩৪ ভোটে এগিয়ে কংগ্রেস। ষষ্ঠ রাউন্ড শেষে অভিজিত্ বাবুর প্রাপ্ত ভোট ৮,৪৯১। সপ্তম রাউন্ড শেষে কংগ্রেস এগিয়ে ৮,৪০১ ভোটে। অষ্টম রাউন্ডে কংগ্রেসপ্রার্থী এগিয়ে ৭,৮৫৪ ভোটে। নবম রাউন্ডে অভিজিত্ বাবু এগিয়ে ৬,৪৫১ ভোটে। চোদ্দো রাউন্ড শেষে প্রণব-পুত্র এগিয়ে ৪,৮৯৫ ভোটে। ১৫তম রাউন্ড শেষে ৩,৩৭২ ভোটে এগিয়ে রয়েছেন অভিজিত্ মুখোপাধ্যায়। ১৭তম রাউন্ডে ২,৫৩৬ ভোটে মোজাফফর হোসেনকে পরাস্ত করলেন অভিজিত্ মুখোপাধ্যায়।

প্রার্থী হিসাবে প্রাপ্ত ভোটের সংখ্যার চিত্রটি এই রকম—

প্রার্থী প্রাপ্ত ভোট
অভিজিত্ মুখোপাধ্যায় ১,৯৩,৮৬৪
মোজাফফর হোসেন ১,৮৭,৩২৩
প্রার্থী প্রাপ্ত ভোট
পঞ্চম রাউন্ড
কংগ্রেস ৯১,৩৯৬
সিপিএম ৮২,৮৪৫
বিজেপি ২১,৮২৮
সপ্তম রাউন্ড
কংগ্রেস ১,৫২, ৯৮৫
সিপিএম ১,৪৪,৫৮৪
বিজেপি ৪১,১২৫
নবম রাউন্ড
কংগ্রেস ১,৯৩,৮৬৪
সিপিএম ১,৮৭,৩২৩
বিজেপি ৫০,৭৫০
পঞ্চদশ রাউন্ড
কংগ্রেস ৩,২০,০৭৬
সিপিএম ৩,১৬,৭০৪
সপ্তদশ রাউন্ড
(জয় পেলেন প্রণব-পুত্র)
কংগ্রেস ৩,৩২,৯১৯
সিপিএম ৩,৩০,৩৩৮
বিজেপি ৮৫,৮৮৭
 
বাক্য-বাণ
অধীর চৌধুরী:

মদন মিত্র:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.